BCS Written Preparation 2024
BCS Written Preparation 2024
বিসিএস লিখিত
যারা প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছেন..
১.আমাদের এখন বিসিএসের হাইপ এমন পর্যায়ে গেছে কেউ সিরিয়াসলি বিসিএসের পড়াশোনা শুরু করলেই তাকে সবাই ক্যাডার, ক্যাডার বলতে থাকি। প্রিলিমিনারি উত্তীর্ণ হওয়ার পর তো এইটা আরো বেশি হয়।
আপনার বন্ধু,বান্ধব..ক্ষেত্রবিশেষে বাবা-মা আপনাকে ক্যাডার ক্যাডার হিসেবে ট্রিট শুরু করে দিবে এখনই।সাবধান, আত্মতুষ্টিতে ভোগা যাবেনা।সবেমাত্র লিখিত দেওয়ার সুযোগ পেয়েছেন। পাড়ি দিতে হবে এখনো অনেক পথ।
যে পথ অনিশ্চয়তায় ভরা।যে কারণে চূড়ান্ত ফলাফলের আগ অবধি আমি যতটা সম্ভব এসব রিভিল করা থেকে দূরে ছিলাম।
২.প্রস্তুতি নেন এমনভাবে এইটাই আপনার প্রথম এবং শেষ লিখিত।নিজের সেরাটা দিন।পরবর্তী প্রিলিমিনারি যে পাশ করবেন তার কোন নিশ্চয়তা নাই।
আর লিখিততে ভাল একটা নাম্বার নিশ্চিত করতে পারলে এভারেজ ভাইভা দিয়েও ক্যাডার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই লিখিততে কোন ছাড় নই।
৩.সময় মাত্র ২/৩ মাস।আমার প্রথম লিখিত।পুরাতনরা ভাল করবে..এসব চিন্তা মাথা থেকে সরিয়ে দেন।পরিসংখ্যান বলে বয়স যাদের কম এবং প্রথম বিসিএসেই ভাল করার হার অনেক বেশি। bcs written syllabus
প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা / Primary Viva Exam 2022
প্রথম বিসিএসের মত এরকম ডেডিকেটেড প্রস্তুতি পরেরগুলোতে নেওয়া হয়না।ওই সময় অভিজ্ঞতায় আসল সম্বল হিসেবে কাজ করে।
৪.সময় যেহেতু কম,পড়ার টেবিলে যত বেশি সময় দিতে পারবেন তত লাভ।অপ্রয়োজনে সময় নষ্ট না করে এই ২/৩ মাস পড়ার টেবিলে দিন।টিউশনের সংখ্যা কমিয়ে আনেন।আড্ডা কমিয়ে দেন।মোবাইল প্রোডাক্টিভ কাজে ব্যবহার করেন।
বিসিএস প্রশাসন ক্যাডার দায়িত্ব ও সুযোগ-সুবিধা
৫.গনিত,বিজ্ঞান,ইংরেজি এই ৩ বিষয়ে সময় বেশি দিন।ক্যাডার নির্ধারণে এই তিন বিষয় অনেক এগিয়ে।লিখিত দেওয়া শেষে নিজেই মনে মনে বলবেন এই ৩ বিষয়ে আরো সময় দেওয়া দরকার ছিল। বাকিগুলো এত চাপ না নিলেও খারাপ লিখতাম না।
৬.২০০ নাম্বারের বিষয়গুলো কোনোটা যেন কলাপ্স না করে।এইটা কাভার দেওয়া কষ্ট হয়ে যায়।একটা এভারেজ নাম্বার অন্তত ধরে রাখতে হবে এই বিষয়গুলোতে।
৭.ইংরেজি প্রশ্নের প্যাটার্ন চেইঞ্জ করেছে।ব্যাসিক ক্লিয়ার করা ছাড়া এই অংশ ঝামেলা করতে পারে।অনুবাদ এবং ফ্রি হ্যান্ড রাইটিং-এ জোর দিন।নিজে না পারলে কারো কাছে পড়েন।নিয়মিত চর্চায় রাখলে পরিবর্তন নিজেই টের পাবেন।
ভারতকে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট দেয়ায় বাংলাদেশের লাভ না ক্ষতি?
৮.গনিত এখন নবম-দশম শ্রেণি বেইসড প্রশ্ন হয়।নবম-দশম শ্রেণি ক্লিয়ার করে রাখেন।অষ্টম শ্রেণি এবং ইন্টারমেডিয়েট থেকে সিলেবাস ও বিগত প্রশ্ন দেখে দু একটা চ্যাপ্টার করে নিবেন।নিজে না পারলে কারো কাছে পড়েন এই বিষয়ও। BCS
৯.বিজ্ঞান পার্ট বি&সি বিগত প্রশ্ন থেকেই ৭০/৮০% কমন থাকে।পার্ট এও ৪০% এর মত কমন থাকে।তাই অবশ্যই আগে বিগত সব পড়ে নিবেন।কিছু প্রশ্ন প্রতিবারই নতুন দেয়।ওসব নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই।মোটামুটি বেশিরভাগই ওসবে সমস্যা ফেইস করে।
খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সাজেশন 2024
BCS Written Preparation 2024
১০.আন্তর্জাতিক কনসেপ্সুয়াল বিগত থেকেই ৬/৭ টা কমন থাকে।৩/৪ টা প্রতিবারই নতুন দেয়।ফেইসবুকে বিভিন্ন গ্রুপে নতুন নতুন কিছু টার্ম আসে প্রতিবার।
ওসব দেখে নিবেন।পত্রিকা থেকেও কিছু টার্ম দিয়ে দেয় এই অংশে।ইম্পিরিকাল অংশ সমসাময়িক বিশ্ব রাজনীতি থেকেই কমন থাকে।নিয়মিত পত্রিকা,খবর শুনে নিজে নোট করে নিবেন।
বাংলা,বাংলাদেশ সহ সব বিষয় আলাদা করে লেখার পরিকল্পনা রয়েছে..
আহমেদ জাফর
প্রশাসন ক্যাডার
চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://cutt.ly/VeaTC5nM
বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://cutt.ly/HeaYoqBO
চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/job-circular/
চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/viva-preparation-2/
পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন:
https://web.facebook.com/groups/abcsspecial
অথবা ফেসবুক পেজে লাইক দিন –
সুইডেন এমব্যাসি বাংলাদেশে এ নিয়োগ বিজ্ঞপ্তি 2024 - BCS Special
July 11, 2024 @ 3:03 pm
[…] BCS Written Preparation 2024 […]
BCS Viva Question Solution 2024 - BCS Special
August 28, 2024 @ 10:49 pm
[…] BCS Written Preparation 2024 […]