আকিজ ফুড এন্ড বেভারেজ নিয়োগ 2024

আকিজ ফুড এন্ড বেভারেজ নিয়োগ 2024

আকিজ ফুড এন্ড বেভারেজ লিঃ (AFBL) এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি – ২৮/০৬

AKIJ FOOD & BEVERAGE LTD.

আকিজ ফুড অ্যাণ্ড বেভারেজ লিঃ এ আকর্ষণীয় বেতন কাঠামোয়, জরুরী ভিত্তিতে সারা বাংলাদেশ থেকে দক্ষ ও পরিশ্রমী কিছু সংখ্যক সেলস্ অফিসার ও টেরিটরি সেলস্ ম্যানেজার নিয়োগ করা হবে। আকিজ ফুড এন্ড বেভারেজ নিয়োগ 2024

আকিজ ফুড অ্যাণ্ড বেভারেজ লিঃ FMCG (ভোগ্য পণ্য) বিশেষতঃ জুস, কোমল পানীয়, কার্বোনেটেড বেভারেজ, চিপস্ ইত্যাদি ।

Bank Job Preparation 2024

দায়িত্ব ও কর্তব্য:

রুট প্ল্যান অনুযায়ী কাজ করা।
• দোকানদারদের কাছ থেকে পন্যের অর্ডার নেওয়া। আকিজ ফুড এন্ড বেভারেজ নিয়োগ 2024
• মাসিক সেলস্ রিপোর্ট তৈরী করা।
মাসিক সেলস্ লক্ষ্যমাত্রা অর্জন করা।

শিক্ষাগত যোগ্যতা:

সেলস্ অফিসার: নূন্যতম উচ্চ মাধ্যমিক (এইচএসসি) (স্নাতক পাশ অগ্রাধীকার দেওয়া হবে টেরিটরি সেলস্ ম্যানেজার: নূন্যতম স্নাতক পাশ (স্নাতকোত্তর পাশ অগ্রাধীকার দেওয়া হবে ১-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা (টি এস এম পদে অভিজ্ঞদের অগ্রাধীকার দেয়া হবে) প্রার্থীকে অবশ্যই মটরসাইকেল চালানোর দক্ষতা এবং লাইসেন্স থাকতে হবে। আকিজ ফুড এন্ড বেভারেজ নিয়োগ 2024

বয়স:
  • ১৮ থেকে ৩০ বছর (সেলস্ অফিসার
  • ২৬ থেকে ৩৪ বছর (টেরিটরি সেলস্ ম্যানেজার)
সুযোগ সুবিধা:

আকর্ষনীয় বেতন, টিএ ডিএ, মোবাইল বিল, দুইটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফাণ্ড, প্রাচ্যুইটি, হেলথ ইন্সুরেন্স, লাইফ ইন্সুরেন্স, সেলস ইনসেন্টিভ, লিড ফেয়ার অ্যাসিস্ট্যান্ট (LFA), বাৎসরিক ইনক্রিমেন্ট এবং অন্যান্য সুবিধাসমূহ।

ট্রাস্ট ব্যাংক লিঃ ম্যানেজমেন্ট ট্রেইনী অফিসার (MTO) পদে নিয়োগ বিজ্ঞপ্তি৩০/০৬

উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৩ ইঞ্চি
সময়
  • সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত

Primary Viva Experience

পরিক্ষার সময় ও স্থান:
তারিখ: ২৮/০৬/২০২৪
পদবী:  সেলস্ অফিসার ও  টেরিটরি সেলস্ ম্যানেজার

স্থান:

ঢাকা: আকিজ ফুড অ্যাড বেভারেজ লিঃ, বলিয়াপুর কর্পোরেট অফিস, বলিয়াপুর বাস স্ট্যান্ড, হেমায়েতপুর, সাভার, ঢাকা।

BCS Preliminary Preparation General Science

পরিক্ষার সময় ও স্থান:
তারিখ: ২৮/০৬/২০২৪ (শুক্রবার) আকিজ ফুড এন্ড বেভারেজ নিয়োগ 2024

পদবী : সেলস্ অফিসার

স্থান:

বরিশাল: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ, বরিশাল ওয়্যারহাউজ, প্রতাপপুর, রহমতপুর (পল্লী বিদ্যুৎ অফিসের পাশে), বরিশাল। আকিজ ফুড এন্ড বেভারেজ নিয়োগ 2024

বগুড়া : আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ, সলিমপুর তিন মাথা বিশ্বরোড, বগুড়া। আকিজ ফুড এন্ড বেভারেজ

Nagad Job Circular 2024

চট্টগ্রাম : আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ, ডিপো অফিস, সঙ্গীত সিনেমা হল রোড, হামজারবাগ, চট্টগ্রাম।

বিজ্ঞাপনটি দেখুন:

 AKIJ FOOD & BEVERAGE LTD

আগ্রহী প্রার্থীদের আপডেটেড সিডিসহ শিক্ষাগতযোগ্যতার মূল সনদপত্রের ফটোকপি ও ভোটার আইডি কার্ড এর ফটোকপিসহ ইন্টারভিউ-এর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সতর্কীকরণ: নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়-দায়িত্ব বহন করবে না। Akij Food and Beverage Ltd Job Circular

 

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন:  ক্লিক করুন

পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন: ক্লিক করুন

অথবা ফেসবুক পেজে লাইক দিন – ক্লিক করুন