BCS Viva Question Solution 2024
BCS Viva Question Solution 2024
৪৪তম বিসিএস ভাইভা প্রশ্ন সমাধান
১। হোয়াইট কলার ক্রাইম (White Colour Crime) কি?
হোয়াইট কলার অপরাধের নেই কোন আইনগত সংজ্ঞা। বাংলা শব্দে এটা “ভদ্রবেশী অপরাধ।” হোয়াইট কলার ক্রাইম টার্ম টা ১৯৪৯ সালে সর্বপ্রথম ব্যবহার করেন, সমাজবিজ্ঞানী, Edwin Sutherland। তার মতে, উচ্চপদস্থ কিংবা হাই প্রোফাইল কোনো ব্যক্তি যখন কোনো অপরাধ করে সেগুলোই হল হোয়াইট কলার ক্রাইম।
অর্থাৎ এ ধরনের অপরাধে সমাজের প্রতিষ্ঠিত, সম্মানিত, মার্জিত, শিক্ষিত, ক্ষমতাবান, উঁচু পদমর্যাদার ব্যক্তিরা জড়িত থাকেন।
তারা নিজের অবস্থান, ক্ষমতা ও পদমর্যাদার বলে অপরাধ করে থাকেন। এটি একটি অপেক্ষাকৃত নতুন ও বিশেষ ধরনের অপরাধ হওয়ায়, বাংলাদেশের দণ্ডবিধি, সংবিধান ও আইনের কোনও শাখাতেই নির্দিষ্ট করে এর বর্ণনা ও শাস্তির উল্লেখ নেই, যার কারণে দেশের প্রতিটি সেক্টরে এ ধরনের অপরাধ আষ্টেপৃষ্টে জড়িয়ে যাচ্ছে। BCS Viva Question Solution
Square Group Job Circular 2024
কিন্তু এই হোয়াইট কলার ক্রাইম নামকরণের কারণ কি?
তিনি এই অপরাধ গুলোকে “ব্লু কলার” ক্রাইমের সাথে ডিফারেনশিয়েট করতেই “হোয়াইট কলার” টার্ম টি ব্যবহার করেছেন। ব্লু কলার বলতে সাধারণত এমন অপরাধী কে বুঝানো হয়েছে যারা অনেকে বেশি ভায়োলেন্ট, যার মধ্যে ফিজিক্যাল ফাইটিং বা খুন এর মত বিষয় গুলো জড়িত।
আর “হোয়াইট কলার” বোঝায় যে এই অপরাধগুলি সাধারণত এমন ব্যক্তিদের দ্বারা পরিচালিত যারা সাদা-কলার শার্ট পরেন। অর্থাৎ, অফিসের সেটিংসে কাজ করেন, তারা হাই প্রোফাইল এবং অহিংস প্রকৃতির লোক, ভায়োলেন্স এ অংশ নেন না।
২.What is the difference between Equity & Equality:
1.Justness and fairness in the manner of treating individuals are called equity. Equality is what we call, the state where everyone is at the same level.
2.Equity is a process while equality is the outcome, i.e. equity is the necessary condition to be fulfilled to achieve latter. BCS Viva Question
3. While equity represents impartiality, i.e. the distribution is made in such a way to even opportunities for all the people. Conversely equality indicates uniformity, where everything is evenly distributed among people.
Bank Exam Preliminary Preparation 2024
4. In equity, the differences are recognized and efforts are made to counteract the manner in which individual opportunities are not equal. On the contrary, equality recognizes sameness and so it aims at treating everyone as equal. BCS
5. In equity, all the people can have access to what they need. The equality, in contrast, all the people get the same thing, i.e. rights, resources and opportunities.
Bank Preliminary Preparation 2024
৩. Sapiosexual কি?
Sapiosexual বা স্যাপিওসেক্সুয়াল শব্দটি একটি স্প্যানিশ শব্দ। ফিলো ও সোফিয়া (Philos+Sophia) মানে জ্ঞানের জন্য ভালোবাসা ( Love for knowledge) এটাও অনেকটা তাই। তবে এটা বস্তু (বই) মানে না বরং ব্যক্তিকেন্দ্রিক ভালোবাসা! একে ইংরেজীতে বলা হয় স্যাপিও-সেক্সুয়ালিটি ( Sapio-Sexuality) যার মানে হচ্ছে প্রেমে পড়া। BCS Viva Question Solution
41th BCS Viva Experience
“Sapiosexual” শব্দের বাংলা অনুবাদ হিসেবে “বুদ্ধিপ্রেমী” শব্দটি ব্যবহার করা যেতে পারে।
এটি এমন ব্যক্তিদের বোঝায় যারা বুদ্ধিমান ব্যক্তিদের প্রতি যৌন বা রোমান্টিকভাবে আকৃষ্ট হয়।
“বুদ্ধিমান” শব্দের পরিবর্তে “জ্ঞানী”, “বিদগ্ধ”, “চিন্তাশীল”, “কৌতূহলী” ইত্যাদি শব্দগুলোও ব্যবহার করা যেতে পারে।
উদাহরণস্বরূপ, “তিনি একজন বুদ্ধিপ্রেমী ব্যক্তি, তাই তিনি সর্বদা বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তিদের দ্বারা আকৃষ্ট হন।” BCS Viva Question
“Sapiosexual” শব্দের অন্যান্য
BCS Written Preparation 2024
সম্ভাব্য বাংলা অনুবাদগুলির মধ্যে রয়েছে:
★ “জ্ঞানপ্রেমী”
★ “বিদ্যাপ্রেমী”
★ “চিন্তাপ্রেমী”
★ “কৌতূহলপ্রেমী”
তবে, “বুদ্ধিপ্রেমী” শব্দটি সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত এবং স্বীকৃত।
৪. স্টেম এডুকেশন ( STEM Education ) সম্পর্কে জেনে রাখুন :
সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথেম্যাটিকস – এই চারটি বিষয়ের আদ্যক্ষর মিলিয়ে সংক্ষেপে বলা হচ্ছে স্টেম এডুকেশন।
সায়েন্স : বিজ্ঞান বা সায়েন্স মিশে আছে আমাদের প্রাকৃতিক জীবন- চাঁদ, সূর্য ও তারকারাজি, ভূমি ও সাগর, আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতির বৈচিত্র্য, ছোট-বড় পশুপাখি ও অণুজীব, গাছপালা ও খাবার, আমাদের পৃথিবীর তাপমাত্রা, জ্বালানি ও বৈদ্যুতিক পরিবহন ইত্যাদির সাথে। এই তালিকা আরো সম্প্রসারিত করা সম্ভব। এই তালিকা অসীম।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর (dgfp) এ নিয়োগ বিজ্ঞপ্তি । DGHS Job Circular 2024
টেকনোলজি : আমাদের আজকের দুনিয়ায় টেকনোলজি বা প্রযুক্তি বলতে বোঝায় কমপিউটার বা স্মার্টফোন। কিন্তু প্রযুক্তি অস্তিত্বশীল টেলিভিশন, রেডিও, মাইক্রোস্কোপ, টেলিগ্রাফ, টেলিস্কোপ, কম্পাস, এমনকি সেই প্রথম দিকের চাকার মাঝেও।
ইঞ্জিনিয়ারিং : হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল সূত্রে আমরা পাই ভবন, সড়ক ও সেতুর নকশা বা ডিজাইন। কিন্তু এই প্রকৌশলই চ্যালেঞ্জ নেয় আজকের দিনের পরিবহন, বৈশ্বিক উষ্ণায়ন সমস্যা মোকাবেলা করে পরিবেশবান্ধব যন্ত্র, অ্যাপলায়েন্স ও সিস্টেম তৈরির।
আমরা যদি গত এক দশকে আমাদের চারপাশে সম্পাদিত প্রকৌশলকর্মের দিকে তাকাই, তবে নিশ্চয়ই অবাক হতে হবে। এই এক দশকে প্রকৌশল আমাদের জীবনের ও বসবাসের প্রতিটি ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করেছে। BCS Viva Question
বিসিএস পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন বুকলিস্ট !!
ম্যাথেমেটিকস : ম্যাথেমেটিকস বা গণিত কাজ করে আমাদের জীবনের সবখানে। মুদি দোকান, ব্যাংক, কর অফিস, পারিবারিক বাজেট থেকে শুরু করে জাতীয় বাজেট তৈরি ইত্যাদি কোথায় নেই গণিতের ব্যবহার।
স্টেমের অন্যসব বিষয়গুলোও নির্ভরশীল এই গণিতের ওপর। নিশ্চয় বোঝা গেছে, আমাদের জীবনের ওপর স্টেমভুক্ত বিষয়গুলো কতটুকু গুরুত্ববহ। BCS Viva Question Solution
Primary Viva Experience 2024
স্টেম এডুকেশনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জটিল সমস্যা সমাধানের মনোভাব ও দক্ষতা তৈরি হয়। বিজ্ঞান সম্পর্কে তাদের জানাশুনা তৈরি হয় এবং শিক্ষার্থীরা আবিষ্কারক ও উদ্ভাবক হয়ে উঠতে পারে। BCS Viva Question Solution
স্টেম এডুকেশনের মূল লক্ষ্য হচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব এবং একুশ শতকের জন্য জনবল গড়ে তোলা। BCS Viva Question
Lankabangla Finance Job Circular 2024
এই শিক্ষার মূল বিষয়গুলো হচ্ছে:
* সৃজনশীলতা
* কোন কিছু খুঁজে বের করার দক্ষতা
* বিশ্লেষণ করা
* টিম-ওয়ার্ক
* যোগাযোগ
* ডিজিটাল জ্ঞান
* সমস্যার সমাধান করা
৫. তাপমাত্রা ও ফিলস লাইক তাপমাত্রা আলাদা কেন?
মূল সমীকরণ হলোঃ
অনুভূত তাপমাত্রা /ফিলস লাইক টেম্পারেচার নির্ভর করে বায়ুতে কি পরিমান আর্দ্রতা / জলীয়বাষ্প আছে সেটার ওপর।
সহজভাবে বলতে বায়ুতে আর্দ্রতা বেশী থাকলে জলীয়বাষ্প ধারণ ক্ষমতা বাড়তে থাকবে এবং এক পর্যায়ে পরিবেশের সাথে দেহের তাপমাত্রার ভারসাম্যহীন হয়ে পড়লে দেহ থেকে তাপ গ্রহন করে পরিবেশের বায়ুতে আরো আর্দ্রতা বাড়তে থাকে। BCS Viva Question Solution
অফিসার ক্যাশ-২১ লিখিত প্রস্তুতি | Officer Cash-21 written Preparation
ঠিক তখনই দেহ ঘামতে শুরু করে কিন্তু পর্যাপ্ত জলীয়বাষ্প এবং আর্দ্রতার ভারসাম্যহীনতার জন্য দেহ থেকে ঘাম বাষ্পীভূতও হয় কম।
ফলাফল হিসেবে মূল তাপমাত্রা থেকে অনুভূত তাপমাত্রা অর্থাৎ ফিলস লাইক টেম্পারেচার বেশী মনে হয়।
উদাহরণ হিসেবে , হালকা বৃষ্টির হওয়ার পর ভ্যাপসা গরম অনুভূত হওয়ার কারণ এটাই।
পারসোনা নন গ্রাটা ( Persona non grata) সম্পর্কে ধারণা :
খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সাজেশন 2024
★ কূটনৈতিক আইন (Diplomatic Law) কাকে বলেঃ
১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্কিত ভিয়েনা কনভেনশনের মাধ্যমে কূটনৈতিক আইন বিধিবদ্ধ হয়। প্রত্যেকটি রাষ্ট্রের তাদের নিজেদের প্রয়োজনে অন্যান্য রাষ্ট্রের সাথে যোগাযোগ স্থাপন করতে হয় বা সম্পর্ক বজায় রেখে চলতে হয়।
বিসিএস প্রশাসন ক্যাডার দায়িত্ব ও সুযোগ-সুবিধা
এই সকল যোগাযোেগ বা সম্পর্ক বজায় রাখতে একটি দেশ বিভিন্ন শ্রেণির প্রতিনিধি নিয়োগ করে। সুতরাং বলা যায়, যে আইন দ্বারা কূটনৈতিক স্বার্থ রক্ষা করা হয় বা নিয়ন্ত্রণ করা হয় তাকে কূটনৈতিক আইন (Diplomatic Law) বলে।
★ কূটনৈতিক দূত/প্রতিনিধি (Diplomatic envoys) কারাঃ
যে সকল ব্যক্তিবর্গ এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক ও যোগাযোগ স্থাপনের কাজে নিয়োজিত থাকেন তাদেরকে কূটনৈতিক দূত বা কূটনৈতিক প্রতিনিধি বলে। ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্কিত কনভেনশনের ১(এফ) অনুচ্ছেদ অনুযায়ী কূটনৈতিক প্রতিনিধি বলতে মিশন প্রধান বা মিশনের কর্মচারিবৃন্দকে বোঝায়। BCS
(i) মিশন প্রধানঃ প্রেরক রাষ্ট্র মিশন প্রধান পদে কাজ করার জন্য যাকে দায়িত্ব দেন তিনি মিশন প্রধান হিসেবে গণ্য। যেমনঃ রাষ্ট্রদূত, হাই-কমিশনার। BCS Viva Question Solution
বিসিএস ভাইভা অভিজ্ঞতা | BCS Viva Experience 2024
(ii) মিশনের কর্মচারিবৃন্দঃ মিশন প্রধান ছাড়া যে সকল ব্যক্তিবৃন্দ কূটনৈতিক মর্যাদায় কাজ করেন তারা মিশনের কর্মচারি হিসেবে গণ্য। যেমনঃ সেক্রেটারি, কাউন্সিলর, বিভিন্ন এটাচী ইত্যাদি।
★ পারসোনা নন গ্রাটা (Persona Non grata) কাকে বলেঃ
পারসোনা নন গ্রাটা (লাতিন: Persona non grata) শব্দের আক্ষরিক অর্থ অবাঞ্চিত বা অগ্রহণযোগ্য ব্যক্তি। কূটনীতিতে পারসোনা নন গ্রাটা বলতে এমন বহির্দেশীয় ব্যক্তিকে বোঝায় যার নির্দিষ্ট কোন একটি রাষ্ট্রে অবস্থান ও প্রবেশ ঐ রাষ্ট্রের সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। BCS Viva Question Solution
সংক্ষেপে পারসোনা নন গ্রাটা বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি গ্রাহক রাষ্ট্র কর্তৃক অগ্রহণযোগ্য ও অবাঞ্চিত ঘোষিত হয়েছে। এ ধরনের ব্যক্তি অবাঞ্চিত বলে ঘোষিত হলেই ঐ দেশ থেকে “প্রত্যাহারযোগ্য” বলে বিবেচিত হবে।
১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্কিত কনভেনশনের ৯ অনুচ্ছেদ অনুযায়ী- কোন গ্রাহক রাষ্ট্র প্রেরক রাষ্ট্রকে যে
কোন সময় এই মর্মে নোটিশ প্রদান করতে পারবে যে, কোন কূটনৈতিক কর্মচারি বা মিশন প্রধান বা মিশনের অন্য কোন কর্মচারি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এই ধরনের নোটিশ প্রদানের জন্য গ্রাহক রাষ্ট্রকে কোন কারণ দর্শাতে হবে না। অর্থাৎ প্রেরক রাষ্ট্র কোন কূটনৈতিক প্রতিনিধি প্রেরণ করলে গ্রাহক রাষ্ট্র যদি তাকে গ্রহণযোগ্য বলে
মনে না করে তাহলে তাকে অবাঞ্চিত বলে ঘোষণা করা হয়। আন্তর্জাতিক আইনে একে পারসোনা নন গ্রাটা বলে।
Standard Bank Job Circular 2024
এক্ষেত্রে প্রেরক রাষ্ট্র উক্ত ব্যক্তিকে প্রত্যাহার করবে অথবা উক্ত মিশনের সাথে তার সম্পর্কের অবসান ঘটাবে।
46th BCS Written Preparation
কিছুর চেষ্টা করুন।যেহেতু বয়স এখনো প্রায় দুই বছর আছে।
বিশেষ দ্রষ্টব্য :অনেকে শিখায় দিয়েছিল বিসিএস বিষয়ে জিজ্ঞাসা করলে বলবেন সবগুলোতে ফেল, কিন্তু মিথ্যা দিয়ে কোন কিছু পাওয়ার দরকার নাই,, ইনশাল্লাহ হবে মহান আল্লাহ রিযিক এ রাখলে,,,akta Kotha Mona rakha uchit bcs prili pass manai job na…..tai primary k Ami serious niya Diyachilam…
সাইট থেকে অনেক সাহায্য পেয়েছি তাই নিজের ভাইভা শেয়ার করা।কারন ভাইভা আমার খুব মনের মত হয় নি।
চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: ক্লিক করুন
চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
Police Job Circular 2024
পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন: ক্লিক করুন
অথবা ফেসবুক পেজে লাইক দিন – ক্লিক করুন
BCS Preliminary Preparation 2024 - BCS Special
June 19, 2024 @ 5:37 pm
[…] ৪৪তম বিসিএস ভাইভা প্রশ্ন সমাধান […]
Nagad Job Circular 2024 - BCS Special
June 20, 2024 @ 11:27 am
[…] ৪৪তম বিসিএস ভাইভা প্রশ্ন সমাধান […]
BCS Preliminary Preparation General Science - BCS Special
June 21, 2024 @ 8:31 pm
[…] BCS Viva Question Solution 2024 6 days ago […]
ট্রাস্ট ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেইনী পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024 - BCS Special
August 28, 2024 @ 10:57 pm
[…] ৪৪তম বিসিএস ভাইভা প্রশ্ন সমাধান […]
40th BCS Viva Preparation - BCS Special
August 28, 2024 @ 11:04 pm
[…] ৪৪তম বিসিএস ভাইভা প্রশ্ন সমাধান […]