BCS Preliminary Preparation 2024
BCS Preliminary Preparation 2024
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে process of elimination বা কি পড়বো না সে বিষয়ে স্পষ্ট ধারণা ।
একটা বইয়ের কোন অংশ বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে কোন অংশ বাদ দিতে হবে প্রিলিমিনারি পরীক্ষার্থীদের সর্বপ্রথম এটা জানা উচিত। আর এটা জানার জন্য চাই সঠিক দিকনির্দেশনা।
আজকে আমি আন্তর্জাতিক বিষয়াবলির প্রস্তুতি সম্পর্কে লিখছি-
আন্তর্জাতিক বিষয়ে প্রিলিমিনারি পরীক্ষায় যে ২০ নাম্বার আসে তা আমরা মোটামুটি পাঁচটি ভাগে ভাগ করতে পারি।
১)বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ (৪ নাম্বার) BCS Preliminary Preparation
২)বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি (৪ নম্বর)
৩)আন্তর্জাতিক নিরাপত্তা ও অান্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক (৪ নাম্বার)
৪)আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি (৪ নাম্বার)
৫)আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান (৪ নাম্বার)
BCS Preliminary Preparation 2024
১)বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ(৪ নাম্বার)
এই অংশে ভালো করার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে নিয়মিত কোন একটি পত্রিকা পড়া এবং নিউজ শোনা(আমি প্রতিদিন যমুনা i- Desk এর নিউজ দেখতাম)।এর পাশাপাশি পরীক্ষার আগে কোন একটা সাম্প্রতিক বই পড়লেই চলে।
২) বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি (৪ নম্বর)
যে কোন বই থেকে বিভিন্ন মহাদেশ এবং সেখানকার বিভিন্ন দেশ বা প্রণালী সম্পর্কে সম্যক ধারণা নিলেই এই অংশে ভালো প্রস্তুতি হয়ে যায়। এই অংশ থেকে যেহেতু গতানুগতিক মুখস্থ নির্ভর প্রশ্ন আসে তাই এ অংশে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই।
৩) আন্তর্জাতিক নিরাপত্তা ও অান্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক (৪ নাম্বার) BCS Preliminary Preparation
আমার মতে আমি আন্তর্জাতিক পড়া শুরু করা উচিত এই অংশ থেকে।
প্রথমে আসি এ অংশে কোন বিষয়গুলো আমাদের কম গুরুত্ব দিলে বা তেমন একটা না পড়লেও চলবে-
আমাদের পড়াশোনার ক্ষেত্রে একটু লজিক্যাল ভাবে পড়া উচিত।
যেমন ধরুন মুসলিম ধর্মের ইতিহাস সম্পর্কে অন্য ধর্মের মানুষ তেমন একটা অবগত না, আবার অন্য ধর্মের ইতিহাস সম্পর্কে মুসলিম ধর্মের মানুষ ও তেমন একটা অবগত না।
তাই এই অংশ থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসবে না এটা খুবই স্বাভাবিক। আন্তর্জাতিকের পরিধিটা খুবই বেশি হওয়ায় সংস্কৃতি ও শিল্পকলা থেকেও প্রশ্ন তেমন একটা আসে না বললেই চলে। BCS Preliminary Preparation
তাহলে বুঝতেই পারছেন সংস্কৃতি ও শিল্পকলা, খেলাধুলা, গণমাধ্যম, ধর্ম এখান থেকে তেমন একটা প্রশ্ন হয় না।
খেলাধুলা অংশ থেকে যে দুই একটা প্রশ্ন আসে সেগুলো সাম্প্রতিক অংশ পড়লেই কভার হয়ে যায়।
৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
এবার আসি কোন টপিকগুলো পড়লে আমরা বেশি নাম্বার পেতে পারি-
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বিভিন্ন অস্ত্র চুক্তি, স্নায়ুযুদ্ধ, বিভিন্ন অমীমাংসিত ভূখণ্ড বা বিরোধপূর্ণ অঞ্চল/দ্বীপ,গোয়েন্দা সংস্থা ও গেরিলা সংগঠন সহ মানবাধিকার ও সামাজিক সমস্যা ভালো ভাবে পড়বেন। BCS Preliminary Preparation
৪) আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি (৪ নাম্বার)
এ অংশটি দুটি ভাগে বিভক্ত করতে পারি
ক) পরিবেশগত ইস্যু
খ) কূটনীতি
এই অংশে ভালো নাম্বার পেতে প্রথমে পরিবেশগত ইস্যু খুব ভালোভাবে পড়বেন। কারণ এখান থেকেই ম্যাক্সিমাম সময় ২ থেকে ৩ নাম্বার কমন আসে।
কূটনীতি অংশ থেকে বেশিরভাগ সময় ১ নাম্বার আসতে দেখা যায়। তাই অংশ একটু কম পড়লেও চলবে।
৫)আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান (৪ নাম্বার)
এ অংশে ৪ নাম্বারের মধ্যে দেখা যায় জাতিসংঘ ও তার অঙ্গ সংস্থা থেকে ২/৩ নাম্বার চলে আসে।এর পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক অর্থনৈতিক ও বাণিজ্যিক জোট গুলো অবশ্যই দেখতে হবে ।
বিগত কয়েক বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় রাজধানী, ব্যাংক, মুদ্রা, পুরস্কার, বিমান সংস্থা প্রভৃতি অংশ থেকে তেমন একটা প্রশ্ন আসে না।
আন্তর্জাতিক বই এ মহাবিশ্ব নামে যে অংশটা রয়েছে তা আমরা বিজ্ঞান অংশেই পড়ে থাকি তাই এটা পড়ার দরকার নেই।
আন্তর্জাতিক এর পরিধিটা এতটাই ব্যাপক যে আন্তর্জাতিকে নাম্বার তোলা একটু কষ্টকর। এ অংশে ১২- ১৫ নাম্বার অনেক ভালো নাম্বার বলে আমি মনে করি।
নিয়মিত চর্চা এবং অক্লান্ত পরিশ্রমই পারে আপনাকে আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে।
সকলের জন্য শুভকামনা
মোঃ হাশেম আলী
৪১তম বিসিএস নন-ক্যাডার(সুপারিশপ্রাপ্ত)
৪৩তম বিসিএস কৃষি ক্যাডার(সুপারিশপ্রাপ্ত)
৪৪তম বিসিএস ভাইভা প্রার্থী
৪৫তম বিসিএস লিখিত রেজাল্ট প্রত্যাশী
৪৬তম বিসিএস লিখিত প্রার্থী
চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: ক্লিক করুন
চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন: ক্লিক করুন
অথবা ফেসবুক পেজে লাইক দিন – ক্লিক করুন
বিসিএস বিজ্ঞান প্রস্তুতি 2024 - BCS Special
August 29, 2024 @ 7:16 am
[…] BCS Preliminary Preparation 2024 […]
প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা 2022 - BCS Special
September 1, 2024 @ 8:02 pm
[…] BCS Preliminary Preparation 2024 […]