46th BCS Written Preparation

46th BCS Written Preparation

৪৬তম বিসিএস লিখিত প্রস্তুতি

প্রশ্ন: বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুবিধা, চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল আলোচনা করুন।

উত্তর : বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তা এখন বিশ্বব্যাপী স্বীকৃত। বিশেষ করে আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতি এখন অনেক দেশের জন্যই উদাহরণ। এক সময়ের ‘তলাবিহীন ঝুড়ি’বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশের পথে। একইসাথে উন্নয়নশীল দেশ হওয়ার সব শর্ত পূরণ করেছে।

৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

এলডিসি থেকে বের হওয়ার সুপারিশ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় অর্জন। তবে এর চ্যালেঞ্জও রয়েছে। উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায়

এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের সামনে সুবিধা: বাংলাদেশের স্বল্পোন্নত দেশ বা এলডিসি হতে উত্তরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের আন্তর্জাতিক স্বীকৃতি যা সরকারের সঠিক পদক্ষেপ, নীতি ও কৌশলের ফলে সম্ভব হয়েছে। উত্তরণের পর গুরুত্বপূর্ণ সুযোগ ও সম্ভাবনা তৈরি হবে।

যেমন-
# সরকার ও জনগণের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধের বিকাশ ঘটবে। ফলে জনগণ অনুপ্রাণিত হবে। যা উন্নয়নের উচ্চতর স্তরে পৌছতে সহায়তা করবে। খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন-২০২৪

Primary Viva

# বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। যা বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ(এফডিআই) আনতে ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে সহায়ক ভূমিকা পালন করবে।

# উত্তরণ পরবর্তী দেশের ক্রেডিট রেটিং বৃদ্ধি পাবে। ফলে সভরেন বন্ড ইস্যু করে স্বল্প সুদে বৈদেশিক মুদ্রায় ঋণ সংগ্রহ করা যাবে। উৎপাদনশীলতা এবং বৈদেশিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পাবে। যা রপ্তানি আয় বৃদ্ধিতে সহায়তা করবে।

#  বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। যার ফলে দেশে অবকাঠামোর ব্যাপক উন্নয়ন ঘটবে, কর্মসংস্থান তৈরি হবে এবং মানুষের জীবনমানের উন্নতি হবে। 46th BCS Written Preparation

# স্বল্পোন্নত দেশ হিসেবে প্রাপ্ত সুবিধাদির অবর্তমানে রপ্তানি বহুমুখীকরণের এক ধরনের বাধ্যবাধকতা তৈরি হবে। ফলে নতুন রপ্তানি পণ্য ও বাজারের সৃষ্টি হবে।

# পণ্য সরবরাহ চেইন সুসংহত হবে এবং উচ্চ মূল্যমান ও উচ্চ মূল্য সংযোজিত পণ্য উৎপাদনে উৎসাহ এবং বাধ্যবাধকতা তৈরি হবে।

# দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা বৃদ্ধির ফলে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী শ্রমশক্তি তৈরির সুযোগ সৃষ্টি হবে।

# গুরুত্বপূর্ণ অংশীজন-উন্নয়ন ও বাণিজ্য সহযোগী, বেসরকারি খাত, সুশীল সমাজসহ সকলকে নিয়ে একটি অভিন্ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশল বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে।

# উন্নয়নশীল দেশে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ: বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ হিসেবে যে সকল আন্তর্জাতিক সুযোগসুবিধা ভোগ করছে, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর সেগুলো পাওয়া যাবে না বা কমে যাবে। তন্মধ্যে রয়েছে,

BCS Written Preparation

# এলডিসি থেকে বের হলে বাংলাদেশের বেশ কিছু বাণিজ্যসুবিধা হারাবে। বাংলাদেশের রপ্তানি খাত সবচেয়ে বেশি ঝুঁকি আছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের এক গবেষণায় দেখা গেছে, এলডিসি থেকে উত্তরণ হলে বাংলাদেশের রপ্তানি ৮ থেকে ১০ শতাংশ কমতে পারে। এতে বছরে প্রায় ২৫০ কোটি ডলারের সমপরিমাণ রপ্তানি আয় কমবে।

বর্তমান বাজার দরে টাকার অঙ্কে এর পরিমাণ ২১ হাজার কোটি টাকার বেশি। [সূত্র: জাহাঙ্গীর শাহ, এলডিসি উত্তরণ: ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে, প্রথম আলো, ২৫ নভেম্বর ২০২১] বিসিএস লিখিত প্রস্তুতি

# আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা কমে যাবে। 46th BCS Written Preparation

# WTO’র বাণিজ্য সংশ্লিষ্ট মেধাসত্ত্ব (TRIPS) চুক্তির আওতায় ওষুধশিল্পে মেধাস্বত্বের আন্তর্জাতিক আইন-কানুনের অব্যাহতি থাকবে না।

#  কৃষিতে ভর্তুকি সুবিধা সীমিত করতে হবে।

Bank Job Preparation 2024

# সহজ শর্তে ও স্বল্প সুদের বৈদেশিক ঋণ, অনুদান সহায়তা কমে যাবে।

# এলডিসি থেকে উত্তরণে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলার জন্য গঠিত ফান্ড থেকে বাংলাদেশ কোনো সহায়তা পাবে না।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

# বিশ্ববাজারে বিপণন ও বিনিয়োগ আকর্ষণ এক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।

# স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের ছাত্রছাত্রীরা বিদেশি ফেলোশিপ, স্কলারশিপ, প্রশিক্ষণ, আন্তর্জাতিক জার্নালে নিবন্ধ ছাপানোর প্রকাশনা ফি প্রদানের ক্ষেত্রে বিশেষ ছাড়সহ নানা সুবিধা পেয়ে থাকে। উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর বিদেশে উচ্চশিক্ষা-প্রত্যাশীরা প্রাথমিকপর্যায়ে কিছুটা বাধার সম্মুখীন হতে পারে।

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় গৃহীত কৌশল: বাংলাদেশের জন্য জন্য সুখবর হলো স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের এ সকল চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ন্যূনতম ৫ বছর সময় পাওয়া যাবে।CDP’র সুপারিশ অনুযায়ী বাংলাদেশের উত্তরণ ২০২৬ সালে কার্যকর হবে। বিসিএস লিখিত প্রস্তুতি

 বিসিএস ক্যাডার হওয়ার ধাপ সমূহ

সে পর্যন্ত বাংলাদেশ স্বল্পোন্নত দেশের জন্য প্রযোজ্য সকল সুবিধা ভোগ করতে পারবে। বর্তমান নিয়ম অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশ আরও তিন বছর অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা ভোগ করতে পারবে। এ সময়কালের মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা অনেক বাড়াবে বলে আশা করা যায়। বিসিএস লিখিত প্রস্তুতি

স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের ফলে বাংলাদেশ যে সকল চ্যালেঞ্জের মুখোমুখি হবে তা মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো-

# কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে সরকার উত্তরণের প্রস্তুতিকাল তিন বছরের পরিবর্তে পাঁচ বছর নির্ধারণের সুপারিশ করেছে। এ সময়কালে অর্থাৎ, ২০২৬ সাল পর্যন্ত সকল আন্তর্জাতিক সুযোগ-সুবিধা অব্যাহত থাকবে।

# বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর এলডিসি গ্রুপ স্বল্পোন্নত দেশ সংক্রান্ত সকল বাণিজ্য সুবিধা যাতে উত্তরণের পর আরও ১২ বছর পর্যন্ত বহাল থাকে সে সম্পর্কে একটি প্রস্তাবনা পেশ করেছে।  বিসিএস পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন বুকলিস্ট !!

#  উত্তরণের পর ইইউ দেশগুলোতে GSP+ সুবিধা নেয়ার জন্য সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ইতোমধ্যে ভুটানের সাথে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি সম্পাদন এবং আরও ১১টি দেশের সাথে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে।

# দেশের ব্যবসা-বাণিজ্যের সার্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্য অন্যান্য দেশের পণ্যের সাথে আরো বেশি প্রতিযোগিতা করে টিকে থাকতে সক্ষম হবে। তাছাড়া এফডিআই বাড়ানোর জন্য সরকার ব্যবসা সহজীকরণ সূচক উন্নয়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

বিসিএস লিখিত: বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের দশ পরামর্শ

# সরকার ইতোমধ্যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, প্রযুক্তির উৎকর্ষ সাধনের জন্য হাই-টেক পার্ক স্থাপন এবং পদ্মা সেতুসহ বিভিন্ন মেগাপ্রকল্প বাস্তবায়নে কার্যক্রম গ্রহণ করেছে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিতে সহায়ক হবে।

# উত্তরণের ফলে সৃষ্ট সুযোগগুলিকে কাজে লাগানো এবং চ্যালেঞ্জ মোকাবেলায় কী কী করা যেতে পারে সে সম্পর্কে খাতভিত্তিক গবেষণা কার্যক্রম পরিচালনার কাজ শুরু করা হয়েছে।

# ২০১৬ সালেই বিশ্বব্যাংক ও অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বাংলাদেশকে‘ব্লেন্ড কান্ট্রি’ হিসেবে চিহ্নিত করেছে। ফলে বাংলাদেশ ইতোমধ্যে উচ্চ সুদ পরিশোধে অভ্যস্ত হয়ে গেছে। সুতরাং সহজ শর্তে ঋণ না পেলেও খুব বেশি সমস্যা হওয়ার কথা না।

# সর্বোপরি উত্তরণ পরবর্তী সময়ের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য আসন্ন প্রস্তুতিকালে সরকার সকল অংশীজন, বেসরকারি খাত, উন্নয়ন ও বাণিজ্য সহযোগী, সুশীল সমাজ-এর সাথে নিবিড়ভাবে আলাপ-আলোচনার মাধ্যমে একটি উত্তরণ কৌশল তৈরির কাজ হাতে নিয়েছে। BCS

পরিশেষে বলা যায় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে বাংলাদেশের অনেক দিন লেগেছে। ২০১৮ সালে বাংলাদেশ প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের তিনটি সূচকের সকল মানদন্ড পূরণের স্বীকৃতি পায়। BCS Written Syllabus

২০২১ সালে পাঁচ বছরের প্রস্তুতিকালসহ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের চূড়ান্তভাবে সুপারিশ লাভ করে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এটি বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন ও আন্তর্জাতিক স্বীকৃতি।
………………….
মোহাম্মদ কামরুল ইসলাম
৩১তম বিসিএস (সাধারণ শিক্ষা)

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন:  https://cutt.ly/VeaTC5nM

বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন:  https://cutt.ly/HeaYoqBO

চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/job-circular/

চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/viva-preparation-2/

পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন:

https://web.facebook.com/groups/abcsspecial

অথবা ফেসবুক পেজে লাইক দিন –

https://www.facebook.com/abcsspecial