Bank Preliminary Preparation 2024
Bank Preliminary Preparation 2024
ব্যাংক প্রিলি হলো টি-২০ ম্যাচের মতো
ব্যাংক প্রিলি হলো টি-২০ ম্যাচের মতো। সব বলে রান করতে না পারলেও ব্যাটে বলে যেসব বল হবে তা অবশ্যই বাউন্ডারী হতে হবে। এর অন্যথা হলে আপনি ম্যাচ থেকে ছিটকে পড়বেন। তাই যেসব বলে আপনার ছক্কা লাগানো জরুরী সেসব বল দেখে শুনে শান্ত মস্তিষ্কে খেলতে হবে।
কবি বলেছেন, বাংলা আমার জীবনানন্দ। কিন্তু বি আই বি এম কর্তৃক নেয়া প্রিলি পরীক্ষায় শুরুতে বাংলা অংশ আপনার জীবনের সকল আনন্দ ম্লান করে দিতে পারে। স্বাভাবিকভাবেই বাংলা সাহিত্য অংশ নিয়ে মাথার উপর সাইক্লোন টনের্ডো বয়ে যেতে পারে। শুরুতেই ইগো ত্যাগ করবেন। Bank Preliminary Preparation
BCS Written Preparation 2024
প্রশ্নের শুরুর দিকে সাহিত্য অংশের প্রশ্ন থাকলে জাস্ট ইগনোর। কারণ এসব বাউন্স বলগুলো আপনার পুরো ম্যাচটাকে শেষ করে দিতে পারে।
দরকার হলে বেছে বেছে ব্যাকরণ অংশের প্রশ্নগুলো সলভ করুন। এগুলো সলভ করার পর আপনি সাহিত্য অংশে জাম্প করবেন।
সাহিত্য অংশ থেকে যতটুক পারেন ততটুকুই আন্সার করবেন। এখানে কোনো রিস্ক নিতে যাবেন না। এটাই ফাঁদ।
Primary Viva Experience 2024
বাংলা অংশের জন্য যে টপিকগুলো একটু ঝালিয়ে নিবেন তা হল :
ব্যাকরণ: সমার্থক ও বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন, বাগধারা, প্রবাদ প্রবচন, সমোচ্চারিত শব্দের ভিন্নার্থক প্রয়োগ, বাচ্য, ভাষা ও শব্দের উৎপত্তি, শব্দের শ্রেণীবিভাগ, উপসর্গ, অনুসর্গ, শব্দ ও বাক্যের অপপ্রয়োগ, বানান।
সাহিত্য: যা পড়েছেন তা এনাফ এখানে। সময় থাকলে পত্র-পত্রিকা, ছদ্মনাম ও উপাধি, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস ও গ্রন্থসমূহ একবার রিভাইস দিবেন।
ইংরেজী :
পুরোটাই ভোকাবুলারি বেইজড। আরিফুর রহমান ভোকাবুলারী বই থেকে বিগত ২০১৬-২০২৪ সালের প্রশ্নগুলো পড়ে যাবেন। আর এক্সাম্ভেদা ইংরেজী গ্রামার অংশে Right Use of Verb, Voice, Narration, Pin Pointing error, Rearrangement of sentence, Transformation of Sentence, Word Derivatives, Foreign Word দেখে যাবেন। Bank Exam
ইস্টার্ন ব্যাংক (EBL) এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024
ইংরেজীতে আপনার গ্রামারের ভালো বেসিক থাকলে খুব ভালো নাম্বার এখানে আশা করতে পারবেন। তাই এক্ষেত্রে ইংরেজী নিয়ে রিল্যাক্স আপনি থাকতেই পারেন।
গণিত : আগার তুম সাথ হো….. গণিত আপনাকে সঙ্গ দিলে দেখবেন মাঠে শুধু আপনিই খেলছেন। এখানে বড় বড় খেলোয়াড়ও মার খেয়ে যেতে পারেন যদি নার্ভ ধরে রাখতে না পারেন। তবে আমার ধারণা, এই পরীক্ষায় গণিত কিছুটা সহজ হতে পারে অন্যান্য বারের চেয়ে। ব্যাংক প্রিলি প্রস্তুতি
অফিসার ক্যাশ-২১ লিখিত প্রস্তুতি | Officer Cash-21 written Preparation
তাই গণিতে Number System, Fraction and Percentage, Ratio and Proportion,Age and Average, Arithmetic Expression, LCM & HCM, Mensuration, Trigonometric Ratio, Circle, Square, Triangle & Critical Reasoning এই টপিকের ব্যাসিক কিছু টেকনিক জেনে নিবেন ও ভালোভাবে ঝালিয়ে নেবেন।
এখানে আপনার দক্ষতা থাকলে সব বলই ছক্কা মারতে পারবেন। চেষ্টা করবেন অন্তত ৭০% নাম্বার এই অংশে তুলতে। অনেকটা এগিয়ে থাকবেন যারা গণিতে দক্ষ।
সাধারণ জ্ঞান : এই সাধারণ জ্ঞানকে বি আই বিএম অসাধারণ লেভেলে নিয়ে গেছে। বিগত বছরগুলোতে ব্যাংক পরীক্ষায় আসা সকল প্রশ্ন বুঝুন বা না বুঝুন ঠোটের ডগায় রাখতে হবে।
বিসিএস ভাইভা অভিজ্ঞতা | BCS Viva Experience 2024
এখানে যে সাম্প্রতিক প্রশ্ন আসে তা আপনি বিগত ৩ মাসের কারেন্ট এফেয়ার্স এর প্রথম দিকে দুই পাতায় যে অবজেক্টিভ প্রশ্নগুলো থাকে ওখান থেকেও কমন পাবেন। ব্যাংক প্রিলি প্রস্তুতি
কিছু প্রশ্ন থাকে এগুলো গুগলি, এগুলোকে সাদরে বিদায় জানাবেন। কারণ এই প্রশ্নগুলো এক্সামহলে সারাদিন বসে থাকলেও আপনি পারবেন না। তাই বাদ। কিছু বল তো ছেড়ে দিতেই হয়, যাতে পরের বলে ছক্কা হাকানো যায়।
আইসিটি : ব্যাংকের আইসিটি দুধভাত মনে হবে যদি আপনি ইন্টারের আইসিটি কাউকে প্রাইভেট পড়িয়ে থাকেন। তবে, ব্যাংকের আইসিটি প্রশ্ন তুলনামূলক সহজ হয়। Bank Preliminary Preparation
এই অংশে মিনিমাম ৬ টা প্রশ্ন বিলো এভারেজ প্রিপারেশন নিয়েও পারা যায়। তবে আমার সাজেশন এক্সামভেদা ওয়েবসাইটে / শিট (আমার কাছে আছে চাইলে নিতে পারেন) অইটা একবার চোখ বুলিয়ে যান। খেলা শেষ।
এতোকিছু বললাম, এক্সামহল টেকনিক বলব না তা কি করে হয়?
১ম ধাপ প্রশ্নের মান বুঝার চেষ্টা করা, প্রশ্নের মান কঠিন হলে বেশি রিস্ক নেয়া যাবে না।যেগুলো ফিফটি -ফিফটি সেগুলো থেকে সর্বোচ্চ ৫ টা ট্রাই করতে পারেন। মাঝারী হলে ১০ টা আর অতি সহজ হলে ১১-১৩ টা। আসলে একটি ১০০% নাম্বারের পরীক্ষায় ১৫% এর উপর রিস্ক নেয়াটা চরম বোকামী মনে হয়। তখন সেটা হয়ে যায় লটারী। Bank Preliminary Preparation
এবার ১-১০০ পর্যন্ত যে প্রশ্নগুলো এক টাচেই পারবেন সেগুলো একনাগাড়ে দাগিয়ে যান। অর্থ্যাৎ এই প্রশ্নগুলোর উপর আপনার ভালো দখল আছে আর বেশিরভাগ প্রশ্নের সঠিক উত্তর এখানে আপনি করে ফেলেছেন (২/৪ টি এখানে ভুল করা স্বাভাবিক)। Bank Preliminary Preparation
এরপর যে প্রশ্নগুলো আপনি এক টাচে পারেন নি সে প্রশ্নগুলোকে আরেকবার টাচ দিন,চেষ্টা করুন সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের উত্তর করে আসতে ( আমি ১ম টাচের পর গণিত যেগুলো স্কিপ করেছি সেগুলো সলভ করে দাগাতাম, কারণ এখানে ধুমধাম উত্তর করার সুযোগ নেই,বুঝে শুনে দাগাতাম)।
এরপর আসবে ফাইনাল টাচ, এখানে ১ম কাজ যে প্রশ্নগুলো আপনি জীবনেও পরীক্ষার হলে উত্তর করে আসতে পারবেন না সেই প্রশ্নগুলোকে মন থেকে মুছে ফেলা।মানে ওগুলো দাগানোই যাবে না। ফাইনাল টাচে এসে অনেকে লোভে পড়ে যায়। লোভ করা যাবে না। ব্যাংক প্রিলি প্রস্তুতি
কারণ লোভে পাপ,পাপে নেগেটিভ মার্কিং।সিলেক্টেড সর্বোচ্চ ৫-১০ টি প্রশ্ন এখানে ট্রাই করে দেখতে পারেন। এই তিনটি ধাপের জন্য প্রতি ধাপে ২০ মিনিট করে সময় রাখুন। Bank Preliminary Preparation
প্রয়োজনীয় সংখ্যক দাগানো হলে কলম আর এডমিট পকেটে ঢুকিয়ে রাখুন। আর এক্সাম শেষ করে সময় থাকলে সেসময় টা রিল্যাক্স করুন।
শুভেচ্ছান্তে
Roni Bhattacharjee
সিনিয়র অফিসার, প্রবাসী কল্যাণ ব্যাংক।
এক্স-অফিসার, বাংলাদেশ কৃষি ব্যাংক।
চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://cutt.ly/VeaTC5nM
বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://cutt.ly/HeaYoqBO
চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/job-circular/
চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/viva-preparation-2/
পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন:
https://web.facebook.com/groups/abcsspecial
অথবা ফেসবুক পেজে লাইক দিন –
সফল ভাইভা অভিজ্ঞতা | BCS Viva Experience 2024 - BCS Special
July 9, 2024 @ 9:22 pm
[…] — জি স্যার, আমার জানা নেই… Bank Preliminary Preparation 2024 *ডেল্টা প্ল্যানের হটস্পটগুলো বলো…. […]
Job Preparation Bangla 2024 - BCS Special
September 8, 2024 @ 10:33 am
[…] Bank Preliminary Preparation 2024 […]
বিসিএস প্রস্তুতি কিভাবে শুরু করব 2024 - BCS Special
September 28, 2024 @ 10:23 am
[…] Bank Preliminary Preparation 2024 […]