বিসিএস ভাইভা অভিজ্ঞতা 2024

৪৩তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

প্রার্থীর নাম. রাশেদুল মোস্তফা
সাব্জেক্টঃ অর্থনীতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বোর্ড মোঃ খলিলুর রহমান স্যার

সিরিয়ালঃ ১৫ জনের মধ্যে ১৩তম

চয়েসঃ ফরেন, প্রশাসন, পুলিশ……।

সময়ঃ ১৫-২০ মিনিট

তারিখঃ ০৫-০৯-২০২৩

আমিঃ আসসালামু আলাইকুম, May I come in sir?

Chairman Sir: এসো বাবা, এসো।

External -01: স্যার, [চেয়ারম্যান সারকে উদ্দেশ্য করে] এর সাব্জেক্ট অর্থনীতি, প্রথম চয়েস ফরেন ক্যাডার।

Primary Viva Experience

Chairman Sir: তুমি কিছু খেয়েছ? [আমার ভাইভা হয় প্রায় সাড়ে তিনটার দিকে] তারা কিছু খাবার দিয়েছে?

আমিঃ না স্যার, তবে আমরা তিনজন কিছু খাবার একজন কর্মচারিকে দিয়ে নিয়ে এসে খেয়েছি। তাতে স্যার খুব দুঃখপ্রকাশ করলেন। তিনি বললেন, এই গরমে ছেলেগুলা কোট টাই পরে আছে, গেস্ট রুমে একটা এসি আর খাবারের ব্যবস্থা করা উচিৎ ছিল। তিনি আরও বললেন, তাঁরা মন্ত্রণালয়কে বিষয়টা বুঝাতে পারছেন না।

External -02: তাহলে তোমার সাব্জেক্ট অর্থনীতি? তোমার গ্রামের বাড়ি কই?  বিসিএস ভাইভা অভিজ্ঞতা

আমি: স্যার, চকরিয়া, কক্সবাজার।

External -02: আচ্ছা, চট্টগ্রামে এমন একটা প্রজেক্ট হতে যাচ্ছে যা দক্ষিণ এশিয়ায় প্রথম, প্রজেক্টটার নাম বলতে পারো?

আমিঃ [প্রথমে গভীর সমুদ্র বন্দর মনে করেছিলাম], কয়েকদিনের মধ্যে উদ্বোধন হবে বলাতে সাথে সাথে বলেদিলাম ‘কর্ণফুলি টানেল’।

External -02: অহ, গুড়। চট্টগামের একজন বিশ্ববিখ্যাত ব্যাক্তির নাম বলো যাকে সারা দুনিয়া চিনে।

আমিঃ প্রথমে ডক্টর ইউনূসের কথা মাথায় এসেছিলো, পরে ভাবলাম উনাকে নিয়ে তো গ্যাঞ্জাম চলছে। স্যার ব্যাক্তিটা আইনস্টাইনের সম পর্যায়ের বলাতে বুঝতে পারলাম উত্তর কোনটা চাচ্ছেন, সাথে সাথে বলে দিলাম জামাল নজরুল ইসলাম স্যার।

BCS Preliminary Preparation General Science

External -02: উনি কোন বিষয় নিয়ে গবেষণা করে বিখ্যাত হয়েছেন?

আমিঃ আমি ‘কণা তত্ত্বের’ কথা বললাম, উনি উত্তরটা নেননি। সম্ভবত তিনি ‘বিশ্বতত্ত্ব’ উত্তরটা চেয়েছিলেন। তখন আমার মাথায় আসেনি।

External -02: কক্সবাজার তো পৃথিবীর ৫ম দীর্ঘ সমুদ্র সৈকত, [পঞ্চম বলাতে আমিও কনফিউজ ছিলাম, মনে করেছিলাম এটা একটা ট্র্যাপ। পরে দেখলাম আসলেই ৫ম। কিন্তু পাকৃতিক ভাবে প্রথম] এখানে কি কি পাওয়া যায়? ৪৩তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

আমিঃ মাছ, তেল, গ্যাস সহ অনেক কিছু বললাম, কিন্তু স্যার অন্য উত্তর চাচ্ছিলেন। পরে খনিজ বালি বা ব্ল্যাক গোল্ডের কথা বলাতে তিনি বললেন এইবার ঠিক আছে।

External -02: আমাদের দেশে মুদ্রাস্ফীতি কত?

আমিঃ স্যার, বিবিএস এর তথ্য অনুযায়ী ৯.২৪ শতাংশ।

External -02: এটা কি অর্থনীতির জন্য ভালো?

আমিঃ না স্যার, অর্থনীতিতে ৫ শতাংশ মুদ্রাস্ফীতি মডারেট, এর চেয়ে বেশি হলে সেটা কন্ট্রোল করা জরুরি।

External -01: মুদ্রাস্ফীতি কমাতে হলে কি কি করতে হবে?

BCS Written Preparation Bangla

আমি: আমি শ্রীলঙ্কার প্রসঙ্গ নিয়ে আসলাম, তারা কীভাবে মুদ্রাস্ফীতি কমিয়েছে তার একটা সারাংশ দিলাম। পয়েন্ট আকারে বললে

নিত্য প্রয়োজনীয় দ্রব্যে ভর্তুকি দেয়া
বিলাসবহুল পণ্যে করহার বাড়ানো
অর্থ পাচার বন্ধ করা

অবৈধ সিন্ডিকেট বন্ধ করা
আমদানি কমিয়ে রপ্তানি বাড়ানো
ডলারের দামে স্থিতি অবস্থা বজায় রাখা ইত্যাদি

External -01: কোন ঋণ উত্তম? ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ, আইএমএফ এর ঋণ, নাকি সাপ্লাইয়ার ক্রেডিট ঋণ।

আমিঃ অধিকাংশ ক্ষেত্রে সাফ্লাইয়ার ক্রেডিট ঋণ উত্তম স্যার।

৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

External -01: সাধারণত ওয়ার্ল্ড ব্যাংক কিংবা আইএমএফএর ঋণের সুদ হার কত? বিসিএস ভাইভা অভিজ্ঞতা

আমিঃ সাধারণত ১ থেকে ২ শতাংশ স্যার।

External -01: ঋণের ক্ষেত্রে গ্রেস পিরিয়ড বলতে কি বুঝো?

আমিঃ ব্যাংকিং পরিভাষায় গ্রেস পিরিয়ড বলতে ঋণ নেওয়ার পর থেকে প্রথম কিস্তি পরিশোধের মধ্যবর্তী সময়কে বোঝায় স্যার।

Chairman Sir: বর্তমানে চিনির দাম কত?

আমিঃ মুখস্ত বলে ফেললাম ১৮০ টাকা, স্যার ঝাড়ি দিয়ে বললেন, বাজারে যাচ্ছ না কত বছর হলো? সংসারের সব দায়িত্ব বাবার উপর তুলে দাও কেন? আমি ভদ্র ছেলের মত চুপ মেরে থাকলাম।[ আসলে সাদা চিনির দাম ১৫০ টাকা এবং লাল চিনির দাম ১৭০ টাকা]

Chairman Sir: ধরো চিনির দাম ১২০ টাকা, [এবার বুঝলাম ১২০ টাকা বললে তিনি খুশি হতেন] এটা কি বেশি? বেশি হলে কীভাবে কমানো যায়?

আমিঃ অবশ্যই এটা বেশি স্যার, স্থানীয় ভাবে চিনি উৎপাদন করতে গেলেও ১১০ টাকার উপরে পড়ে যাচ্ছে তাই দেশে উৎপাদন করে চিনির দাম কমানো কঠিন। আমাদের উচিৎ হবে সস্তায় আমদানি করা আর সিন্ডিকেট বন্ধ করা।

Chairman Sir: ধরো একটা জমিতে ৫০ কেজি ধান উৎপাদন হয়, এর পরের বছর এক কেজি সার বেশি দিলাম তাই এক কেজি ধান বেশি উৎপাদন হলো, এরপরের বছরও এক কেজি বেশি সার দেয়ায় এক কেজি বেশি ধান উৎপাদন হলো, একে অর্থনীতির ভাষায় কি বলে?

অভিজ্ঞতা ছাড়াই নগদে চাকরির সুযোগ, আবেদন করুন এখনই

আমিঃ স্যার এটাকে অর্থনীতির ভাষায় Constant return to scale বলে।

Chairman Sir: Suppose, you are nominated as high commissioner of Pakistan from people’s republic of Bangladesh. Now present your credential to Pak-President Arif Alvi.

আমিঃ Your Excellency, I am Rashedul Mustafa the high commissioner of Pakistan from people republic of Bangladesh. According to our constitution we believe in peaceful and friendly relationship between Bangladesh & Pakistan.

We believe that both the countries will work in economic, cultural and other state’s affairs in a friendly atmosphere. Now, I am presenting my letter of credential from my head of the state to you, your excellency.

Chairman Sir: ওকে, এবার তুমি যেতে পারো, পেপারস গুলো নিয়ে যাও। BCS Viva

আমিঃ সালাম দিয়ে চলে আসলাম।

কিছু পরামর্শঃ

জনাব খলিলুর রহমান স্যারের বোর্ডে আপনাকে না আটকানো পর্যন্ত প্রশ্ন করতেই থাকবে, অনেকে ভাইভা দিয়ে হতাশা প্রকাশ করছেন। আসলে হতাশ হওয়ার কিছু নেই, উনাকে অনেক ফ্রেন্ডলি মনে হলো। আমি যা বুঝেছি প্রশ্ন পারা না পারা নিয়ে উনি তেমন মার্কিং করেন না।  বিসিএস ভাইভা অভিজ্ঞতা

BCS Preliminary Preparation 2024

নিজ সাব্জেক্ট, জেলা, বিশ্ববিদ্যালয় বিষয়ক প্রশ্ন ছাড়া আসলে ভাইভা হয়না। স্যারের বোর্ডে এই তিন বিষয় ছাড়া অন্য বিষয়ে তেমন প্রশ্ন করতে আমি দেখিনি।
স্যাররা আপনাকে দেখলেই বুঝেনিতে পারেন যে আপনাকে ভাইভাতে কত মার্ক দেয়া যায়। তাই যথাসম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করবেন। সবার জন্য শুভ কামনা।

Beside these, this cadre provides me well logistics support, Rapid and smooth promotion, grands of rewardment, economic solvency & give me an opportunity to work as a customs intelligence.

এক্সটার্নাল 2 :ফিসকাল পলিসি ও মনিটারি policy কী, কেন করা হয়, কারা করেন?

আমি: সামষ্টিক অর্থনৈতিক কার্যকলাপ পরিচালনা ও নিয়ন্ত্রণের সরকারের আয় ও ব্যয় ব্যবস্থাপনার কৌশলকে রাজস্ব নীতি বলে। BCS Viva

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এর অর্থ বিভাগ এটি প্রণয়ন করেন।

কেন করেন বলতে পারবা?

১.কর্মসংস্থান সৃষ্টি করতে।

বিসিএস লিখিত: বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের দশ পরামর্শ

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

২. অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে ৩. সরকারের আয় ও ব্যয়ের সমন্বয় করতে।।

মুদ্রা নীতি :মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে তারল্য নিয়ন্ত্রণ করাকে মুদ্রা নীতি বলে।।

কেন প্রণয়ন করা হয়? 41th BCS Viva Experience

১. মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে।

কারা করেন?

কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশে ব্যাংক এটি প্রণয়ন করেন।

এক্সটার্নাল 2:আবগারি শুল্ক কি?

৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

উত্তর:দেশের ভিতরে উৎপাদিত পণ্য ও সেবা থেকে যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলে।।

এক্সটার্নাল 2: WIPO এর ফুল ফর্ম কী?

আমি :WIPO, World Intellectual property Organization (WIPO) ভাইভা অভিজ্ঞতা

চেয়ারম্যান স্যার :আচ্ছা, তোমার বাসা তো রাজশাহী, রাজশাহীর একজন বিখ্যাত ব্যক্তির নাম বল…

আমি : আবুল হাসনাত মোঃ কামারুজ্জামান হেনা।।

চেয়ারম্যান স্যার :মুক্তিযুদ্ধে উনার অবদান বল….

আমি : উনি আমাদের মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার একজন ও আমাদের জাতির পিতার একজন অন্যতম সহযোগী।।

চেয়ারম্যান স্যার :আমাদের মহান মুক্তিযুদ্ধে উনি কি ভূমিকা পালন করেন?

প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা | Primary Viva 2024

আমি : আমাদের মুক্তিযুদ্ধের সময় গঠিত সরকারের তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে মুক্তিযুদ্ধকে সংগঠিত করতে ও এগিয়ে নিতে অবদান রাখেন।।

চেয়ারম্যান স্যার : উনার কবর কোথায় বলতে পারবা?

আমি : স্যার, উনাকে কাদিরগঞ্জের উনাদের নিজ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।।

চেয়ারম্যান স্যার : উনার ছেলে বর্তমানে কি করেন?

বিসিএস লিখিত বাংলা প্রস্তুতি 2024

আমি : উনার ছেলে বর্তমানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র।

চেয়ারম্যান স্যার : এটা ছাড়াও উনার আরো একটি পরিচয় আছে বলতে পারবা?

আমি :স্যার উনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য।।

Bank Preliminary Preparation 2024

চেয়ারম্যান স্যার : আচ্ছা আমরা ঔষুধ শিল্পে কোন কোন বাজার দখল করে আছি? কোন দেশে রপ্তানি বেশি? কোন সম্ভাবনা দেখতে পাই কি নাএই শিল্প নিয়ে? অসুবিধা আছে কিনা কিছু, কয়েকটা বলো তো?

ওকে , তোমার ভাইভা শেষ। ওমা! এপেয়ার্ড দিয়ে এক্সাম দিয়েছো!! এর আগে ভাইভা দিয়েছি কিনা কোথাও? এটাই প্রথম!! তোমার জন্য শুভকামনা।।

আরো কিছু প্রশ্ন ছিল। মনে নাই আমার।।২৫ থেকে৩০ মিনিটের মত ছিলাম।। আল্লাহ খালি হাতে ফেরাননি।। আলহামদুলিল্লাহ

৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
প্রার্থীর নাম: ফারুক হোসেন ফারদিন
বোর্ড: বিজ্ঞ সদস্য জনাব শামীম আহসান স্যার
সিরিয়াল: ৫ম (১৬ জনের মধ্যে)
সময়: ২৫-৩০ মিনিট।
ডিপার্টমেন্ট: Economics, ঢাকা বিশ্ববিদ্যালয়
জেলা :- পঞ্চগড়
পছন্দক্রম- প্রশাসন, পুলিশ……
অনুমতি নিয়ে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলাম। 44th bcs viva
স্যার বসতে বললেন।
সব কিছু জানার পর প্রশ্ন শুরু…….
চেয়ারম্যান স্যার: আপনার জেলায় পাথরের বাচ্চা হয় তাই না? কেন কিভাবে বাচ্চা দেয় ? বৈজ্ঞানিক ব্যাখ্যা কী?
আমি: উত্তর করলাম।
চেয়ারম্যান স্যার: আপনার প্রথম পছন্দ কী?
বিসিএস প্রশাসন ।

Meghna Bank Job Circular 2024

– কান্তজিউ মন্দির কখনো গিয়েছিলেন?
জ্বি স্যার
চেয়ারম্যান স্যার: আচ্ছা, বলুন তো সম্প্রতি দিনাজপুরের কাহারোলে কান্তজিউ মন্দিরের জমিতে মসজিদ নির্মাণ নিয়ে যে অস্থিরতা বিরাজ করছে তা নিরসনে আপনি ইউএনও এবং এসি ল্যান্ড হিসেবে কী পদক্ষেপ নিবেন?
উত্তর
চেয়ারম্যান স্যার: এখন কী অবস্থা সেখানকার ?
আমি: উত্তর দিলাম
চেয়ারম্যান স্যার: পঞ্চগড় জেলাকে কিভাবে পর্যটন ও চায়ের জন্য ব্র্যান্ডিং করবেন? BCS Viva Experience
আমি: উত্তর দিলাম।
চেয়ারম্যান স্যার: পঞ্চগড় আগামী দিনের ইকোনমিক করিডর ” এটি ব্যাখ্যা করুন?
আমি: । উত্তর দিলাম
চেয়ারম্যান স্যার: ‘পঞ্চগড়ে চায়ের নিলাম কেন্দ্র কিভাবে সেখানকার চা চাষীদের ভাগ্য ফেরাবে?
চেয়ারম্যান স্যার: পঞ্চগড় পাচটি গড় নিয়ে গঠিত – নাম কী?
চেয়ারম্যান স্যার: ভালোবাসা ও প্রেমের মধ্যে পার্থক্য কী?
চেয়ারম্যান স্যার: সার্বজনীন পেনশনের টাকা সরকার কিভাবে ব্যবহার করবে?
চেয়ারম্যান স্যার: সার্বজনীন পেনশনে কিভাবে মানুষকে উদ্ভুদ্ধ করবেন?
চেয়ারম্যান স্যার: ব্রেন ড্রেন কী? এটি বাংলাদেশের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক?
চেয়ারম্যান স্যার: বাংলাদেশের ১০টি মেগা প্রজেক্ট কিভাবে নারীদের উন্নয়নে কাজে দিচ্ছে ?
External-1: আপনি তো অর্থনীতির ছাত্র বলুন তো Aturky কী? ৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
এটি প্রয়োগ করে সফল কোন দেশ?
Trickle down Economy কী?
এটার জনক কে?
জো বাইডেন কী এটার পক্ষে না বিপক্ষে? 44th bcs viva
এটি কী বাংলাদেশ অনুসরণ করে?
কলম্বিয়া এটা করে কী সুফল পেয়েছিল?
ভারতের সাথে আমরা রুপিতে বানিজ্য করছি- এতে আমাদের সুবিধা কী?
শ্রীলঙ্কা কিভাবে ঘুরে দাড়ালো?
এবারে এক্সটার্নাল-২ এর দিকে ইশারা দিলেন।
এক্সটার্নাল-২: স্মার্ট বাংলাদেশে একজন দক্ষ প্রশাসকের কী ধরনের গুণাবলি থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন?
হুথিদের আক্রমণে লোহিত সাগর সংকট এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব কী?
বাংলাদেশের মেগা প্রজেক্ট গুলো রিটার্ন কিভাবে হিসাব করেছি?
বাংলাদেশের ডলার সংকট নিরসনে অফসোর ব্যাংকিং এর ভূমিকা কী?

সফল ভাইভা অভিজ্ঞতা | BCS Viva Experience 2024

Harrod Domer Model বর্ননা করুন?
হাউজিং বাবল কোন ক্রাইসিস কে ল বলা হয়?
বাংলাদেশের টাকা কয়টি?
টাকা কেন বাংলাদেশ ব্যাংকের দায়? BCS Viva Experience
সরকারের ঋণ সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি?
চেয়ারম্যান স্যার: বাংলাদেশের ভূমি ব্যবস্থা উন্নয়নে বঙ্গবন্ধুর ভূমিকা কী?
ক্যাশলেস ভূমি ব্যবস্থা মানে কী?
ভূমি সংস্কার আইন ২০২৩ এর উল্লেখযোগ্য পরিবর্তন গুলো কী কী? BCS Viva Experience
হঠাৎ করে এসি ল্যান্ড অফিসে জনগণের ঘেরাও কর্মসূচি দেখলে কিভাবে নিরসন করবেন?
বাংলাদেশে কোন অফিসের জমির কোন ট্যাক্স দিতে হয় না? ৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
এসি ল্যান্ড হিসেবে কাজ করলে আপনি কোন মন্ত্রণালয়ের অধীনে থাকবেন?
সম্প্রতি কোন বই পড়েছেন?
যোগমায়া কী লাবন্যের ভালো চেয়েছিলেন?
শেষের কবিতা কী বর্তমান সমাজকে প্রতিনিধিত্ব করে? ৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
ধন্যবাদ আপনি আসতে পারেন।
মনে হচ্ছিল আমার উপর দিয়ে রোলার যাচ্ছে। যাইহোক ৯০% উত্তর করেছি….
তারপর কাগজপত্র নিয়ে চলে আসলাম।
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন:  ক্লিক করুন

পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন: ক্লিক করুন

অথবা ফেসবুক পেজে লাইক দিন – ক্লিক করুন