সফল ভাইভা অভিজ্ঞতা | BCS Viva Experience 2024

সফল ভাইভা অভিজ্ঞতা | BCS Viva Experience 2024

সফল ভাইভা অভিজ্ঞতা
৪৩তম বিসিএস ট্যাক্স ক্যাডারে ২৬তম মেধাক্রমধারী আওয়াসাফুল ইসলাম তাঁর দুটো বিসিএস ভাইভা অভিজ্ঞতা শেয়ার করেছেন
যদি না থাকে নসীবে, তাহলে কেমন করিয়া আসিবে…!!! (৪১তম বিসিএস)
যদি থাকে নসীবে, তাহলে আপনাআপনিই আসিবে…!!! (৪৩তম বিসিএস)
মোটামুটি জঘন্য বলা যায় এরকম লিখিত ও মোটামুটি এলোমেলো বলা যায় এরকম ভাইবা দিয়ে নন ক্যাডার
পেয়েছিলাম ৪১তম বিসিএসে…
এবং মোটামুটি খারাপ বলা যায় এরকম লিখিত ও মোটামুটি বাজে বলা যায় এরকম ভাইবা দিয়েও ক্যাডার পেয়েছি
Bank Preliminary Preparation
৪৩তম বিসিএসে কেবল মহান আল্লাহ তায়ালার রহমতে ও দয়ায়…
এলোমেলো ও খাপ ছাড়া ভাইবা দেওয়ার কারণেই ভাইবার অভিজ্ঞতা কখনো কোথাও শেয়ার করি নি… কিন্তু
যাদের ভাইবা ভীতি কাজ করে এবং আমার মতো বাজে ভাইবা দিয়ে ফেলবেন তাদের একটু আশার আলো দেখাতেই আজকের এই বহিঃপ্রকাশ…
মোঃ আওসাফুল ইসলাম
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়…

BCS Written Preparation 2024

সবসময়ই জেনারেল ক্যাডার…
ব্যর্থ ভাইবাকথন…
বিসিএসঃ ৪১তম
বোর্ডঃ শ্রদ্ধেয় ও এন সিদ্দিকা খানম স্যার
সিরিয়ালঃ ০২
সময়ঃ ১২/১৩ মিনিট
পছন্দ ক্রমঃ পুলিশ, এডমিন, কাস্টমস, আনসার, ট্যাক্স, অডিট….
(বেইসিক প্রশ্নের উত্তরগুলো লিখলাম না) সফল ভাইভা অভিজ্ঞতা
চেয়ারম্যান স্যারঃ-
* আপনি আওসাফুল ইসলাম!?
* আসুন, বসুন…
* আপনার বিষয় ও কোথা থেকে পড়ালেখা করেছেন বলুন…
* কী করছেন এখন!?
— (বেকার ছিলাম তখন)
Primary Viva Experience 2024
* শুধু বিসিএসের প্রিপারেশন নিচ্ছেন!? আর কিছুই করছেন না!?
— (টিউশনি করি বলেছিলাম)
*আপনার পছন্দগুলো বলেন…
— বিসিএস(পুলিশ), বিসিএস(এডমিন), বিসিএস(কাস্টমস এন্ড এক্সাইজ), বিসিএস(আনসার) বলার পর থেমে যাওয়ায় স্যার বললেন যে আর মনে নেই!? আমি বলেছিলাম স্যার মনে আছে, আসলেই মনে ছিলো না আর…
তারপর স্যার এক্সটার্নাল-১ কে প্রশ্ন করতে বললেন…
এক্সটার্নাল-১ঃ-
* আপনার চয়েজ লিস্টটা ঠিক বুঝলাম না… এরকম চয়েজ লিস্ট কেনো দিলেন!?
— স্যার পুলিশের প্রতি আমার ছোটকাল থেকেই একটা ভালোলাগা কাজ করে…
* আপনি বললেন ছোটকাল থেকেই ভালোলাগা কাজ করে, কিন্তু আপনার পড়ালেখার সাথে তো এটা মিলছে না…
— স্যার, ছোটকাল থেকেই পুলিশের প্রতি টান কাজ করে কিন্তু পুলিশ হওয়ার ইচ্ছা ও স্বপ্নের শুরুটা হয় আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে…
* পুলিশ হতে চাওয়ার কারণ কী!?
— স্যার, পুলিশের একটা সামাজিক মর্যাদা আছে, ইউনিফর্ম বেজড জব হওয়ার আলাদা একটা পরিচিতি আছে এবং স্যার জাতিসংঘ মিশনে যাওয়ার সুযোগ রয়েছে… জাতিসংঘ মিশনের মাধ্যমে আমি একজন বাংলাদেশী হয়ে পৃথিবীর কোনো এক অশান্ত দেশের শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে পারবো… যার ফলে বিশ্বের অন্য একটি দেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে যা আমার কাছে অত্যন্ত গর্বের বলে মনে হয় এবং স্যার মিশনে গেলে ভালো পরিমানের একটা অর্থ পাওয়া যায়… এবং স্যার জাতিসংঘ মিশনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ রোল মডেল..
BCS Written Preparation
* কিন্তু আপনি যদি এডমিন ক্যাডার পান, পেতে পারেন তো, নাকি!? যেহেতু আপনার দ্বিতীয় পছন্দ এডমিন…
— জ্বি স্যার, পেতে পারি…
*তাহলে তো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যেতে পারবেন না ফলে তো আপনার ইচ্ছা অপূর্ণ থেকে যাবে…
— স্যার, সেক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের জনগণের জন্য কাজ করার সুযোগ না থাকলেও প্রশাসন ক্যাডারের মাধ্যমে একদম মাঠ পর্যায়ে বাংলাদেশের জনগণের সেবা করার সুযোগ রয়েছে…
* কীভাবে!?
— স্যার এডমিন ক্যাডার থেকে UNO, DC হওয়ার সুযোগ রয়েছে… সেক্ষেত্রে উপজেলা ও জেলা লেভেলের প্রধান হয়ে জনগণের সেবা করা যায়…
* আপনি বললেন ডিসি জেলার প্রধান… ডিসি কি জেলার প্রধান!? সফল ভাইভা অভিজ্ঞতা
— ডিসি জেলা পর্যায়ে সকল সরকারি কাজকর্ম দেখাশুনা ও সমন্বয় করে থাকেন…
* ডিসি জেলার প্রধান কিনা সেটা বলেন…
— চুপ ছিলাম..
* SDG কী!? গোল কয়টা? টার্গেট কয়টা!?
* ভিশন-২০৪১ কী এবং প্রেক্ষিতে পরিকল্পনা ২০২১-২০৪১ কী!? এই দুইটার মাঝে পার্থক্য কী!?
— দুইটাকে মূলত কাছাকাছি বলেছিলাম প্রথমে.. উনি উত্তর নেন নি… তারপর বললাম যে ভিশন ২০৪১ হচ্ছে ২০৪১ সালের মাঝে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যেখানে আমাদের মাথাপিছু আয় হবে ১২,৫০০ ডলার এবং প্রেক্ষিত পরিকল্পনা হচ্ছে ২০২১ থেকে ২০৪১ সালের এই ২০ বছরকে ৪ টি পঞ্চবার্ষিকে ভাগ করে ধাপে ধাপে সেই লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা…
* ৭ ই মার্চের ভাষণের মূলকথাটা বলুন, কোট আনকোট করে বলবেন..
— প্রশ্নটা ঠিক বুঝি নি… তাই বললাম, ৭ই মার্চের ভাষণের মূলকথা হচ্ছে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম…
* হয়নি তো… তারপর উনি চেয়ারম্যান স্যারকে জিজ্ঞাসা করলেন যে, স্যার হয়েছে!? তখন চেয়ারম্যান স্যার পত্রিকা পড়ছিলেন…
তারপর উনি এক্সটার্নাল-২ স্যারকে প্রশ্ন করতে দিলেন..
এক্সটার্নাল-২ঃ-
* আপনি পড়ালেখা করেছেন টেক্সটাইলে… টেক্সটাইলের কোন সেক্টরে আমরা মূলত কাজ করি…
— স্যারা রেডিমেড গার্মেন্টস
* অর্থনীতিতে এর অবদান কী!?
— স্যার মোট রপ্তানির ৮০% এর বেশি আরএমজি থেকে আসলেও জিডিপিতে এর অবদাম মাত্র ৫%..
* আচ্ছা, বাংলাদেশের অর্থনৈতিক খাতগুলো বলুন…
— স্যার বাংলাদেশের অর্থনৈতিক খাতগুলো মূলত তিনভাগে বিভক্ত.. সেবা খাত, কৃষি খাত ও শিল্প খাত…
* জিডিপিতে শিল্প খাতের অবদান কতো?
— ৫১.৩০%
 ভাইভা অভিজ্ঞতা
* কাছাকাছি হয়েছে… কৃষিতে কতো!?
—সঠিক সংখ্যাটা জানা নেই স্যার… ১১-১২% এর কাছাকাছি..
* কৃষিটা জানা দরকার ছিলো… কারণ, করোনার মাঝে কৃষিই আমাদের বাঁচিয়ে রেখেছে, তাই না!?
— জ্বি স্যার…
* আচ্ছা, স্যার আপনার চয়েজ লিস্ট নিয়ে প্রশ্ন করেছিলেন.. আপনার উত্তরটা আমি নিলাম না… আপনাকে আবার সুযোগ দিচ্ছি… পুলিশ, এডমিন, কাস্টমস.. এই তিনটা চয়েজ এভাবে কেনো দিলেন বলুন…
— একই কথা বলতে গিয়েছিলাম, তারপর থামিয়ে দিলেন… BCS Viva
* রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বাংলাদেশের উপর কী কী প্রভাব পড়ছে!?
— হঠাৎ প্রসঙ্গ বদলে যাওয়ায় থতমত খেয়ে গেলাম… গ্যাস নিয়ে বলতে গিয়েছিলাম তখন স্যার বললেন আর কী কী প্রভাব পড়ছে… তখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতিতে প্রভাব পড়ছে বলার পর স্যার বললেন যে এটা তো একটা প্রজেক্টের কথা বললেন, আরো কিছু সেক্টরের কথা বলেন; আর বলতে পারছিলাম না, চুপ ছিলাম…
* আচ্ছা, জেলার নামসহ পাঁচটি স্থলবন্দরের নাম বলুন
— আখাউড়া স্থলবন্দর ( ব্রাহ্মণবাড়িয়া) , বুড়িমারী স্থলবন্দর (লালমনিরহাট), বেনাপোল স্থলবন্দর (যশোর), তামাবিল স্থলবন্দর (সিলেট), গোয়াইন ঘাট স্থলবন্দর (সিলেট)…
চেয়ারম্যান স্যারঃ
* তদন্ত ও অনুসন্ধান এর মাঝে পার্থক্য কী!?
— তদন্ত করা হয় মূলত কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে কিংবা ঘটেছে কিনা সেটা জানার জন্য এবং অনুসন্ধান করা হয়ে অভিযুক্ত প্রমাণিত হওয়ার পর অভিযোগের পক্ষে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার জন্য… (স্যার এই উত্তরটা নেন নি)
* তদন্ত ঘটনা ঘটার পূর্বে করা হয় কথাটা তো ঠিক না… ধরুন আমার একটা ফাইল হারিয়ে গেলো, আমি বললাম দেখো তো ইনকুয়ারি করে ফাইলটা কোথায়! তাহলে তো ঘটনা ঘটার পরই তদন্ত করা হচ্ছে…
— আমি চুপ ছিলাম…
* আচ্ছা, পুলিশ যে মানুষকে ধরে থানায় নিয়ে গিয়ে মারে, পিটায়… এর আইনী ভিত্তি কী!?
— স্যার, পুলিশ কাউকে ধরে থানায় নিয়ে গিয়ে মারতে পারে না, এর কোনো আইনী ভিত্তি নেই… তবে আদালতের অনুমতিতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে পারে…
* রিমান্ড তো অন্য জিনিস… কিন্তু পুলিশের হেফাজতে মৃত্যুর কথা শুনেননি!?
— শুনেছি স্যার.. এরকম দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে… তবে স্যার বেশিরভাগ ক্ষেত্রে কাউকে থানায় নিয়ে গেলে ভয় কিংবা আতংকে কোনো দূর্ঘটনা ঘটতে পারে…
BCS Viva Experience
* বয়স কম এখনো জানেন না… আচ্ছা আপনি বললেন জিজ্ঞাসাবাদের কথা… পুলিশের কাছে সাক্ষ্য কি আদালতে গ্রহনযোগ্য!?
— নাহ স্যার, পুলিশের কাছে সাক্ষ্য আদালতে গ্রহনযোগ্য নয়… জবানবন্দি নিতে হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে…
* পুলিশ সাক্ষ্য নিতে পারে না!? পারে তো…
— পারে স্যার কিন্তু সেটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে না হলে আদালতে গ্রহনযোগ্য হবে না… BCS Viva
* পুলিশের কাছে সাক্ষ্য আদালতে গ্রহনযোগ্য না হলে পুলিশ সাক্ষ্য নেয় কেনো!?
— চুপ ছিলাম….
* আচ্ছা বলুন, আপনি পুলিশে দায়িত্ব পেলে আপনার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কী করবেন!?
— স্যার, যেহেতু মাদকে আসক্ত হচ্ছে তরুণরা, এমনকি স্কুলের ছেলেরাও বর্তমানে মাদকের দিকে ঝুঁকে পড়ছে… সেক্ষেত্রে যে সার্কেলের দায়িত্বে আমি থাকবো সে সার্কেলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক সভার আয়োজন করে তাদেরকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার চেষ্টা করবো…
* পুলিশের মতো হলো না উত্তরটা… অভিভাবকরা তো সবসময়ই তাদের সন্তানদের এগুলা সম্পর্কে নিষেধ করে থাকেন… কিন্তু যারা মাদক নেয় তারা তাও তাদের বাবা মায়ের কথা শুনে না… যেখানে বাবা মায়ের কথাই শুনে না সেখানে আপনার কথা কেন শুনবে!? একজন পুলিশ অফিসার হয়ে কী করবেন সেটা পুলিশের মতো করে বলুন..
— স্যার, একজন সার্কেল এএসপি হয়ে আমি আমার সার্কলের সীমানার কোন কোন পয়েন্ট দিয়ে মাদক আসতে পারে সেক্ষেত্রে সতর্ক থাকবো… কারণ, যেহেতু অধিকাংশ মাদক অন্য দেশ থেকে আসে সেহেতু মাদকের প্রবেশমুখগুলোতে পাহারা বাড়িয়ে দিলে মাদকের সাপ্লাই বন্ধ করা কিংবা কমানো সম্ভব… এবং মাদকের কোনো চালান আটক করা হলে সেই চালান জনসমক্ষে ধ্বংস করে এবং মাদক ব্যবসায়ীকে আটক করার মাধ্যমে সবাইকে এই বার্তা দিবো যে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি মেনে চলে…
* আচ্ছা, আওসাফুল ইসলাম, আপনি আসুন…
ফলাফলঃ পরিদর্শক(১০ম গ্রেড), পরিবেশ অধিদপ্তর… BCS Viva
সফল ভাইবাকথনঃ
(লিখিত পরীক্ষায় টোটাল ৩০/৪০ মার্কস একদমই আনটাচড থাকায় এবং অন্যান্য অংশও খারাপ হওয়ায় ভাইবার জন্য তেমন কোনো প্রিপারেশন নেই নি আমি… এটা মারাত্মক ভুল ছিলো আমার)
বিসিএসঃ ৪৩তম
বোর্ডঃ প্রফেসর ড. দেলোয়ার হোসেন স্যার…
তারিখঃ ২৬.০৯.২০২৩ খ্রি.
সিরিয়ালঃ ৭ম
সময়ঃ- ৮/১০ মিনিট
পছন্দ ক্রমঃ পুলিশ, এডমিন, কাস্টমস, ট্যাক্স, অডিট, ডাক…
চেয়ারম্যান স্যার:-
*What is your name?
*What is the meaning of your name?
*What are the challenges of RMG in Bangladesh? BCS Viva
— প্রশ্ন কমন হলেও গুছিয়ে পড়ালেখা না করার কারণে তেমন কিছুই বলতে পারি নি… ভাঙ্গা ভাঙ্গা ইলিশে কোভিড, এলডিসি উত্তরণ ও ভিয়েতনামের উত্থানের কথা বলার চেষ্টা করেছিলাম…
Primary Viva Experience
— গুড বলেছিলাম… বলার চেষ্টা করেছিলাম চায়না এখন আইটি রিলেটেড টেকনোলজির দিকে যাচ্ছে, ফলে টেক্সটাইল রিলেটেড টেকনোলজি ও মেশিনারিজ বাংলাদেশে চলে আসবে…
*Your first choice is BCS Police. If you become a police officer, where do you want to see you after 20 years?
— বলেছিলাম ২০ বছর পর যেহেতু বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে, সেহেতু আমি নিজেকে তখন একজন স্মার্ট ও টেকনোলজিক্যালি সাউন্ড পুলিশ অফিসার হিসেবে দেখতে চাই… সফল ভাইভা অভিজ্ঞতা
*Smart Bangladesh has four main pillars, Which one you think is the most important?
— স্মার্ট সিটিজেন বলেছিলাম কিন্তু কারণ বলি নাই… স্যার হয়তো ব্যাখ্যাসহ শুনতে চেয়েছিলেন…
*Police belong in which segment?
— প্রথমে বলেছিলাম স্মার্ট সোসাইটি, তারপর স্যার চুপ থাকায় বলেছিলাম স্মার্ট সিটিজেন…. পরে স্যারই বলে দিলেন যে এটা হবে স্মার্ট গভর্নমেন্ট…
(চেয়ারম্যান স্যারের সবগুলা প্রশ্নই ইংরেজিতে ছিলো এবং আমি সবগুলা উত্তরই ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে দেওয়ার চেষ্টা করেছিলাম…)
এক্সটার্নাল-১ঃ-
*ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার সময় বোরো ধান কীভাবে রক্ষা করা হয়!? BCS Viva
— আমি বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়ায় নদীর সংখ্যা বেশি… বর্ষাকালে সকল পানি নদী পথ দিয়ে সমুদ্রে চলে যায়…
তাই এখন ব্রাহ্মণবাড়িয়ায় আগের মতো বন্যা হয় না…
*বোরো ধানের কয়েকটা জাত বলো..
— সরি বলেছিলাম
*কখনো ধান চাষ করেছো? BCS Viva
— না বলেছিলাম
*গ্রামে যাও না?
— কম যাই বলেছিলাম…
*আজারবাইন- আর্মেনিয়াতে কী চলছে এখন!?
— পত্রিকা না পড়ার কারণে তখনকার সমস্যাটা বলতে পারি নি… আগের সংঘর্ষের কথা বলেছিলাম…
*ভারত ও কানাডার মাঝে সমস্যার শুরুটা কোথা থেকে হয়েছে!?
— এটা মোটামুটি ভালো পেরেছিলাম…
এক্সটার্নাল-২ঃ-
*১ মিটার কাপড়কে রং করতে কতো লিটার পানি লাগে!?
— বলেছিলাম এটা কাপড়ের ধরণ অনুসারে পার্থক্য হয়…
*বিভিন্ন কাপড়ভেদে এভারেজে ১ মিটার কাপড়কে রং করতে কতো লিটার পানি লাগে?
— বুঝলাম পেঁচাবেন… তাই বলেছিলাম ১০ লিটার…
*টেক্সটাইলে রং করতে কী কী ব্যবহার করা হয়!?
— বলেছিলাম ডাই, পিগমেন্ট…
*পিগমেন্টের ইনগ্রিডিয়েন্টগুলা কী কী!?
— বললাম পিগমেন্ট বিভিন্ন কালারের হয়… পিগমেন্টের আলাদা করে উপকরণ হয় না…
BCS Viva Question Solution
*পিগমেন্টের উপকরণ হয়…. বলো তুমি জানো না… সফল ভাইভা অভিজ্ঞতা
— জি স্যার, আমার জানা নেই… Bank Preliminary Preparation 2024
*ডেল্টা প্ল্যানের হটস্পটগুলো বলো….
— ৫ টা পয়েন্ট বলতে পেরেছিলাম…
তখন চেয়ারম্যান স্যার বললেন যে ভাইবা শেষ… আমি স্বস্তির নিঃশ্বাস নিয়ে বের হয়ে চলে আসলাম… পুরোটা সময় আমি নার্ভাস ছিলাম এবং যথেষ্ট উল্টাপাল্টা উত্তর দিয়েছিলাম… কথায় জড়তাও ছিলো অনেক…
ফলাফলঃ সহকারী কর কমিশনার (২৬তম)
পরামর্শ ও অনুরোধঃ (বিস্তারিত সুযোগ হলে অন্য দিন বলবো)
১) লিখিত যেমনই হউক… ভাইবার জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করুন…
২) এখন জ্ঞানার্জনের চেয়ে বেশি গুরুত্ব দিন স্মুথলি কথা বলার দিকে… প্রশ্ন সব কমনই থাকে কেবল জড়তা ও ভয়ের কারণে ভাইবা খারাপ হয়… জড়তা কাটান, ভয় দূর করুন…
৩) যারা জেনারেল ক্যাডারে ভাইবা দিবেন তারা ইন্টারনেটে সার্চ দিয়ে সাবজেক্ট রিলেটেড প্রশ্ন দেখতে পারেন…
৪) অভিনয় করা শিখুন…

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন:  https://cutt.ly/VeaTC5nM

বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন:  https://cutt.ly/HeaYoqBO

চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/job-circular/

চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/viva-preparation-2/

পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন:

https://web.facebook.com/groups/abcsspecial

অথবা ফেসবুক পেজে লাইক দিন –

https://www.facebook.com/abcsspecial