Bank Job Preparation 2024

Bank Job Preparation 2024

সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষা নেয় BIBM । ব্যাংক জব প্রস্তুতি শুন্য থেকে – যেভাবে নিবেন
২০২২ সাল ভিত্তিক ব্যাংক সার্কুলারে মোট পদ ৩সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষা নেয় BIBM । ব্যাংক জব প্রস্তুতি শুন্য থেকে – যেভাবে নিবেনপ,৩৫৮টি:
✅সিনিয়র অফিসার সমন্বিত ৯ ব্যাংক = ৯৭৪
✅অফিসার জেনারেল সমন্বিত ৯ ব্যাংক = ১,৫৯৭
✅অফিসার (ক্যাশ/টেলর) সমন্বিত ৫ ব্যাংক = ৭৮৭
✅ প্রিলি। (১০০ মার্কস)
✅ রিটেন। (২০০ মার্কস)
✅ ভাইভা ( ২৫ মার্কস )
Primary Viva Preparation 2024

❂ প্রিলির প্রস্তুতিঃ

❂ এমসিকিউ (১০০ মার্কস এর হয়): BIBM সাধারণত ব্যাংক জবের পরীক্ষা গুলোতে যে ধরনের প্রশ্ন করেঃ
✅ ১: বাংলা (২৫ টি ) প্রশ্ন
✅ ২: ইংরেজি (২৫ টি) প্রশ্ন
✅ ৩:গণিত (2০ টি প্রশ্ন )
✅ ৪:সাধারণ জ্ঞান (২০ টি) ও
✅ ৫: বেসিক কম্পিউটার (১০ টি) প্রশ্ন আসে।
❂ ব্যাংক প্রিলির BIBM এর জন্য যে কোনো বই পড়বেন।

❂ ব্যাংক রিটেনের জন্য কোন বই পড়বেনঃ ( ব্যাংক চাকরির প্রস্তুতি)

রিটেনে সাধারণত (২০০) মার্কস এর হয়ঃ
ফোকাস রাইটিংঃ- ফোকাস রাইটিং বা অন্য যে কোনো একটি বই পড়ুন। Bank
✅১ । ফোকাস রাইটিং বাংলা ও ইংরেজি (সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক ইস্যু)- (৩০+৩৫ মার্কস ): তথ্য, উপাত্ত ও পয়েন্ট, চার্ট আকারে ভালো করে লিখলে এখান থেকে ভালো মার্কস পাওয়া যায়। বাজেট, মেগা প্রকল্প সহ বর্তমান সময়ের আলোচিত বিষয়, এর উপরে গুরুত্ব দিতে হবে। ডেইলি পত্রিকার সম্পাদকীয় অংশগুলি ভালো করে পড়লে এখান থেকে অনেক কিছু ধারণা পাবেন। Bank
Bank exam Preparation 2024
✅২ । সাধারণ জ্ঞান- (৩০ মার্কস ): ব্যাংক রিলেটেড টার্ম সহ অন্যান্য সাধারণ জ্ঞান এর টপিক থেকেও প্রশ্ন হয়। সুতরাং ভালো প্রস্তুতির জন্য বিস্তারিত পড়তে হবে, এক্ষেত্রে প্রিলি ও রিটেন উভয় কাভার হবে। যেহেতু কোন অপশন থাকবে না , এক্সাক্ট উত্তর টাই লিখতে হবে সুতরাং ভালো করে পড়তে হবে।
✅৩। কম্প্রিহেনশন (ইংলিশ) – (২০ মার্কস ): যথা সম্ভব কম সময় দিয়ে উত্তর করার প্যাক্টিস করতে হবে। যত সময় কম দিবেন অন্য প্রশ্নের উত্তর তত ভালো করে লিখতে পারবেন। বাসায় ভালো করে প্যাকটিস করলে এখানে ভালো করা যায়। কমন কিছু কম্প্রিহেনশন দেখে যান ভালো করবেন। Bank
✅৪ । ম্যাথ ssc লেভেল – (২৫ মার্কস ): কোন অলটারনেট অপশন নেই, সুতরাং আগের থেকে ম্যাথ কম থাকলেও ভালো করে পড়তে হবে, ম্যাথ ভালো পারলে এগিয়ে থাকবেন, সঠিক হলে ফুল মার্কস পাওয়া যায়। বেশি করে প্যাক্টিস করুন। Bank
✅৫। ট্রান্সলেশন (ইংলিশ টু বাংলা ও বাংলা টু ইংলিশ)- (২০+২০ মার্কস): এখান থেকেও ভালো করা যায় ফোকাস রাইটিং ভালো করে পড়লে এই অংশ টি সহজ হয়ে যায়। এক্সাক্ট উত্তর করার চেষ্টা করুন।
BCS Written Syllabus
✅৬। প্রিসাইস রাইটিং (২০ মার্কস ): ইংরেজিতে ভালো ধারণা ও দক্ষতা থাকলে এখান থেকে ভালো উত্তর করতে পারবেন। যে কোন ফোকাস রাইটিং এর সহায়তা নিলে প্রস্তুতি ভালো হবে।
(এখনকার সময়গুলোতে রিটেনের জন্য ব্যংক রিলেটেড তথ্য, সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক আলোচিত অংশ ভালো করে পড়তে হবে।) Bank Job Preparation 2024
লেখাঃ
আহম্মদ আলী, সহকারী পরিচালক (এপি), বাংলাদেশ ব্যাংক,
লেখাটির সহযোগিতায়ঃ
কবির হোসেন, সুপারিশপ্রাপ্ত- অফিসার জেনারেল, বাংলাদেশ ব্যাংক, সাত্তার খান, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি , সোনালী ব্যাংক পিএলসি.
সবার জন্য শুভ কামনা।
বিসিএস লিখিত বাংলা প্রস্তুতি
বিআইবিএম এর আজকের প্রশ্ন এনালাইসিসঃ অফিসার- জেনারেল- লিখিত পরীক্ষাঃ
——————————————-
#কাটমার্কঃ প্রথমেই আসি কাটমার্ক নিয়ে। আমার মতে ১১৫-১২০ মার্ক এই পরীক্ষায় সেফ জোন। তবে ভাইভার জন্য ডাক পেলেও আজকের পরীক্ষায় জব পেতে হলে ১২০ এর উপরেই আপনাকে পেতে হবে। Bank Job Preparation 2024
(রাগ হওয়ার কিছু নাই, এটা আমার মতামত)
#বিআইবিএম নিয়ে কিছু কথাঃ আচ্ছা এটা কোন জেলার বিআইবিএম। মানে এই ফ্যাকাল্টির বিগত প্রশ্ন আর এখনকার প্রশ্নের মান, ধরণ সব ভিন্ন।
বেশি সহজ প্রশ্নে কিন্তু জব পাওয়া খুব কঠিন। বিগত কয়েক মাস এর প্রশ্ন এনালাইসিস করে যা বুঝলামঃ
১। রিসেন্ট জিকে থেকে কিছুই তেমন আসবেনা।
২। জিম্যাট এর অংক ত দূরে থাক, অনেক কঠিন কঠিন অংক আর জীবনেও আসবেনা মনে হচ্ছে, না আসাই ভালো, তাইনা?
৩। রিসেন্ট ফোকাস রাইটিং আসবেনা, তাই রিসেন্ট বাদ দেন।
৪। অনুবাদ ব্যাংক বা টেকনো রিলেটেড আসবে এবং খুব সহজ আসবে, এর জন্য পেপার পত্রিকা পড়ে উল্টানোর দরকার নাই। Bank
৫। প্যাসেজ গুলো কই যেন দেখেছি দেখেছি মনে হইসে সব পরীক্ষায়। এগুলার সোর্স অফ ফান্ড থুক্কু সোর্স জেনে আমি পোস্ট করবো খুব শীঘ্রই।
৬। ৯ম-১০ম শ্রেণীর বাংলা ম্যাথ গুলোকে ইংরেজি তে কনভার্ট করে পড়ে ফেলেন। না পারলে আমার রিটেন ম্যাথ এ ভর্তি হন, সেখানে সব সময় আমি করিয়েছি। Bank Job Preparation 2024
৭। জিকে রিসেন্ট না পড়লেও জাস্ট ৬ মাস আগের রিসেন্ট যেগুলো ছিল সেগুলো পড়বেন।
৮। শুধুমাত্র জোর দিতে হবে আরগুমেন্ট রাইটিং এ। যা আপনি নিজে নিজে জীবনেও পারবেন না। গাইডলাইন নিতেই হবে। এই আরগুমেন্ট এর টাইটেল হয় কিনা, পক্ষে বিপক্ষে কয়টা করে পয়েন্ট দিব, দেয়ার পরে শেষে কনক্লউড কিভাবে করবো, কয় পেজ দিব ইত্যাদি।
———————————
পরিশেষে বলতে চাই, যারা ভালো শিক্ষার্থী , তারা একটু জাগ্রত হন, এই রকম প্রশ্নে আপনারা সহজেই জব পাবেন।
শুভ কামনা।
রাহাত এম হক
সিনিয়র অফিসার
সোনালী ব্যাংক লিমিটেড
বিআইবিএম কর্তৃক ব্যাংকের নিয়োগ পরীক্ষার বাংলা ও ইংরেজি বিষয়ের নির্দেশনা
রাহাত আহমেদ
অফিসার(টেলর) জনতা ব্যাংক পিএলসি
এক্স, অফিসার (জেনারেল) বাংলাদেশ কৃষি ব্যাংক।
BIBM এর নেয়া গত তিনটি পরীক্ষার ইংরেজি পরীক্ষার প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করলাম। এই তিনটি পরীক্ষার মাধ্যমে bibm নিজেদের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করেছে। বেশ কিছু চমকপ্রদ বিষয় পেলাম যা আগামী অফিসার পদে পরীক্ষার জন্য কার্যকর হবে বলে আশা করছি।
★বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষায় দুটি এনালজি বাদে বাকি সকল প্রশ্নই ছিল ইন্ডিয়ান ওয়েবসাইট ভিত্তিক। pin point error, spelling, one word প্রায় সবই ছিলো ওয়েবসাইট ভিত্তিক।
★ সিনিয়র অফিসার ২৩ এর সব প্রশ্নই ছিল ওয়েবসাইট ভিত্তিক, মানে ২৫ টার ২৫ টাই।
★ জনতা ব্যাংক আরসি পরীক্ষায় :
Error Detection 5 টা ছিলো cliffs toefl (1-6) test থেকে।
analogy ছিলো প্রিভিয়াস।
synonym, antonym ছিলো প্রিভিয়াস। Bank Job Preparation 2024
————-
অনেকদিন ধরেই গ্রুপের অনেকে রিকোয়েস্ট করছিলেন BIBM এর বাংলা নিয়ে কিছু লিখতে। যদিও পড়ার তেমন সময় পাইনা, আজ সময় করে লিখতে বসলাম। ব্যাংক চাকরির প্রস্তুতি
দেখুন, BIBM গত এক বছরে যতগুলো পরীক্ষা নিয়েছে তার দুইটি প্যাটার্ন। তার নেয়া লাস্ট তিনটি পরীক্ষায় তাদের প্যাটার্ন চেঞ্জ করেছে। বিবি এডি ২০২৩ এর আগ পর্যন্ত তারা সাহিত্য অংশ থেকে তুলনা মুলক বেশি ই প্রশ্ন দিচ্ছিলো।
কিন্তু এখন ব্যকরণ অংশ থেকে বেশি প্রশ্ন আসে; তাও আবার ব্যকরণের মুখস্থ অংশ থেকে।
মানে আপনার শব্দের অর্থের প্রতি মনোযোগ বেশি
যেমন:
★ একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ
★প্রায় সমোচ্চরিত ভিন্নার্থক শব্দ ★ সমার্থক শব্দ ★ প্রতিশব্দ ★ বিপরীত শব্দ৷
—————–
আবার ব্যকরণে ও আলাদা প্যাটার্ণ :
১৷ সমাসে চরিচারিত সমাস বাদ দিয়ে, প্রাদি সমাস, অলুক, নিমিত্তার্থ — এই সমাস গুলো দিচ্ছে৷ ব্যাংক চাকরির প্রস্তুতি
২। উপসর্গে এখন কোনটি বাংলা বা সংস্কৃত উপসর্গ বা উপসর্গ কয়টি –এসব বাদ দিয়ে, উপসর্গের অর্থের উপর জোড় দেয়া হচ্ছে৷
যেমন : (অজ, অনা, পাতি, উপ, উৎ) –এসবের অর্থের প্রয়োগ। যেমন : বিপরীত অর্থে, ক্ষুদ্র অর্থে কোন উপসর্গ কেমন৷
সাথে, ফরাসি ও বিদেশি উপসর্গ কোনগুলো এগুলো ও থাকছে৷
৩. বাংলা ব্যকরণে যেখানেই– নিপাতনে সিদ্দ্ব, বিশেষ নিয়ম, নিমিত্তার্থ, স্বভাবতই হয় বা হয় না — এই শব্দগুলো পাবেন; ওগুলো দেখে যাবেন৷
মানে ব্যকরনের আনকমন বিষয়গুলো দিচ্ছে bibm
৪. বিরাম চিহ্ন থেকে প্রশ্ন থাকছে৷
——
সাহিত্য:
১. বাংলা সাহিত্যে যা কিছু প্রথম
২. ভাষা আন্দোলনে যা কিছু প্রথম
৩. মুক্তিযুদ্ধে যা কিছু প্রথম
৪. রবীন্দ্রনাথের (শুধু কবিতার চরণ আর চরিত্রগুলো)।
৫. কাজী নজরুল ইসলামের— বরশি, উপন্যাস ৩ টা আর পত্রিকা।
৬. পঞ্চপান্ডব।
৭. বিশ্ব সাহিত্য কেন্দ্র ও তার পরিচালক আবু সাঈদ আইয়ুর সম্পর্কে সব পড়ে যাবেন।
সাহিত্যে ২-৩ টা প্রশ্ন কেউ পারবে না
(আজ যে সাজেশন দিলাম, এটা শুধুমাত্র যারা অনেক বিজ্ঞ তাদের জন্য। ২ টা ছবি এ্যাড করেছি৷ ১ম ছবিটি ব্যাংক প্রিপারেশনের মূল ভিত্তি। ২য় ছবিতে bibm এর নতুন প্যাটার্ণ সম্পর্কে আলোচনা করলাম)।
আপনাদের কতোটুকু উপকার করতে পারলাম জানি না, বিন্দুমাত্র উপকার হলে আমার জন্য দোয়া করবেন।
আজ এই পর্যন্তই।
সবার জন্য শুভকামনা ও ভালোবাসা৷ ♥️
আর হ্যা, বিগত সালের প্রশ্ন পড়তেই হবে সাথে।
লেখায়:
রাহাত আহমেদ
অফিসার(টেলর) জনতা ব্যাংক পিএলসি
এক্স, অফিসার।

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন:  ক্লিক করুন

পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন: ক্লিক করুন

অথবা ফেসবুক পেজে লাইক দিন – ক্লিক করুন