Bank exam Preparation 2024

Bank exam Preparation 2024

Target: Senior Officer 2022

প্রস্তুতি কৌশলঃ

১. দিনের টোটাল পড়ার টাইমকে দুইভাগে ভাগ করে নিবেন। অর্ধেক সময় প্রিলি পড়বেন আর বাকি অর্ধেক সময় লিখিত পড়বেন। লিখিত পড়ার ক্ষেত্রে ম্যাথ প্রাক্টিস এবং ফোকাস মুখস্থ করতে হবে।

Primary Viva

২. প্রতি মঙ্গলবার লাইভ এমসিকিউ তে ব্যাংকের ফুল ১০০ মার্কের লাইভ এক্সাম দিবেন। এক্সামের পরের দিন রেজাল্ট পাবেন। রেজাল্টে যে বিষয়ে সবচেয়ে কম মার্ক আসবে সেই বিষয়টি আগামী এক সপ্তাহ খুব ভাল করে অনুশীলন করে আয়ত্তে নিয়ে আসতে হবে।

46th BCS Written Preparation

এরপর আবার ফুল এক্সাম দিয়ে নিজের অগ্রগতি এবং এবার যে বিষয়ে কম মার্ক আসবে সেই বিষয়টি নিয়ে আগামী এক সপ্তাহে কাজ করতে হবে। এই প্রক্রিয়া চলমান থাকবে। Bank exam Preparation 2024

৩. যাদের ম্যাথে সমস্যা বেশি তারা রেগুলার ৩-৪ ঘন্টা BIBM এর প্রিভিয়াস ম্যাথ করবেন। যেগুলো পারবেন না সেই গুলা বার বার করবেন।

Job Preparation Bangla 2024

৪. প্রিলি এক্সাম দেওয়ার সময় কখনোই ম্যাথ শেষে উত্তর করবেন না। ম্যাথ শুরুতে অথবা মাঝে উত্তর করবেন।

৫. ইংরেজি এবং বাংলা ক্ষেত্রে মুখস্থ অংশে খুব ভালো প্রিপারেশন নিতে হবে। ধরেন আপনি ভোকাবুলারি পড়েন synonyms antonym সহ। এটা করা যাবে না। Bank exam Preparation 2024

অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি | Govt Job Circular 2024

প্রথমে একটা বই থেকে প্রতিদিন সকালে ৫০ টা ভোকাবুলারি অথবা মুখস্থ অংশ পড়বেন। এরপর না দেখে ২ বার লিখবেন। টাইম লাগবে ৩ ঘন্টা কিন্তু এটা টেকসই পড়া হবে।

এভাবে ২০ দিনে ১০০০ ভোকাবুলারি পড়তে পারলে দেখবেন Synonym antonym আপনার পড়া ভকাবুলারির মধ্যেই থাকবে। অন্যান্য মুখস্থ অংশও পড়বেন এরপর না দেখে লিখবেন। Bank exam Preparation 2024

৬. সাধারণ জ্ঞান পড়তে হইলে আগেই Map পড়ে নিতে হবে। ম্যাপ পড়ার পদ্ধতি প্রথম কমেন্টে দেওয়া আছে। একজন স্মার্ট চাকরি প্রার্থী কখনোই ম্যাপ না পড়ে এক্সাম হলে যাবে না। আর সাম্প্রতিক পড়ার জন্য আলাদা একটা খাতা বানাবেন।

Bank Exam Preliminary Preparation

প্রতি মাসের Current Affairs থেকে ৫০ টার মত প্রশ্ন লিখে রাখলেই হবে। ফলে এক্সামের আগে শুধু খাতাটা দেখে গেলেই হবে। Bank exam Preparation 2024

৭. যখানেই প্রিলি এক্সাম দিবেন সেই এক্সামের না পারা এবং ভুল করা প্রশ্ন গুলো আলাদা খাতায় উঠাবেন এবং পরীক্ষার আগে পড়বেন। তাতে আপনার জানা প্রশ্ন ভুল করার সম্ভাবনা কমে যাবে। Bank Exam

৮. শেষ কথা হইলো কখনো মনোবল হারাবেন না।

৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

নিচের কথাটি আমি নিজেকে বলি আর আপনাদেরও বলছিঃ

“এখনো অনেক পথ হাটা বাকি হয়তো,
এখানেই সব শেষ নয় বন্ধু।
আমার চোখে নতুন ভোরের সপ্ন,
রাত্রির পথ হোক না যত বন্ধুর”

সকলের জন্য শুভকামনা

গোবিন্দ হালদার
সিনিয়র অফিসার, জনতা ব্যাংক পিএলসি.

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন:  ক্লিক করুন

পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন: ক্লিক করুন

অথবা ফেসবুক পেজে লাইক দিন – ক্লিক করুন