বিসিএস লিখিত বাংলা প্রস্তুতি 2024

বিসিএস লিখিত বাংলা প্রস্তুতি 2024

বিসিএস লিখিত পরীক্ষায় বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের প্রস্তুতি:
বাংলা রচনা:
বিসিএস লিখিত পরীক্ষায় বাংলা রচনায় মোট নম্বর ৪০ যা খুবই গুরুত্বপূর্ণ। এই চল্লিশ এর মধ্যে আপনি ভালো লিখে ৩০ থেকে ৩৫ পেতে পারেন, আবার ১৫ থেকে ২০ পেতে পারেন। রচনা লিখার কিছু গুরুত্বপূর্ণ এবং কার্যকরী টেকনিক।
Bank Job Preparation 2024
***রচনায় কোটেশন এর ব্যবহার: রচনা শুরুই করতে হবে প্রাসঙ্গিক কোটেশন দিয়ে। উদাহরণস্বরূপ মুক্তিযুদ্ধের যেকোনো রচনার ক্ষেত্রে এই কোটেশনটি দিয়ে শুরু করা যেতে পারে। বিসিএস লিখিত বাংলা প্রস্তুতি
“স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায় হে
কে বাঁচিতে চায়?
দাসত্ব শৃংখল বল কে পড়িবে পায় হে
কে পরিবে পায়?
কটি কল্প দাস থাকা নরকের প্রায় হে
নরকের প্রায়?
দিনেকের স্বাধীনতা স্বর্গ সুখ তাই হে
স্বর্গ সুখ তায়।”
——–রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
এরপর এই কোটেশন এর সাথে প্রাসঙ্গিক রেখে ভূমিকা লিখতে পারেন। বিসিএস লিখিত
–কোটেশন বাংলা ইংরেজি উভয় ভাষায় মুখস্ত করতে হবে। কোটেশনের একটা আলাদা খাতা বানাতে হবে। আমি দুই থেকে তিনশ কোটেশন মুখস্ত করে রেখেছিলাম। যেখানে প্রাসঙ্গিক মনে হয়েছে সেখানেই ব্যবহার করেছি।
–প্রত্যেকটা সেক্টরের কোটেশন আলাদা আলাদা করে মুখস্ত করতে হবে। যেমন শিক্ষা সম্পর্কিত, উন্নয়ন সম্পর্কিত, বিভিন্ন বিষয়ের ওপর বঙ্গবন্ধুর উক্তি, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, বঙ্কিম প্রভৃতি সাহিত্যিকদের উক্তি এবং কবিতা, প্রবাদ বাক্য, আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিবর্গের উক্তি সহ বিভিন্ন বিষয় দেখার জন্য উক্তি রেডি করে মুখস্ত করতে হবে।
Primary Viva Experience
*রচনা লেখার ক্ষেত্রে বেশি বেশি পয়েন্ট দিয়ে যথাসম্ভব তথ্য উপাত্ত ব্যবহার করে এবং বিশ্লেষণধর্মী লেখা লিখতে হবে।
**রচনা পড়ার ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরের সব রচনা একত্রিত করে অনেকগুলো পয়েন্ট তৈরি করে পড়তে হবে। উদাহরণস্বরূপ: সংবাদপত্রের গুরুত্ব, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, ফেসবুক, তথ্যপ্রযুক্তির গুরুত্ব ও উন্নয়ন, বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিতে ভার্চুয়াল মিডিয়ার গুরুত্ব প্রভৃতি একই ধরনের বিষয়গুলোকে একত্রিত করে একটি রচনা বানাতে হবে। যাতে আপনি যেকোনো রচনা আসলেই সুন্দর করে লিখতে পারেন।
উদাহরণ ২:
মুক্তিযুদ্ধভিত্তিক রচনার ক্ষেত্রে চেতনায় ৭১, একাত্তরের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ ও বাংলা সাহিত্যে, ৫২ থেকে ৭১, মুক্তিযুদ্ধ ও জাতীয় চেতনা, মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাজনীতি, মুক্তিযুদ্ধ ও আন্তর্জাতিক কূটনীতি ও রাজনীতি, মুক্তিযুদ্ধে বিদেশী বন্ধু, মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণী, পেশা ও গোষ্ঠীর ভূমিকা প্রভৃতি রচনাগুলো একত্রিত করে পয়েন্ট আকারে একটিতে রূপান্তরিত করতে হবে। এভাবে ২০ রচনা তৈরি করতে পারলেই রচনার সম্পর্কিত সমস্যা আপনার সমাধান হবে বলে আমার বিশ্বাস। বিসিএস লিখিত
* *বাংলা রচনা, বাংলাদেশ বিষয়াবলীর রচনামূলক প্রশ্ন এবং আন্তর্জাতিক বিষয়াবলীর যেসব প্রশ্ন মিলে যায় সেগুলো আইডেন্টিফাই করে একবারেই প্রস্তুতি নিতে হবে। তাতে সিলেবাস শর্ট হয়ে যাবে এবং প্রস্তুতি ভালো হবে। বিসিএস লিখিত বাংলা প্রস্তুতি

উদাহরণস্বরূপ:

ভারত-বাংলাদেশ দ্বীপাক্ষিক সম্পর্ক,’বাংলাদেশের প্রাকৃতিক ও খনিজ সম্পদ এবং আন্তর্জাতিক রাজনীতি’, ‘বাংলাদেশের ভূপ্রকৃতি, অবস্থান এবং আন্তর্জাতিক রাজনীতি’, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস এবং সেবা সেক্টরের ভূমিকা, প্রাকৃতিক দুর্যোগ, সাসটেইনেবল ডেভেলপমেন্ট এরকম অনেক টপিক বাংলা রচনা, বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং আন্তর্জাতিক বিষয়াবলী তিনটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মত। এসব ক্ষেত্রে আপনি একবার ভালোভাবে প্রস্তুতি নিলেই তিন সাবজেক্টে ভালো করতে পারবেন এবং আপনার সিলেবাস ছোট হয়ে আসবে।
ভাব সম্প্রসারণ: ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে দুইটি দিক বিবেচনা করতে হবে। বিসিএস লিখিত বাংলা প্রস্তুতি
–একটি হচ্ছে ভাব সম্প্রসারণ এর উক্তির সাথে প্রাসঙ্গিক বা পজিটিভলি যায় এরকম লেখা বেশি লিখতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় ‘অর্থই অনর্থের মূল’ এক্ষেত্রে অর্থের নেগেটিভ ব্যবহার গুলোই বেশি লিখতে হবে।
আকিজ ফুড এন্ড বেভারেজ
–অপরপক্ষে অর্থের যে কিছু পজিটিভ দিক আছে সেগুলোও দুই চার লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখতে হবে। এরকম প্রত্যেকটি ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে বিষয়ের সাথে প্রাসঙ্গিক বিষয়টি বেশি করে এবং বিপরীত বিষয়টি একটু কম করে লিখতে হবে। অর্থাৎ পজিটিভ- নেগেটিভ উভয় বিষয়েই লিখতে হবে।
–ভাব সম্প্রসারণের সাথে প্রাসঙ্গিক দুটি প্রাসঙ্গিক উক্তি বা কোটেশন ব্যবহার করা যেতে পারে। একটি বিপরীত কোটেশন ও ব্যবহার করা যেতে পারে।

বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রশ্ন:

বাংলা সাহিত্যের প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে দেখতে হবে কোন কোন লেখক বা সাহিত্যিক বা তার লেখা সম্পর্কিত প্রশ্ন বেশি আসে। প্রাচীন এবং মধ্যযুগের কোন বিষয়গুলো থেকে প্রশ্ন হয় সেদিকেও নজর দিতে হবে।
–রবীন্দ্রনাথ, কাজী নজরুল, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র, জসীমউদ্দীন, শামসুর রাহমান, প্রমথ চৌধুরী, আলাওয়াল, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, অন্ধকার যুগ, মুসলিম সাহিত্যিক ও সাহিত্যকর্ম সম্পর্কিত বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হয়। শতকরা ৮০ভাগ প্রশ্ন বিখ্যাত লেখক এবং তাদের লেখা থেকে এসে থাকে প্রতি বছর।
— বাংলা সাহিত্যের প্রশ্নগুলো উত্তর দিতে কোটেশনের ব্যবহার করল বেশি বেশি মার্কস পাওয়া সম্ভব।
“আমরা হানিব
মরন আঘাত দুর্নীতির
আমরা হানিব লোহার হাতুড়ি অত্যাচারীর উচ্চশির।”
——নির্মলেন্দু গুণ
BCS Preliminary Preparation General Science
“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি-
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার” –সুকান্ত ভট্টাচার্য।
“মম এক হাতে বাঁকা বাঁশের বাশরী
আর হাতে রণ তুর্য।।
—কাজী নজরুল ইসলাম।
কোন সাহিত্যিক বা তাঁর কর্ম সম্পর্কিত কোনো প্রশ্ন আসলে আলোচ্য সাহিত্যিকের যেকোনো প্রাসঙ্গিক কোটেশন দিয়ে শুরু করলে ভালো নাম্বার নিশ্চিত করা সম্ভব। বিসিএস লিখিত বাংলা প্রস্তুতি
ব্যাকরণ:
বিসিএস লিখিত বাংলা পরীক্ষায় সবচাইতে বেশি নম্বর পাওয়া সম্ভব ব্যাকরণ অংশে। সুতরাং শব্দ গঠন, বাক্যশুদ্ধি, বানান, প্রবাদ প্রবচন এবং বাক্য গঠন প্রভৃতি ক্ষেত্রে কয়েকটি বই সংগ্রহ করে ওই নির্দিষ্ট বিষয়ের সবগুলো পড়ে ফেলতে হবে। এক্ষেত্রে কোন ধরনের শর্টকাট ফলো করা যাবে না।
সারমর্ম;
কাল্পনিক সংবাদ, পত্র লিখন, গ্রন্থ সমালোচনা: আলোচ্য বিষয়গুলোর ক্ষেত্রে দুটি পৃথক প্রকাশনীর বাংলা বই কিনে পড়ে ফেলতে হবে। লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। BCS Written Preparation
অনুবাদ:
বাংলা ও ইংরেজি মিলিয়ে মোট ৬৫ নম্বরের অনুবাদ থাকে। এজন্য বিসিএস লিখিত পরীক্ষায় অনুবাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনুবাদে ভালো করতে পারলে ৬৫ নম্বরের মধ্যে সহজেই ৪০ থেকে ৫০ পাওয়া যায়। আবার খারাপ করলে ২০-২৫ পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং বিসিএস ক্যাডার হতে হলে অবশ্যই বাংলা ইংরেজি অনুবাদ অত্যন্ত গুরুত্বের সাথে প্রস্তুতি নিতে হবে। খাতায় নোট করে করে পড়তে হবে। বিসিএস লিখিত বাংলা প্রস্তুতি

শেষ কথা:

প্রত্যেকটি প্রশ্নের মান অনুযায়ী বিশ্লেষণ করে লিখে লিখে গুরুত্ব সহকারে প্রস্তুতি নিতে হবে। বিসিএস পরীক্ষায় কম পরিশ্রম বা অল্প জানার কোন স্থান নেই। প্রত্যেকটি বিষয়েই গুরুত্ব সহকারে এবং বিশ্লেষণ করে প্রস্তুতি নিতে হবে। বই কেনার ক্ষেত্রে কোন কার্পণ্য করা যাবে না। আপনি যদি বিসিএস সম্পর্কিত বাজারের প্রাসঙ্গিক সব বই কিনেন তাহলেও বিশ হাজার টাকার বেশি খরচ হবে না।
“অধিক পরিশ্রম, অধ্যবসায়, পড়ার টেকনিক এবং বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুতি নিলেই একমাত্র কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। যারা অধিক পরিশ্রমী এবং লক্ষ্যে অটুট থাকে তারাই বিসিএস পরীক্ষায় সফলতা পায়।”

রাব্বানী খান রাব্বি

এসপি (৩৬ তম বিসিএস)

বাংলাদেশ পুলিশ।

বিশেষ দ্রষ্টব্য: এগুলো আমার ব্যক্তিগত মতামত, আপনাদের মতামত ভিন্ন হতে পারে। সুতরাং এগুলোই একমাত্র টেকনিক নয়, অন্যভাবেও ভালো করা সম্ভব। ভালো লাগলে ফলো করতে পারেন, না হলে অন্যভাবে ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।

বাকিগুলো প্রফেসর আর অ্যাসিউরেন্স ডাইজেস্ট দেখেছিলাম। সাহিত্য + দরখাস্ত + কাল্পনিক সংলাপ এ দুটো বই থেকে দেখেছিলাম। সাহিত্য ৩ মার্কের জন্য পৃষ্ঠা ভরে লেখার কিছু নাই। গ্রন্থ সমালোচনা সম্পাদকীয়

বিশেষ সংখ্যা+ ডাইজেস্ট দেখেছিলাম। রচনা ইংরেজি অংশে বলেছি। বিসিএস লিখিত বাংলা প্রস্তুতি

বিসিএস লিখিত: বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের দশ পরামর্শ

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

BCS Written Preparation#বাংলাদেশ: সংবিধান আর মুক্তিযুদ্ধ ভালো করে পড়েছিলাম। আরিফ খানের সংবিধান পড়েছিলাম।বাকিগুলো প্রতি চ্যাপ্টারের মেইন কয়েকটা প্রশ্ন পড়তাম। এতে পুরো অধ্যায়ের বিষয়বস্তু মাথায় ঢুকে যেত। ওভাবেই লিখে আসছি। টু দ্যা পয়েন্ট পড়তাম & লিখছিও তাই। কোন রকম সূচনা/উপসংহার লিখি নাই। অ্যাসিউরেন্স + প্রফেসরস পড়েছিলাম সাথে সম্পাদকীয়। Paikarighor Job Circular 2024

#আন্তর্জাতিক: কনসেপচুয়াল পার্ট টা ভালোভাবে পড়তাম। যদিও সব প্রশ্ন কমন আসতো না। অ্যাসিউরেন্স +প্রফেসরস দেখতাম। এম্পিরিকাল পার্ট গ্রুপে বিভিন্ন ইস্যু পিডিএফ করে দিত। ওগুলাই পড়তাম। সাথে অ্যাসিউরেন্স থেকে টুকটাক দেখতাম + সম্পাদকীয়। প্রাসঙ্গিক মানচিত্র দিতাম। প্রবলেম সলভিং অ্যাসিউরেন্স দেখেছিলাম।

Primary Viva Experience 2024#বিজ্ঞান: বিজ্ঞানের প্রশ্ন হয় ১/২, ১,২, মার্কের। কিন্তু ওরাকলে দেখতাম বেশ বড় করে উত্তর করা। মিলারস পড়েছিলাম। সাথে অ্যাসিউরেন্স ডাইজেস্ট। কম্পিউটার পার্ট মুজিবুর রহমানের ICT + ইজি কম্পিউটার + ডাইজেস্ট দেখেছিলাম। ইলেকট্রনিকস পার্ট শাহজাহান তপন + ডাইজেস্ট দেখেছিলাম। Bkash Job Circular 2024

প্রাসঙ্গিক লেখার চেষ্টা করবেন। টুকটাক সবাই উল্টাপাল্টা লিখে সব উত্তর করার জন্য। আমিও করেছি। তবে খেয়াল রাখবেন সেটা যেনো মোট নাম্বারের ১০% এর বেশি না হয়।

পত্রিকা পড়ার অভ্যাস কম ছিলো। তাই প্রতি মাসে সম্পাদকীয় পড়তাম। Police Job Circular 2024

Officer Cash-21 written Preparationকিছু কমন প্রশ্ন প্রায়ই শুনি-
১. কত ঘণ্টা করে পড়বো?
– যত ঘণ্টা করে পড়লে আপনার পড়া শেষ হবে তত ঘণ্টা। বিসিএস লিখিত বাংলা প্রস্তুতি
২. কি কি বই পড়বো?
– যে প্রকাশনীর বই আপনার কাছে ভালো লাগবে, পড়ে মনে রাখতে পারবেন।

আমার টেবিলের কয়েকটা বাদে সব পুরাতন বই। রুমমেটসূত্রে পাওয়া। এখন অনেক ছোট ছোট বই পাওয়া যায় যা বিভিন্ন গাইড বইয়ের চেয়ে ভালো। সেগুলো পড়তে পারেন।

সবার জন্য শুভকামনা!❤

✍লেখা: মাহমুদুল হক।
সহকারী কর কমিশনার।
মেধাক্রম: ৪৭.
৪০ তম বিসিএস

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন:  ক্লিক করুন

পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন: ক্লিক করুন

অথবা ফেসবুক পেজে লাইক দিন – ক্লিক করুন