৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
ভিতরে প্রবেশ করে সালাম দিলাম। বসার অনুমতি দিলে বসলাম
চেয়ারম্যান স্যার : নাম ভার্সিটি বলেন
অতপর জিজ্ঞেস করলেন আপনার ILTES স্কোর কত | BCS Viva Experience
ans: স্যার এখনও ILTES দেওয়া হয় নি
পাশ করার পর থেকে bcs এর জন্য চেষ্টা করতেছি
che sir: তাহলে তোমার দেশে থাকার ইচ্ছা
জি স্যার
Che স্যার: কেন দেশে থাকতে চাও
স্যার দেশের জনগনের সাথে রুট লেভেলে কাজ করা যাবে, জনগনের Tax টাকায় পড়েছি জনগনের জন্য
দায়বদ্ধতা আছে সেই দায়বন্ধতা থেকেও দেশে থাকার ইচ্ছা
che sir: যারা রেমিট্যান্স পাঠায় তারা কি দেশের জনগনের টাকায় পড়ে নি, এই উত্তর নিচ্ছি না
অন্য কোন কারন বলো
স্যার দেশে থাকলে পরিবারের সাথে থাকা যাবে। ৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
che sir: তুমি জনগনের সাথে রুট লেভেল এ কাজ করবা plus পরিবারারের সাথে থাকবা। তাহলে সব প্রশ্ন তোমাক জেলার মধ্যে থেকে করবো এর বাহিরে আমি যাবো না
che sir:তোমার গ্রাম থেকে তিনটি এলাকার নাম বললো সেইগুলার দূরতব কতটুকু
এলাকার নাম শুনেছি কিন্তু যাওয়া হয়নি তাই সঠিক দূরতব বলতে পারি নি
কুতুবপুর কেন বিখ্যাত
দু: খিত স্যার বলেছি
বগুড়ার উপজেলা কয়টি
বললাম ১২ টি
নবগঠিত উপজেলা
শাজাহানপুর থানার
২০১৪ সালে শাজাহানপুর সারা দেশ ব্যাপী. বিখ্যাত হয়েছিল
কেন হয়েছিল বলো
শাজাহানপুর থানায় মৌলবাদী দল যুদ্ধপরাধীদের বিচার বানচাল করার জন্য আক্রমন করে
che sir: হঠাৎ করেই কেন আক্রমণ?
আগের রাতে গুজব ছড়িয়েছিল যে চাদে সাইদির ছবি দেখা গেছে
che sir: very good
Che sir: সাতানি বাড়ি আর নবাবি বাড়ির ইতিহাস বলো
দু:খিত স্যার বিষয়টি সম্পর্কে আমার জানা নেই
che sir:আপনি পড়াশোনার বাহিরে কি করেন
স্যার ভার্সিটিতে থাকতে অনেক জায়গায় ঘুরতে গেছি
che sir: explore or entertainment এর জন্য
স্যার বান্দারবানের অনেক দুর্গম এলাকায় গিয়েছি উপজাতিদের সাথে থেকেছি ঝর্না গুলো দেখার জন্য
che sir : explore তাহলে
জি স্যার
Che sir: কলাবতী শাড়ি সম্পর্কে তিনমিনিট ex-1 স্যারের সাথে কথা বলুন
দু: খিত স্যার বিষয়টি সসর্ম্পকে আমার জানা নাই
che sir: কলাবতী শাড়ির সাথে তিনজন নারীর নাম জড়িত নাম বলুন
দু: খিত স্যা্র বিষয়টি জানা নাই
ex-1: সাজেক গেছেন?সাজেক হ্যালিপেড়ে দাড়ালে আপনার সামনে উত্তর পশ্চিম পূর্ব কি দেখা যাবে বলেন
দু: খিত স্যার বিষয়টি সম্পর্কে সঠিক ভাবে বলতে পারছি না
২০১৬ সালে গিয়েছিলাম
che sir: উনারা গেছে entertainment এর জন্য
আমরা কোথাও গেলে ইতিহাস বিখ্যাত ব্যাক্তি সব জেনে যেতাম
স্যার পরবর্তীতে কোথায় গেলে সব কিছু জেনে যাওয়ার চেস্টা করবো
এক্স১-সোপপুর বিহার নাম শুনেছেন
কে প্রতিষ্ঠা করে
পাল রাজা ধর্মপাল
কোন বংশের
পাল বংশের
কে প্রতিষ্টা করে
স্যার গোপাল
উনি কি বংশানুক্রমে এসেছিল
না স্যার সেই সময় বাংলার অরাজক পরিস্তিতে
নাম কি
স্যার :মাৎস্যন্যায়( উচ্চারণ প্রথমে ভুল করেছিলাম) ex-1 ঠিক করে দেন
che sir: Ai নিয়ে একটা term use করেন যেটা শুনি নাই
দু: খিত বললাম
che sir: Ai এ মস্তিকের কোন অংশ কাজ করে
দু:খিত স্যার
আপনি eee এর ছাত্র হয়ে জানেন না
আমার জানা উচিত ছিল
আমি জেনে নিবো স্যার
এক্স২- বগুড়ার উত্তর দক্ষিণ পূর্ব আর পশ্চিমে কোন জেলা
মাথায় জেলার নাম আসলেও দিকমনে পরছিল না
আবার সরি বললাম
বগুড়ার সাথে সিরাজগঞ্জজেলার কোন উপজেলার সংযোগ আছে
আমি শেরপুর উপজেলার সাথে সিরাজগঞ্জের সংযোগ বললাম
che sir:এইটা জানেনে না এলাকা সম্পর্কে আপনার ধারনা তো কম
কম স্যার দুইটা বাজারের কথা বল লো
che sir:বগুড়ায় মরিচ কে তো পত্তে বলে! বলেন পাট বেশি হ্য় নাকি মরিচ
বললাম মরিচ
che sir: পাট কোন মাসে বোনা হয়
স্যার ধারনা করে বলতে পারি
না পারলে সরি বলেন
সরি বলে দিলাম
এক্স১- বগুড়ার বিখ্যাত ব্যাক্তি
বেশ কয়েকটা নাম বললাম
গাজীউল হক সম্পর্কে বললাম
che sir: ভাষা আন্দোলনে ঢাকার বাইরে অনেক এ শহীদ হন
সরি স্যার বললাম
এক্স২:. অনেক সময় প্রশ্ন করা হয়েছে | ৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
che sir:আপনার কাগজ নেন
বিষয় গুলো জেনে নিবেন
জি স্যার
সবাইকে ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে বের হয়ে আসলাম | ৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
প্রার্থীর নাম: ফারুক হোসেন ফারদিন
বোর্ড: বিজ্ঞ সদস্য জনাব শামীম আহসান স্যার
সিরিয়াল: ৫ম (১৬ জনের মধ্যে)
সময়: ২৫-৩০ মিনিট।
ডিপার্টমেন্ট: Economics, ঢাকা বিশ্ববিদ্যালয়
জেলা :- পঞ্চগড়
পছন্দক্রম- প্রশাসন, পুলিশ……
অনুমতি নিয়ে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলাম। 44th bcs viva
স্যার বসতে বললেন।
সব কিছু জানার পর প্রশ্ন শুরু…….
চেয়ারম্যান স্যার: আপনার জেলায় পাথরের বাচ্চা হয় তাই না? কেন কিভাবে বাচ্চা দেয় ? বৈজ্ঞানিক ব্যাখ্যা কী?
আমি: উত্তর করলাম।
চেয়ারম্যান স্যার: আপনার প্রথম পছন্দ কী?
বিসিএস প্রশাসন ।
– কান্তজিউ মন্দির কখনো গিয়েছিলেন?
জ্বি স্যার
চেয়ারম্যান স্যার: আচ্ছা, বলুন তো সম্প্রতি দিনাজপুরের কাহারোলে কান্তজিউ মন্দিরের জমিতে মসজিদ নির্মাণ নিয়ে যে অস্থিরতা বিরাজ করছে তা নিরসনে আপনি ইউএনও এবং এসি ল্যান্ড হিসেবে কী পদক্ষেপ নিবেন?
উত্তর
চেয়ারম্যান স্যার: এখন কী অবস্থা সেখানকার ?
আমি: উত্তর দিলাম
চেয়ারম্যান স্যার: পঞ্চগড় জেলাকে কিভাবে পর্যটন ও চায়ের জন্য ব্র্যান্ডিং করবেন? BCS Viva Experience
আমি: উত্তর দিলাম।
চেয়ারম্যান স্যার: পঞ্চগড় আগামী দিনের ইকোনমিক করিডর ” এটি ব্যাখ্যা করুন?
আমি: । উত্তর দিলাম
চেয়ারম্যান স্যার: ‘পঞ্চগড়ে চায়ের নিলাম কেন্দ্র কিভাবে সেখানকার চা চাষীদের ভাগ্য ফেরাবে?
চেয়ারম্যান স্যার: পঞ্চগড় পাচটি গড় নিয়ে গঠিত – নাম কী?
চেয়ারম্যান স্যার: ভালোবাসা ও প্রেমের মধ্যে পার্থক্য কী?
চেয়ারম্যান স্যার: সার্বজনীন পেনশনের টাকা সরকার কিভাবে ব্যবহার করবে?
চেয়ারম্যান স্যার: সার্বজনীন পেনশনে কিভাবে মানুষকে উদ্ভুদ্ধ করবেন?
চেয়ারম্যান স্যার: ব্রেন ড্রেন কী? এটি বাংলাদেশের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক?
চেয়ারম্যান স্যার: বাংলাদেশের ১০টি মেগা প্রজেক্ট কিভাবে নারীদের উন্নয়নে কাজে দিচ্ছে ?
External-1: আপনি তো অর্থনীতির ছাত্র বলুন তো Aturky কী? ৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
এটি প্রয়োগ করে সফল কোন দেশ?
Trickle down Economy কী?
এটার জনক কে?
জো বাইডেন কী এটার পক্ষে না বিপক্ষে? 44th bcs viva
এটি কী বাংলাদেশ অনুসরণ করে?
কলম্বিয়া এটা করে কী সুফল পেয়েছিল?
ভারতের সাথে আমরা রুপিতে বানিজ্য করছি- এতে আমাদের সুবিধা কী?
শ্রীলঙ্কা কিভাবে ঘুরে দাড়ালো?
এবারে এক্সটার্নাল-২ এর দিকে ইশারা দিলেন।
এক্সটার্নাল-২: স্মার্ট বাংলাদেশে একজন দক্ষ প্রশাসকের কী ধরনের গুণাবলি থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন?
হুথিদের আক্রমণে লোহিত সাগর সংকট এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব কী?
বাংলাদেশের মেগা প্রজেক্ট গুলো রিটার্ন কিভাবে হিসাব করেছি?
বাংলাদেশের ডলার সংকট নিরসনে অফসোর ব্যাংকিং এর ভূমিকা কী?
Harrod Domer Model বর্ননা করুন?
হাউজিং বাবল কোন ক্রাইসিস কে ল বলা হয়?
বাংলাদেশের টাকা কয়টি?
টাকা কেন বাংলাদেশ ব্যাংকের দায়? BCS Viva Experience
সরকারের ঋণ সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি?
চেয়ারম্যান স্যার: বাংলাদেশের ভূমি ব্যবস্থা উন্নয়নে বঙ্গবন্ধুর ভূমিকা কী?
ক্যাশলেস ভূমি ব্যবস্থা মানে কী?
ভূমি সংস্কার আইন ২০২৩ এর উল্লেখযোগ্য পরিবর্তন গুলো কী কী? BCS Viva Experience
হঠাৎ করে এসি ল্যান্ড অফিসে জনগণের ঘেরাও কর্মসূচি দেখলে কিভাবে নিরসন করবেন?
বাংলাদেশে কোন অফিসের জমির কোন ট্যাক্স দিতে হয় না? ৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
এসি ল্যান্ড হিসেবে কাজ করলে আপনি কোন মন্ত্রণালয়ের অধীনে থাকবেন?
সম্প্রতি কোন বই পড়েছেন?
যোগমায়া কী লাবন্যের ভালো চেয়েছিলেন?
শেষের কবিতা কী বর্তমান সমাজকে প্রতিনিধিত্ব করে? ৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
ধন্যবাদ আপনি আসতে পারেন।
মনে হচ্ছিল আমার উপর দিয়ে রোলার যাচ্ছে। যাইহোক ৯০% উত্তর করেছি….
তারপর কাগজপত্র নিয়ে চলে আসলাম।
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://cutt.ly/VeaTC5nM
বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://cutt.ly/HeaYoqBO
চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/job-circular/
চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/viva-preparation-2/
পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন:
https://web.facebook.com/groups/abcsspecial
অথবা ফেসবুক পেজে লাইক দিন –
Milestone College Job Circular 2024 - BCS Special
July 15, 2024 @ 9:06 pm
[…] ৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা […]
40th BCS Viva Preparation - BCS Special
August 28, 2024 @ 11:05 pm
[…] ৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা […]
বিসিএস ভাইভা অভিজ্ঞতা 2024 - BCS Special
September 1, 2024 @ 8:18 pm
[…] ৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা […]
শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024 - BCS Special
September 28, 2024 @ 9:23 pm
[…] ৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা […]
শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Job Circular 2024 - BCS Special
September 28, 2024 @ 9:30 pm
[…] ৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা […]