40th BCS Viva Preparation
40th BCS Viva Preparation
৪০তম ভাইভা এক্সপেরিয়েন্স -০৪-০৩-২০২১
৪০তম ভাইভা এক্সপেরিয়েন্স
বোর্ডঃ শ্রদ্ধেয় আব্দুল মান্নান স্যার
পজিশনঃ ১৪/১৭
সময়ঃ ১৮-২০ মিনিট
তারিখঃ ০৪-০৩-২০২১
প্রায় ০২ঃ১২ বাজে তখন, অপেক্ষার প্রহর শেষ হলো বেল বাজার সাথে সাথে। দরজা খুলে ‘ভেতরে আসতে পারি স্যার’ বলে ভেতরে ঢুকে সালাম দিলাম।
চেয়ারম্যান স্যারঃ সালামের উত্তর দিয়ে বসতে বললেন। 40th BCS Viva Preparation
এরপর পড়া শুরু করলে ডকুমেন্টস দেখে, You are Munib, completed your graduation from BUET in Chemical Engineering। BCS Viva Preparation
আমিঃ Yes sir
৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
চেয়ারম্যান স্যারঃ তোমার প্রথম পছন্দ কী?
আমিঃ স্যার, বিসিএস প্রশাসন
চেয়ারম্যান স্যারঃ আচ্ছা দ্বিতীয় পছন্দ পুলিশ, তৃতীয় কী?
আমিঃ বিসিএস ইকোনমিক
স্যারঃ আচ্ছা, ওটা তো এখন নেই। তারপর কী?
আমিঃ বিসিএস শুল্ক ও আবগারি
প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা | Primary Viva 2024
স্যারঃ আচ্ছা, তুমি বলো বিসিএস প্রশাসন তোমার প্রথম পছন্দ কেন?
আমিঃ উত্তর দিলাম
স্যারঃ আচ্ছা ‘বিসিএস প্রশাসন ডাইনামিক’ এটা কেন বলা হয়?
আমিঃ উত্তর দিলাম
স্যারঃ ডেপুটেশনে কোথায় কোথায় কাজ করতে পারবে?
আমিঃ উত্তর দিলাম
ভাইভা অভিজ্ঞতা | Viva Experience 2024
স্যারঃ আচ্ছা, PATC কী? এটার কাজ কী? কী ধরনের প্রশিক্ষণ দেয়?
আমিঃ উত্তর দিলাম
স্যারঃ পেছনে একটি ছবি দেখিয়ে জিজ্ঞেস করলেন, ছবিটা সম্পর্কে বলো।
আমিঃ (বঙ্গবন্ধু জাতিসংঘে ভাষণ দিচ্ছিলেন, সেই ছবি) উত্তর দিলাম।
স্যারঃ আচ্ছা এরকম আরো একটি ভাষণ উনি দিয়েছিলেন, এটা কোথায়?
আমিঃ দুঃখিত বললাম এবং এটা না জানা যে অনেক বড় অন্যায় সেটা এক্সপ্রেশনে বোঝানোর চেষ্টা করলাম।
স্যারঃ বঙ্গবন্ধুর লেখা বই পড়েছো? কোনটা কোনটা?
আমিঃ উত্তর দিলাম
সফল ভাইভা অভিজ্ঞতা | BCS Viva Experience 2024
স্যারঃ অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু কী বিষয়ে লিখেছেন?
আমিঃ উত্তর দিলাম
চেয়ারম্যান স্যার এক্সটার্নাল-০১ স্যারকে প্রশ্ন করতে বললেন।
এক্স-০১ঃ E-commerce কী? এর সুবিধা-অসুবিধা কী? BCS Viva Preparation
আমিঃ উত্তর দিলাম
এক্স-০২ঃ আচ্ছা, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা কী ছিলো?
আমিঃ উত্তর দিলাম (স্যার অনেক খুশি হলেন এবং বললেন very good, এটাই এক্সপেক্ট করেছিলাম) তিনজন স্যারের দিকেই তাকিয়ে দেখলাম তাদেরকে যথেষ্ট খুশি মনে হচ্ছিলো
IFIC Bank Job Circular 2024
স্যারঃ আচ্ছা, তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়েছো, সেটা কীভাবে প্রশাসনে কাজে লাগাতে পারবে?
আমিঃ উত্তর দিচ্ছিলাম, মাঝপথে আটকে দিলেন
স্যারঃ এই যে সরকার এত টাকা খরচ করলো তোমার পেছনে, তারপরও সিভিল সার্ভিসে আসতে চাও কেন?
আমিঃ উত্তর দিলাম
Bank Preliminary Preparation 2024
স্যারঃ তোমার বাড়ি খুলনাতে তো, কোন উপজেলা? BCS Viva Preparation
আমিঃ বটিয়াঘাটা
স্যারঃ এটা কি নতুন উপজেলা?
আমিঃ না স্যার
স্যারঃ আচ্ছা, চুকনগর জায়গাটা চেনো?
আমিঃ জি স্যার
BCS Written Preparation 2024
স্যারঃ কীভাবে চেনো? কী হয়েছিলো ওখানে?
আমিঃ উত্তর দিলাম
(স্যার এসময় অনেকটা দুঃখপ্রকাশ করছিলেন আর এক্সটারনাল স্যারদেরকে বলছিলেন যে হানাদার বাহিনি কী জঘন্য কাজ করেছিলো আর স্যার ওখানে পূর্বে গিয়েছিলেন)
স্যারঃ আচ্ছা, বলো তো চীনের সরকারি নাম কী?
৪৪তম বিসিএস ভাইভা প্রশ্ন সমাধান
আমিঃ কিঞ্চিত ভুল উত্তর দিলাম
(এক্সটার্নাল-০২ স্যার হেল্প করলেন, তুমি পারবে চিন্তা করে বলো)
আচ্ছা আগে বলো বাংলাদেশের সরকারি নাম কী?
আমিঃ বললাম
স্যারঃ এবার বলো চীনের সরকারি নাম, এবার পারলাম (আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করে বললাম যে স্যার এটা আমার পারা উচিত ছিলো।)
সবাই হাসছিলেন এবং চেয়ারম্যান স্যার বললেন সমস্যা নেই। BCS Viva Preparation
ট্রাস্ট ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেইনী পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024
(চেয়ারম্যান স্যার এবার বাকশাল নিয়ে আলোচনা শুরু করলেন এক্সটার্নাল স্যারদের সাথে এবং এটা কতটা গুরুত্বপূর্ণ ছিলো ওই সময় এগুলা বলছিলেন। আমিও হ্যা সূচক মাথা নাড়ছিলাম মাঝে মাঝে) BCS Viva Preparation
স্যারঃ আচ্ছা, তুমি কি চাকরি করো?
আমিঃ না স্যার। সিভিল সার্ভিসের জন্যই প্রিপারেশন নিচ্ছি।
স্যারঃ তোমার বাবা কী করে?
আমিঃ বললাম
Primary Viva Experience 2024
(এক্সটারনাল স্যারদের দিকে তাকিয়ে স্যার বললেন, আপনাদের আর কোনো প্রশ্ন আছে?)
এক্স-০২ঃ আচ্ছা, তুমি প্রথমে বলেছিলে ‘ম্যাজিস্ট্রেট’ শব্দটি তোমার ভালো লাগে। এটা কবে থেকে ভালো লাগে এবং কেন?
আমিঃ বললাম
৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
এবার চেয়ারম্যান স্যার বললেন, আচ্ছা এবার তুমি আসো। ওখান থেকে ডকুমেন্টস নিয়ে যাও।
আমি ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে বের হয়ে আসলাম।
অফিসার ক্যাশ-২১ লিখিত প্রস্তুতি | Officer Cash-21 written Preparation
বিঃদ্রঃ স্যাররা খুবই আন্তরিক ছিলেন, পুরোটা সময় হেসে হেসে কথা বলেছেন। সেটা আমার মধ্যেও প্রবাহিত হচ্ছিলো, আমিও সবসময় হেসে সাবলীলভাবে উত্তর দিয়েছি। কখনো বিচলিত হইনি। মনে হচ্ছিলো যেন ড্রয়িং রুমে বসে কয়েকজন মুরব্বির সাথে কথা বলছি।
(দুই/একটা প্রশ্ন মিসিং হতে পারে, সব খেয়াল নেই)
সবাই আমার জন্য দোয়া করবেন
– কস্যচিৎ পথিকস্য
চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: ক্লিক করুন
চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন: ক্লিক করুন
অথবা ফেসবুক পেজে লাইক দিন – ক্লিক করুন
BCS Written Preparation Bangla 2024 - BCS Special
June 20, 2024 @ 9:37 am
[…] 40th BCS Viva Preparation […]
BCS Preliminary Preparation General Science - BCS Special
June 21, 2024 @ 8:32 pm
[…] 40th BCS Viva Preparation […]
প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা 2022 - BCS Special
September 1, 2024 @ 8:00 pm
[…] 40th BCS Viva Preparation […]