আদ-দীন ওয়েলফেয়ার সেন্টার এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আদ-দীন ওয়েলফেয়ার সেন্টার এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

১০০ পদে আদ-দীন ওয়েলফেয়ার সেন্টার এ নিয়োগ বিজ্ঞপ্তি – ২৪/০৮

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং-০০০৯৬) সংস্থা আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন-এর আর্থিক সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি হেল্থ এগু মাইক্রোফাইনান্স কর্মসূচি পরিচালনা করে আসছে। উক্ত কর্মসূচিতে নিম্নোক্তপদসমূহে উদ্যোমী ও পরিশ্রমী লোক নিয়োগ করা হবে।

(খুলনা ও রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা এবং রাজশাহী বিভাগের বগুড়া, রাজশাহী, পাবনা ও নাটোর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।)

পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক

পদের সংখ্যা : ৫০ জন বেতন : শিক্ষানবিশকালে মাসিক ২০,০০০/- টাকা

বিসিএস লিখিত: বাংলা প্রথম দ্বিতীয় পত্রের দশ পরামর্শ

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪ সহ অন্যান্য পরীক্ষায় নূন্যতম জিপিএ-২.৫ থাকতে হবে)

Lankabangla Finance Job Circular

পদের নাম: সুপারভাইজার

পদের সংখ্যা : ৫০ জন বেতন : শিক্ষানবিশকালে মাসিক ১৯,০০০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর (এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩.৫০ সহ অন্যান্য পরীক্ষায় নূন্যতম জিপিএ-২.৫ থাকতে হবে)

অন্যান্য যোগ্যতা: উভয় পদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, সুন্দর হাতের লেখা, সুস্বাস্থ্যের অধিকারী ও কঠোর পরিশ্রমী হতে হবে। নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার আগ্রহ থাকতে হবে।

Standard Bank Job Circular

অন্যান্য সুযোগ-সুবিধা : উভয় পদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল কমপক্ষে ৬ মাস। শিক্ষানবিশকাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতনসহ প্রভিডেন্ট ফাণ্ড, গ্রাচ্যুয়িটি, উৎসব বোনাস ও বৈশাখী ভাতা প্রদান করা হবে। প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসেবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেয়া হবে। এছাড়াও কর্ম দিবসে অফিস কর্তৃক দুপুরের খাবার ব্যবস্থা আছে।

বয়স : উভয় পদের জন্য সর্বোচ্চ ৩২ বছর।

BCS Written Preparation 2024

অন্যান্য শর্তাবলি :

* যে কোন একটি পদে আবেদন করতে হবে। উভয় পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
* খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

* ইতোপূর্বে উক্ত পদসমূহে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।
* মটরসাইকেল চালানো জানতে হবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞাপনটি দেখুন:

আদ-দীন ওয়েলফেয়ার সেন্টার এ নিয়োগ বিজ্ঞপ্তি

Deadline: 24 Aug 2024

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: WhatsApp-এর মাধ্যমে জানানো হবে।

আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র (WhatsApp নম্বরসহ), ২ কপি রঙ্গিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি আগামী ২৪ আগস্ট ২০২৪ ইং তারিখ রোজ শনিবার বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার, চাঁচড়া চেকপোষ্ট, পুলেরহাট, যশোর, ডাকযোগ/কুরিয়ার হাতেহাতে পৌঁছাতে হবে।

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন:  https://cutt.ly/VeaTC5nM

বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন:  https://cutt.ly/HeaYoqBO

চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/job-circular/

চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/viva-preparation-2/

পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন:

https://web.facebook.com/groups/abcsspecial

অথবা ফেসবুক পেজে লাইক দিন –

https://www.facebook.com/abcsspecial

Post Related Things: নিয়োগ বিজ্ঞপ্তি 2024, daily education, bd job today, New job circular, bd recent job circular, Job Circular সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, নিয়োগ বিজ্ঞপ্তি 2024, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২৪, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, daily চাকরির খবর, চাকরির খবর, চাকরির খবর govt, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2024, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, চাকরির খবর paper, চাকরির খবর পত্রিকা,চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা, সাপ্তাহিক চাকরির পত্রিকা ।