41th BCS Viva Experience

41th BCS Viva Experience

সফল ভাইভা অভিজ্ঞতা

প্রার্থীর নাম : ডা: ফজলে রাব্বি

কাস্টমস এ্যান্ড ট্যাক্স ক্যাডারে ১১তম

আমার ভাইভা হয়েছিল ২৫থেকে ৩০ মিনিটের মতো। আমার বোর্ড ছিলো অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি।

প্রথমে আমি সালাম দিয়ে রুমে প্রবেশ করি। রুমে প্রবেশ করার সাথে সাথে ম্যাম আমাকে বসতে বলেন। 41th BCS Viva Experience

চেয়ারম্যান স্যার :তোমার নাম কি?

Prime Bank PLC Job Circular

আমি :স্যার, আমার নাম ফজলে রাব্বি।

চেয়ারম্যান স্যার :তোমার নামের অর্থ কি?

আমি : স্যার আমার নামের অর্থ আল্লাহর রহমত।

চেয়ারম্যান স্যার : স্যার একটু হাসলেন তারপর বললেন, তোমার নামটা তো অনেক সুন্দর।

চেয়ারম্যান স্যার : তুমি কোথায় থেকে পড়াশোনা করেছ?

প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা / Primary Viva Exam 2022

আমি :স্যার, আমি রাজশাহী মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছি।

(আমি সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও উপস্থিত বিতর্কে রাজশাহী বিভাগে প্রথম হয়েছিলাম, ম্যাথ অলিম্পিয়ার্ডেও চ্যাম্পিয়ন হয়েছিলাম।। আমি এই সার্টিফিকেটগুলো সাথে নিয়ে গেছিলাম এবং ম্যাম দেখতে ছিলেন আর বলতেছিলেন তুমি তো বাবা অনেক ব্রিলিয়ান্ট।।)

চেয়ারম্যান স্যার :তোমার বাসা কোন জেলায়?

আমি:স্যার, আমার বাসা রাজশাহী জেলায়।

Lankabangla Finance Job Circular

চেয়ারম্যান স্যার :তুমি তো ডাক্তার।। তুমি স্বাস্থ্য ক্যাডার কততম পছন্দ ক্রমে রেখেছো?

আমি :স্যার, স্বাস্থ্য ক্যাডার আমার পছন্দক্রমে সবার নিচে রেখেছি।।

চেয়ারম্যান স্যার :কেন?

আমি :স্যার, এবার স্বাস্থ্য ক্যাডারে সিট অনেক কম। এজন্য আমি স্বাস্থ্য ক্যাডারকে সবার নিচে রেখেছি।

চেয়ারম্যান স্যার :ও আচ্ছা।

বিসিএস ভাইভা অভিজ্ঞতা | BCS Viva Experience 2024

এক্সটার্নাল 1 :তোমাদের তো মেডিকেলের প্রথম বর্ষে শপথ বাক্য পাঠ করানো হয়।।

আমি :সরি স্যার, আসলে আমরা যখন ইন্টার্নশিপ শুরু করি তখন আমাদের শপথ বাক্য পাঠ করানো হয় ।।

এক্সটার্নাল 1 : শপথ বাক্যটা বলতে পারবা?

আমি :I solomly pledged myself I want to contribute myself in the Sarve of the humanity..….

external 1: ওকে ওকে। এবার তুমি বলো, এই শপথ বাক্যটা কিভাবে আসলো?

খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সাজেশন 2024

আমি : স্যার আলমাআটা ডিকলারেশন এর মাধ্যমে।

এক্সটার্নাল1:আলমাআটা ডিক্লারেশন কিভাবে এসেছে?

আমি :স্যার ১৯৪৮ সালের জেনেভা কনভেনশনে যে স্বাস্থ্য বিষয়ক নীতিগুলো গৃহীত হয়েছে তা আলমাআটা ডিক্লারেশন নামে পরিচিত।

BCS Written Preparation 2024

এক্সটার্নাল 1: আমাদের সংবিধানে যে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে,, সেটা নিয়ে আমাদের জাতির পিতার একটি বক্তব্য আছে তুমি কি সেটা বলতে পারবা?

আমি : স্যার ১৯৭২ সালের ১২ নভেম্বর যেদিন আমাদের সংবিধান গৃহীত হয়,, সেদিন মহান সংসদে দাঁড়িয়ে আমাদের জাতির পিতা ধর্মনিরপেক্ষতা সম্বন্ধে একটি বক্তব্য দিয়েছিলেন।।

অফিসার ক্যাশ-২১ লিখিত প্রস্তুতি | Officer Cash-21 written Preparation

জাতি হিসেবে আমরা হিন্দু মুসলিম খৃষ্টান বা বৌদ্ধ যেই হই না কেন,,সকলে মিলে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি।। আমরা সকল ধর্মের মানুষ একত্রে আমাদের দেশে বসবাস করতে চাই।। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় ধর্মনিরপেক্ষতার অর্থ হলো সকল ধর্মের মানুষের সমান অধিকার।।

এক্সটার্নাল 1:এক্স্যাক্টলি।ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়।। ধর্মনিরপেক্ষতার অর্থ হল সকল ধর্মের মানুষের সমান অধিকার।।

বিসিএস প্রশাসন ক্যাডার দায়িত্ব ও সুযোগ-সুবিধা

এক্সটার্নাল 1 :সংবিধানের আলোকে আমাদের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা কর..

আমি : স্যার আমাদের মহান সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদে পরাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করা হয়েছে।। ২৫ নম্বর অনুচ্ছেদটি পুরোটা মুখস্থ বলেছি। স্যার খুব খুশি হয়েছিলেন।

এক্সটার্নাল 2:what is good governance?

আমি : Good Governance is an approach to government that is committed to creating a system founded in justice and peace that protects individual’s human rights and civil liberties.

46th BCS Written Preparation

external 2 :name some points of good governance…

আমি :factors of Participation, Rule of Law, Transparency, Responsiveness, Consensus Oriented, Equity and Inclusiveness, Effectiveness and Efficiency, Accountability.

এক্সটার্নাল 2 : সাত মার্চের ভাষণ ইউনেস্কো কি Title দিয়েছে ? , এবং সংবিধানের কোথায় আছে?

আমি : স্যার এটি, UNESCO এর The Memory of the World International Register এ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি পায়। এ ভাষণটি বাংলাদেশ সংবিধানের ৫ম তফসিলে স্থান পায়।।

BCS Written Preparation 2024

এক্সটার্নাল 2: why customs is your first choice? (No No যা বলবা এক্সাক্টলি বলবা) (নো ইংলিশে বল)

আমি :Sir, we are all servant and we are all doing our national duties. Sir, revenue is the Bloodline of our country. By collecting revenue I can contribute myself in the health sector, education sector, agriculture sector and total development of our country.

Primary Viva Experience 2024

Beside these, this cadre provides me well logistics support, Rapid and smooth promotion, grands of rewardment, economic solvency & give me an opportunity to work as a customs intelligence.

এক্সটার্নাল 2 :ফিসকাল পলিসি ও মনিটারি policy কী, কেন করা হয়, কারা করেন?

আমি: সামষ্টিক অর্থনৈতিক কার্যকলাপ পরিচালনা ও নিয়ন্ত্রণের সরকারের আয় ও ব্যয় ব্যবস্থাপনার কৌশলকে রাজস্ব নীতি বলে। BCS Viva

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এর অর্থ বিভাগ এটি প্রণয়ন করেন।

কেন করেন বলতে পারবা?

১.কর্মসংস্থান সৃষ্টি করতে।

বিসিএস লিখিত: বাংলা প্রথম দ্বিতীয় পত্রের দশ পরামর্শ

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

২. অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে ৩. সরকারের আয় ও ব্যয়ের সমন্বয় করতে।।

মুদ্রা নীতি :মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে তারল্য নিয়ন্ত্রণ করাকে মুদ্রা নীতি বলে।।

কেন প্রণয়ন করা হয়? 41th BCS Viva Experience

১. মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে।

কারা করেন?

কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশে ব্যাংক এটি প্রণয়ন করেন।

এক্সটার্নাল 2:আবগারি শুল্ক কি?

৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

উত্তর:দেশের ভিতরে উৎপাদিত পণ্য ও সেবা থেকে যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলে।।

এক্সটার্নাল 2: WIPO এর ফুল ফর্ম কী?

আমি :WIPO, World Intellectual property Organization (WIPO) ভাইভা অভিজ্ঞতা

চেয়ারম্যান স্যার :আচ্ছা, তোমার বাসা তো রাজশাহী, রাজশাহীর একজন বিখ্যাত ব্যক্তির নাম বল…

আমি : আবুল হাসনাত মোঃ কামারুজ্জামান হেনা।।

চেয়ারম্যান স্যার :মুক্তিযুদ্ধে উনার অবদান বল….

আমি : উনি আমাদের মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার একজন ও আমাদের জাতির পিতার একজন অন্যতম সহযোগী।।

চেয়ারম্যান স্যার :আমাদের মহান মুক্তিযুদ্ধে উনি কি ভূমিকা পালন করেন?

প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা | Primary Viva 2024

আমি : আমাদের মুক্তিযুদ্ধের সময় গঠিত সরকারের তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে মুক্তিযুদ্ধকে সংগঠিত করতে ও এগিয়ে নিতে অবদান রাখেন।।

চেয়ারম্যান স্যার : উনার কবর কোথায় বলতে পারবা?

আমি : স্যার, উনাকে কাদিরগঞ্জের উনাদের নিজ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।।

চেয়ারম্যান স্যার : উনার ছেলে বর্তমানে কি করেন?

বিসিএস লিখিত বাংলা প্রস্তুতি 2024

আমি : উনার ছেলে বর্তমানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র।

চেয়ারম্যান স্যার : এটা ছাড়াও উনার আরো একটি পরিচয় আছে বলতে পারবা?

আমি :স্যার উনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য।।

Bank Preliminary Preparation 2024

চেয়ারম্যান স্যার : আচ্ছা আমরা ঔষুধ শিল্পে কোন কোন বাজার দখল করে আছি? কোন দেশে রপ্তানি বেশি? কোন সম্ভাবনা দেখতে পাই কি নাএই শিল্প নিয়ে? অসুবিধা আছে কিনা কিছু, কয়েকটা বলো তো?

ওকে , তোমার ভাইভা শেষ। ওমা! এপেয়ার্ড দিয়ে এক্সাম দিয়েছো!! এর আগে ভাইভা দিয়েছি কিনা কোথাও? এটাই প্রথম!! তোমার জন্য শুভকামনা।।

আরো কিছু প্রশ্ন ছিল। মনে নাই আমার।।২৫ থেকে৩০ মিনিটের মত ছিলাম।। আল্লাহ খালি হাতে ফেরাননি।। আলহামদুলিল্লাহ

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন:  https://cutt.ly/VeaTC5nM

বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন:  https://cutt.ly/HeaYoqBO

চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/job-circular/

চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/viva-preparation-2/

পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন:

https://web.facebook.com/groups/abcsspecial

অথবা ফেসবুক পেজে লাইক দিন –

https://www.facebook.com/abcsspecial