Bank Exam Preliminary Preparation 2024

Bank Exam Preliminary Preparation

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (প্রিলি) পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতি

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পরীক্ষার তারিখ দিয়েছে ২৮-১০-২০২২। যাদের প্রিপারেশন ভালো তারা গুরুত্বপূর্ণ টপিকগুলো রিভিশন দেন আর এত অল্প সময়ে যারা শর্টকাটে প্রস্তুতি নিতে চান তাদের জন্য নিচে কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করা হল। ব্যাংক খাতে অন্যতম আকর্ষণীয় চাকরি হিসেবে ধরা হয় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদ। বিসিএসের মতোই এই পদ তরুণদের অন্যতম পছন্দের চাকরি এটি।

সুতরাং একটু পরিশ্রম করুন, ভালো কিছু করতে পারবেন। খুব অল্প সময়ে নিয়োগ হয়, বিসিএস এর মত দীর্ঘ জট নাই এখানে। Bank Exam Preliminary Preparation | সফল ভাইভা অভিজ্ঞতা | BCS Viva Experience 2024

41th BCS Viva Experience

❂ ফ্যাকাল্টি বেইজড পরীক্ষাঃ
বর্তমান সময়ে পরীক্ষার ধরণ অনুযায়ী প্রস্তুতি নিতে হবে তাহলেই আসবে সাফল্য। এখনকার সময় গুলো তে পরীক্ষা হচ্ছে ফ্যাকাল্টি বেইজড, আর আপনি যদি পড়তে থাকেন গতানুগতিক তাহলে যে কোন পরীক্ষার প্রিলিতেই পাশ করা অসম্ভব হয়ে যায় । কোন ফ্যাকাল্টি প্রশ্ন করেছে তা নিয়ে মাথা ঘামাবেন না, অথেনটিক কোন সোর্স নাই, তাই সকল ফ্যাকাল্টির বিগত সালের পরীক্ষার গুলোর প্রশ্ন আগে সমাধান করেন , অনেক সময় কিছু কিছু প্রশ্ন হুবহু অপশন সহ রেপিট হয়। Bank Exam Preliminary Preparation

❂ প্রিলির প্রস্তুতিঃ

❂ এমসিকিউ (৮০-১০০ মার্ক এর হয়) – ( বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও কম্পিউটার) । Bank Exam Preliminary Preparation

এখনকার সময়ে সাধারণত যে ধরনের প্রশ্ন আসেঃ
✅ ১: বাংলা (১৫- ২৫ টি ) প্রশ্ন
✅ ২: ইংরেজি (১৫- ২৫টি ) প্রশ্ন

✅ ৩:গণিত (25 – 35 টি প্রশ্ন )
✅ ৪:সাধারণ জ্ঞান (১৫-২৫ টি ) ও
✅ ৫: কম্পিউটার (৮- ১২ টি ) প্রশ্ন আসে ।

এমসিকিউ পার্ট এর জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও কম্পিউটার এর কমন টপিক গুলো আগে পড়বেন , যদি বিসিএস বা অন্যান্য চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে বাংলা ও সাধারণ জ্ঞান অনেকটাই কাভার হয়ে যাবে, না হলে গুরুত্বপূর্ন টপিক গুলো ভালো করে পড়তে থাকুন , আর গণিত ও ইংরেজির জন্য কিছু গুরুত্বপূর্ন টপিক আছে যে গুলো থেকে প্রায় প্রশ্ন হয় সে গুলো আগে শেষ করুন , কম্পিউটার পার্ট টি খুবই গুরুত্ব সহকারে পড়ুন, কারণ অন্য সাবজেক্টে খারাপ করলে কম্পিউটার থেকেই কাভার করতে পারবেন। প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা | Primary Viva 2024

Prime Bank PLC Job Circular

❂ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক প্রিলির জন্য কোন বই পড়বেনঃ

✅১। #বাংলাঃ বাংলার জন্য জর্জ এর MP3 বা অভিযাত্রী বা অগ্রদূত বা শীকর এর বাংলাটা পড়তে পারেন । বাংলায় একটা স্ট্রং জোন তৈরি করুন , ব্যাকরণ পার্ট ভালো করে পড়ুন। বাংলা আপনাকে এগিয়ে রাখবে। Bank Exam Preliminary Preparation ৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

শর্টকাট গুরুত্বপূর্ণ টপিকঃ সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, শুদ্ধ ও শুদ্ধ বানান, বাগধারা, প্রবাদ প্রবচন, বাংলার শব্দ ভান্ডার, ব্যাকরণ অংশ , আধুনিক যুগের কয়েকজন সাহিত্যিকের জীবনী ও সাহিত্যকর্ম ইত্যাদি।

✅২। #ইংরেজিঃ ইংরেজি গ্রামারের জন্য MASTER অথবা Need ইংলিশ বা Expert ইংলিশ বা ইংলিশ টিউটর থেকে বুঝে বুঝে পড়ুন। Saifur’s এর গ্রামার ও ভোকাবুলারির বইটাও দেখতে পারেন। ইংরেজি দেখে ভয় পাবেন না, রেগুলার ইংরেজি পড়লে অনেকটাই আপনার আয়ত্তে থাকবে। Bank Exam Preliminary Preparation

শর্টকাট গুরুত্বপূর্ণ টপিকঃ Synonym & Antonym, Analogy, Spelling, Sentence Completion, Group verb, Appropriate preposition, Idioms & Phrase, Error Finding, Sentence Correction, Rearrange Sentence, Grammar-Based Fill in the blanks ইত্যাদি।

BCS Written Preparation 2024

✅৩। #গনিতঃ ফ্যাকাল্টি বেইজড কোন ম্যাথ বই পড়ুন , ম্যাথ এর বেসিক টপিক গুলো আগে ক্লিয়ার করুন, আগারওয়াল ম্যাথ সাথে সাইফুরস ম্যাথ টা দেখতে পারেন বা খাইরুলস ম্যাথ বা ম্যাথ জব সল্যুশন বা অন্য কোন বই দেখতে পারেন । গণিতটা প্রতিদিন প্যাকটিস করে নিজের আয়ত্তে নিন। রিসেন্ট জব স্ল্যুশন থেকে বিগত প্রশ্ন সমাধান করে যাবেন।

শর্টকাট গুরুত্বপূর্ণ টপিকঃ শতকরা, অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি, সময়-কাজ- দূরত্ব (নৌকা , ট্রেনে , কার এর অংক) , পাটিগণিত , নাম্বার সিস্টেম , সেট, এভারেজ ও আইকিউ রিলেটেড অংক ইত্যাদি।

BCS Written Preparation 2024

✅৪। #সাধারন জ্ঞানঃ বাংলাদেশও আন্তর্জাতিকঃ জর্জ এর MP3 বা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল যে কোন একটা ভালো করে পড়ুন , বেসিক ক্লিয়ার করুন, কমন টপিক গুলো আগে ভালো করে শেষ করুন। সাম্প্রতিকঃ কারেন্ট অ্যাফেয়ার্স বা যে কোন সাম্প্রতিক টপিক গুলো ভালো করে পড়ূন, ব্যাংকে সাম্প্রতিক থেকে প্রশ্ন গুলো বেশী হয়। ব্যাংক রিলেটেড টার্ম গুলি ভালো করে জেনে যাবেন । Bank Exam Preliminary Preparation

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

শর্টকাট গুরুত্বপূর্ণ টপিকঃ সাম্প্রতিক:- সমসাময়িক রাজনীতি, খেলাধুলা, নোবেল পুরস্কার, বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, জিডিপি, মাথাপিছু আয়, মুদ্রা, জাতীয় ব্যাংকের নাম, জাতিসংঘ ও বিশ্বব্যাংক সহ এদের সমস্ত অঙ্গসংগঠন, বিভিন্ন অর্থনৈতিক ও ব্যবসায়ীক চুক্তি গুলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সংবিধান, মহিলা ফুটবল দলের বিস্তারিত।

বিসিএস লিখিত: বাংলা প্রথম দ্বিতীয় পত্রের দশ পরামর্শ

✅ ৫। #কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ “সেলফ সাজেশন বেসিক কম্পিউটার ” বইটি দেখতে পারেন , ফ্যাকাল্টি বেইজড এর সকল প্রশ্নের সমাধান দেয়া আছে , স্বল্প সময়ে প্রস্তুতি নেয়া যায়। ৪৪ বিসিএস সহ গত কয়েকটি পরীক্ষায় অনেক প্রশ্ন এখান থেকে হুবহু অপশন সহ কমন ছিল । সহকারী পরিচালক এর জন্য এই বইয়ের প্রতিটি পরিচ্ছেদের শেষে অটো সাজেশন ও বইয়ের শুরুতে দেওয়া বিগত সালের সকল প্রশ্ন ভালো করে পড়ূন। Bank Exam Preliminary Preparation

Primary Viva

শর্টকাট গুরুত্বপূর্ণ টপিকঃ MIS/IBA/FBS/Arts faculty কম্পিউটার থেকে ১০ মার্কস রাখে এবং তাই সকল ফ্যাকাল্টির বিগত আইসিটি প্রশ্ন ও ফুল ইন্সট্রাকশন সেলফ সাজেশন বেসিক কম্পিউটার বইতে দেওয়া আছে, এগুলো আগে পড়ে শেষ করবেন। এছাড়া কম্পিউটার মেমরি, এমএস ওয়ার্ড, এক্সেল, সিপিউ, বিট-বাইট, অপারেটিং সিস্টেম, ফাইল এক্সটেনশন, কিবোর্ড সর্টকাট, ওয়াফাই, লাইফাই , নেট ওয়ার্কিং, ল্যান, ম্যান , টপোলজি, ডাটাবেইজ, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, নাম্বার সিস্টেম, এন্টিভাইরাস ও সিকিউরিটি ইত্যাদি। Bank Exam

❂ মনে রাখবেনঃ

✅ বেসিক ক্লিয়ার করে পড়ুন, জয় আপনারই হবে ইনশা আল্লাহ্‌ । বেশি বই পড়ে মনে না রাখার চেয়ে , ভালো মানের অল্প বই বার বার বেসিক ক্লিয়ার করে পড়লে মেমোরাইজ জোন তৈরি হবে, মনে থাকবে বেশি। যদি টার্গেট থাকে আপনার বাংলাদেশ ব্যাংকের AD বা ব্যাংক জব তাহলে আজকে থেকেই শুরু করুন , সাফল্য আপনার কাছে ধরা দিতে বাধ্য। Bank Exam Preliminary Preparation

কেউ একজন বলেছিল “আমি মেধাবীদের হেরে যেতে দেখেছি কিন্তু পরিশ্রমীদের দেখিনি ” কোন সাব্জেক্টে দুর্বল থাকতেই পারেন কিন্তু ভয় পাবেন না, প্রতিদিন পড়ুন কাভার হয়ে যাবে। Bank Exam Preliminary Preparation
ভালো লাগলে লেখাটি শেয়ার করার অনুরোধ রইল , এতে আর একজনের উপকারে আসতে পারে ।

লেখাটির © Sattar Khan, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি , সোনালী ব্যাংক লিঃ।

লেখাটির সহযোগিতায়ঃ
আহম্মদ আলী, সহকারী পরিচালক (এপি), বাংলাদেশ ব্যাংক,
কবির হোসেন, সুপারিশপ্রাপ্ত- অফিসার জেনারেল, বাংলাদেশ ব্যাংক,
মোঃ সাজ্জাদ হোসেন, (AE) আইটি , সোনালী ব্যাংক লিঃ।
সবার জন্য শুভ কামনা

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন:  https://cutt.ly/VeaTC5nM

বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন:  https://cutt.ly/HeaYoqBO

চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/job-circular/

চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/viva-preparation-2/

পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন:

https://web.facebook.com/groups/abcsspecial

অথবা ফেসবুক পেজে লাইক দিন –

https://www.facebook.com/abcsspecial