বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

বিষয়: আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক

ইউক্রেনে রুশ আগ্রাসনের ঘটনা পরিক্রমা

২০২৩ (১৭ জুন) আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাত নিরসনে ১০ দফা শান্তি প্রস্তাব করেন। (৪ এপ্রিল) ৩১তম সদস্য হিসেবে ন্যাটোতে যোগদান করে ফিনল্যান্ড।

(২৪ ফেব্রুয়ারি) রাশিয়া – ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ১২ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করে চীন।

Job Preparation Bangla 2024

(২৩ ফেব্রুয়ারি) রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধের তদন্তের জন্য ইউরোপীয় ইউনিয়নের বিচার বিভাগীয় সংস্থা Game Changer নামে একটি ডেটা সেন্টার চালু করে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

(২৩ ফেব্রুয়ারি) ইউক্রেনে রুশ আক্রমণের নিন্দা ও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে উত্থাপন করা একটি প্রস্তাব পাস করে জাতিসংঘের সাধারণ পরিষদ। সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে ১৪১ ভোটে প্রস্তাবটি পাস হয়। বাংলাদেশসহ ৩২টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। ইউক্রেনে আক্রমণের পর থেকে এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে আনা ৪টি প্রস্তাবের একটিতে পক্ষে ভোট দেয় বাংলাদেশ; বাকি সবকটিতেই ভোটদানে বিরত থাকে।

BCS Written Preparation 2024

২০২২ (২৫ ডিসেম্বর) বেলারুশে ‘ইস্কানদার ক্ষেপণাস্ত্রব্যবস্থা’ এবং ‘এস-৪০০’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রাশিয়া। (৩০ সেপ্টেম্বর) ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করে ইউক্রেন ।

Bank Preliminary Preparation 2024

(২৩ জুন) ইউক্রেন ও মলদোভাকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য প্রার্থীর মর্যাদা দেয়া হয়।

(০৭ এপ্রিল) ইউক্রেনে রুশ সেনাদের মানবাধিকার লংঘনের অভিযোগে জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরী বিশেষ অধিবেশনে মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয় । বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ৫৮টি দেশ ভোটদানে বিরত থাকে। প্রতিবাদে রাশিয়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সকল কার্যক্রম বন্ধ করে দেয়।

BCS Written Preparation 2024

(২৪ মার্চ) ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে সৃষ্ট মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়া প্রশ্নে জাতিসংঘ সাধারণ পরিষদে দ্বিতীয় দফায় ১৪০ ভোটে প্রস্তাব পাশ হয়। এই প্রস্তাবে ইউক্রেনের পক্ষে ভোট দেয় বাংলাদেশ।

Bank Exam Preliminary Preparation

(০২ মার্চ) ইউক্রেনের কৃষ্ণ সাগরের তীরবর্তী ‘অলিভিয়া’ সমুদ্রবন্দরে আটকা পড়া বাংলাদেশী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ রকেট হামলা হয়। নিহত হন বাংলাদেশি নাবিক (থাড ইঞ্জিনিয়ার) মো. হাদিসুর রহমান।

(২৮ ফেব্রুয়ারি) যুদ্ধবিরতি ও ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় বেলারুশের গোমেল অঞ্চলে।

অফিসার ক্যাশ-২১ লিখিত প্রস্তুতি | Officer Cash-21 written Preparation

(১০ জানুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনৈতিক ও সেনা কর্মকর্তারা ইউক্রেন ইস্যুতে (ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের বিষয়ে) বৈঠকে মিলিত হন ।

চীনের মধ্যস্থতায় ইরান- সৌদি আরবের চুক্তি

১০ মার্চ, ২০২৩ ইরান ও সৌদি আরবের প্রতিনিধিদল চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিপাক্ষিক আলোচনায় এক বৈঠকে মিলিত হয় । বৈঠকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে চির বৈরী দুই বৃহৎ দেশ সৌদি আরব ও ইরান নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি ও দূরত্ব অবসান করে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়ে চীনের মধ্যস্থতায় একটি চুক্তি স্বাক্ষর করে । বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

চীন- তাইওয়ান উত্তেজনা

(১০ আগস্ট) তাইওয়ান নিয়ে নতুন শ্বেতপত্র প্রকাশ করে চীন । বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

46th BCS Written Preparation

(৫ আগস্ট) তাইওয়ান সফরের জেরে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি ও তাঁর পরিবারের ওপর নিষেধাজ্ঞা দেয় চীন।

(৪ আগস্ট) তাইওয়ানের চারপাশে নৌ ও আকাশ পথে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করে চীন। ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো তাইওয়ানের জলসীমার ভেতর (মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে/ উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম সাগরে) ১১টি ‘ডংফেং’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চীন।

(২ আগস্ট) চীনের হুমকি উপেক্ষা করে এশিয়া সফরের অংশ হিসেবে তাইওয়ানে পৌঁছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ন্যান্সি পেলোসির সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানে ‘সুনির্দিষ্ট সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেয় চীন।

41th BCS Viva Experience

(৩ আগস্ট) ন্যান্সি পেলোসি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইংওয়েনের সাথে সাক্ষাৎ করেন এবং দেশটির পার্লামেন্টে ভাষণ দেন ।

(৯ অক্টোবর) তাইওয়ানকে পুনরায় চীনের সাথে একত্রিত করার ঘোষণা দেন প্রেসিডেন্ট শি জিন পিং।

(১- ৪ অক্টোবর) চীনের রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান (প্রায় ১৫০টি) দ্বীপরাষ্ট্র তাইওয়ানের বিমান প্রতিরক্ষা জোনে প্রবেশ করার পর চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক ৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছায়।

৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

২০২০ (১৯ সেপ্টেম্বর) ইরানের বিরুদ্ধে একতরফা জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

ইসরায়েল- আরব আমিরাত সম্পর্ক

২০২১ (৩১ মে) ২০২২ দুবাইয়ে উপসাগরীয় কোনো দেশ হিসেবে প্রথম সংযুক্ত আরব আমিরাতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ইসরায়েল।

(১৪ জুলাই) ২০২১ প্রথম উপসাগরীয় দেশ হিসেবে ইসরায়েলের তেল আবিবে দূতাবাস উদ্বোধন করে সংযুক্ত আরব আমিরাত ।

প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা | Primary Viva 2024

ইসরায়েল- ফিলিস্তিন সংকট

৮ আগস্ট, ২০২২ ফিলিস্তিন ও ইসরায়েলের সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ১৮ অক্টোবর, ২০২২ অস্ট্রেলিয়া ২০১৮ সালে জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে দেওয়া স্বীকৃতি প্রত্যাহার করে নেয়। BCS Preliminary Preparation

তাইগ্রে যুদ্ধ (৩ নভেম্বর, ২০২০ খ্রি.- বর্তমান)

ইথিওপিয়ার উত্তরাঞ্চলের তাইগ্রেতে আঞ্চলিক সরকারের বাহিনীর সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের বাহিনীর সংঘর্ষ চলছে। তাইগ্রে অঞ্চলের প্রধান রাজনৈতিক দল ‘তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট’ (TPLF) এর নেতা দেব্রেস্তিয়ান গেব্রেমাইকেল । রাজনৈতিক সংস্কারের নামে তাইগ্রের অধিবাসীদের কোণঠাসা করে ফেলার অভিযোগ উঠে দেশটির প্রধানমন্ত্রী আবির বিরুদ্ধে।

নভেম্বর, ২০২১ টিপিএলএফ টাইগ্রের পাশ্ববর্তী ‘আমফারা’ অঞ্চলের কৌশলগত শহর দেসিয়ে ও কোম্বলছা দখলে নেয়। ২ নভেম্বর, ২০২২ ইথিওপিয়ায় চলমান গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে তাইগ্রে বিদ্রোহী ও সরকারের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

কাশ্মীর সংকট

২০২০ (০৫ মে) চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার গলওয়ান উপত্যকায় ভারতের রাস্তা নির্মাণে বাধা দেয়। (১৫-১৬ জুন) সড়ক নির্মাণকে কেন্দ্র করে ভারত ও চীন উভয় দেশের সেনারা রক্তাক্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সফল ভাইভা অভিজ্ঞতা | BCS Viva Experience 2024

২০১৯ (১৪ ফেব্রুয়ারি) ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলা চালায় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই- মোহাম্মদ (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ার বালাকোটে বোমা বর্ষণ করে জঙ্গিগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেয় ।

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন:  ক্লিক করুন

পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন: ক্লিক করুন

অথবা ফেসবুক পেজে লাইক দিন – ক্লিক করুন