Brac Ngo Job Circular 2024
Brac Ngo Job Circular 2024
ব্র্যাক (BRAC) এ “কর্মসূচি সংগঠক” পদে নিয়োগ বিজ্ঞপ্তি – ১৩/১০
ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা ১৯৭২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে। দারিদ্র্য ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের ১০ কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্র্যাক তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ব্র্যাকের অন্যতম প্রধান কর্মসূচি আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এখন পর্যন্ত বাংলাদেশের ২১ লাখ অতিদরিদ্র
পরিবারকে দারিদ্রমুক্তি এবং টেকসই আর্থসামাজিক ক্ষমতায়নে সহায়তা করেছে। এই প্রোগ্রামটি বিশ্বব্যাপীও প্রশংসিত হয়েছে এবং প্রায় ৫০টি দেশে বিভিন্ন স্টেকহোল্ডার এর বাস্তবায়ন করছে।
ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন
করার জন্য আহবান করা হচ্ছে:
কর্মসূচি সংগঠক, ইউপিজি
– কর্মসূচির নিয়মানুযায়ী লক্ষিত জনগোষ্ঠী (ইউপিজি সদস্য) নির্বাচন করে যথাসময়ে প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে নির্বাচিত সদস্য’র কর্মসূচিতে অর্ন্তভূক্তি নিশ্চিত করা।
বিসিএস প্রস্তুতি কিভাবে শুরু করব 2024
– নির্ধারিত সময়ের মধ্যে সদস্যদের মানসম্মত সম্পদ হস্তান্তর এবং সহজশর্তে সুদমুক্ত ঋণ বিতরণের মাধ্যমে মানসম্মত সম্পদ ক্রয় নিশ্চিত করা।
অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি | Govt Job Circular 2024
– সদস্যদের মাঝে বিতরণকৃত সহজশর্তে সুদমুক্ত ঋণ এর কিন্তি ও সঞ্চয় যথাসময়ে আদায় করা।
– কর্মসূচির নিয়মানুযায়ী কর্মপরিকল্পনা প্রস্তুত করে ইউপিজি সদস্যদের পাক্ষিক গ্রুপ ভিজিট ও পাক্ষিক হোম ভিজিটের মাধ্যমে সদস্যদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা।
– কর্মসূচির নিয়মানুযায়ী ইউপিজি সদস্য ও তার পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করা।
– সদস্যদের বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যগত বিষয়ে সচেতনতামূলক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদেরকে সচেতন ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা।
নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি | Government Job Circular
– সদস্য ফলোআপের মাধ্যমে সদস্য’র সার্বিক অবস্থা পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সদস্যকে গ্র্যাজুয়েট করা অর্থাৎ কর্মসূচির কাঙ্খিত ফলাফল অর্জন নিশ্চিত করা।
– কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সকল ডকুমেন্টস্ সঠিকভাবে পূরণ ও সংরক্ষণ করা এবং এমআইএস প্রতিবেদন তৈরি করা।
– সংস্থার সকল নিয়ম কানুন ও মূল্যবোধসমূহ যথাযথভাবে মেনে চলা।
শিক্ষাগত যোগ্যতা :
যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রী অথবা ডিপ্লোমা ইন এগ্রিকালচার/লাইভষ্টক।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
অন্যান্য যোগ্যতা :
প্রার্থীদের মাঠ পর্যায়ে নিয়মিত মোটরসাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে এবং বাংলাদেশের যে কোন প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত অতিদরিদ্র জনগোষ্ঠীর সাথে প্রতিকুল পরিবেশে দৃঢ় মনোবল নিয়ে কাজ করার মনোভাব থাকতে হবে।
Brac Ngo Job Circular 2024
কর্মস্থল : ব্র্যাক মাঠ কার্যালয়।
বেতন : সংস্থার নীতি অনুযায়ী। private job circular 2024
সুবিধাসমূহ :
উৎসব ভাতা, মাতৃত্ব/ পিতৃত্বকালীন ছুটি, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য এবং জীবনবীমা ও অন্যান্য।
প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা | Primary Viva 2024
আগ্রহী প্রার্থীদের আগামী ১৩ই অক্টোবর, ২০২৪ তারিখের মধ্যে careers.brac.net অথবা www.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে হবে।
ব্র্যাক বিশ্বাস করে, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, সহযোগী সংস্থাসমূহ, কর্মসূচির অংশগ্রহনকারী এবং জনগোষ্ঠীর যে কোন ধরনের ক্ষতি, নিপীড়ন, অবহেলা, হয়রানি ও শোষন বিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতন থেকে প্রত্যেকেরই সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। job circular bd
ব্র্যাক বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা, গোষ্ঠীগত ও আর্থসামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে। brac ngo
BCS Written Syllabus 2024
সম-সুযোগ প্রদানকারী নিয়োগ প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক নারী, লিঙ্গ বৈচিত্রপূর্ন ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে আবেদনকে উৎসাহ প্রদান করে এবং স্বাগত জানায়। ব্র্যাক এমন একটি সংস্কৃতির চর্চা করে, যেখানে প্রতিটি মানুষই তার নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে। ngo job circular 2024
চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোন ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে। recent job circular
বিসিএস লিখিত বাংলা প্রস্তুতি
ব্র্যাকে চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের যথাযত রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে, যার মধ্যে পুলিশ ভেরিফিকেশনও অন্তর্ভূক্ত থাকতে পারে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞাপনটি দেখুন:
Deadline: 13 Oct 2024
Apply: https://careers.brac.net/jobs/করমসচ-সগঠক-ইউপজ-1923
চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: ক্লিক করুন
চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন: ক্লিক করুন
অথবা ফেসবুক পেজে লাইক দিন – ক্লিক করুন
Post Related Things:
নিয়োগ বিজ্ঞপ্তি 2024, daily education, bd job today, New job circular, bd recent job circular, Job Circular সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, নিয়োগ বিজ্ঞপ্তি 2024, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২৪, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, daily চাকরির খবর, চাকরির খবর, চাকরির খবর govt, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2024, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, চাকরির খবর paper, চাকরির খবর পত্রিকা,চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা, সাপ্তাহিক চাকরির পত্রিকা ।