পরিবার পরিকল্পনা অধিদপ্তর (dgfp) এ নিয়োগ বিজ্ঞপ্তি । DGHS Job Circular 2024

পরিবার পরিকল্পনা অধিদপ্তর (dgfp) এ নিয়োগ বিজ্ঞপ্তি ।

DGHS Job Circular 2024

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং ইউএনএফপিএ এর অর্থায়নে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদার করার লক্ষ্যে ২ টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র (সুনামগঞ্জ জেলার ধর্মপাশা

উপজেলার মধ্যনগর ও নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কানকিরহাট) এবং বান্দরবান, সুনামগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালী জেলার ১৪ টি নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৩২ জন মিডওয়াইফ নিয়োগের নিষিও প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী (মহিলা) নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। DGHS Job Circular 2024

Matrubhumi Dairy Foods limited Job Circular

পদের নাম: মিডওয়াইফ
পদের সংখ্যা : ৩২ (বত্রিশ)

যোগ্যতা: ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারী পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি (BNMC) কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী হতে হবে। প্রজনন স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।

বয়স: ১৮/০৮/২০২৪ খ্রিঃ তারিখে সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।
মাসিক বেতন সর্বসাকুলে: ৩০,০০০/- (ত্রিশ) হাজার টাকা ।

Daraz job Circular 2024

অন্যান্য সুবিধা: উৎসব ভাতা ও নববর্ষ ভাতার সুবিধা (সরকারী বিধি মোতাবেক)

চাকুরীর মেয়াদ কাল: ০১/০৯/২০২৪ খ্রিঃ হতে ৩১/১২/২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত, তবে ফাণ্ড প্রাপ্তি সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে ।

শর্তাবলীঃ

১. প্রার্থীদের অবশ্যই আগামী ১৮/০৮/২০২৪ খ্রিঃ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে নিম্নবর্ণিত কাগজপত্রের স্ক্যান কপিসহ পরিচালক (এমসিএইচ- সার্ভিসেস) বরাবর ই-মেইল: jobsmidwifemchstp@gmail.com -এ আবেদন করতে হবে।

Milestone College Job Circular 2024

অনলাইনে কোন প্রার্থী আবেদনপত্র প্রেরণে ব্যর্থ হলে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেয়া যাবে। অসম্পূর্ণ ও ত্রুটিযুক্ত আবেদন সরাসরি বাতিল বলে গন্য হবে।

২. আবেদনপত্রে স্পষ্টাক্ষরে বাংলায় প্রার্থীর (ক) নিজ নাম (খ) পিতার নাম (গ) স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে) (ঘ) মাতার নাম (ঙ) বর্তমান ঠিকানা: গ্রাম-মহল্লা, ডাকঘর, পোষ্ট কোড নং, উপজেলা, জেলা (

চ) স্থায়ী ঠিকানা : গ্রাম-মহঙ্গা, ডাকঘর, গোষ্ট কোড নং, উপজেলা, জেলা (ছ) শিক্ষাগত যোগ্যতা (জ) জাতীয়তা (ঝ) জন্ম তারিখ (3) ধর্ম (ট) অভিজ্ঞতা (ঠ) বৈবাহিক অবস্থা (সন্তান সংখ্যা প্রযোজ্য ক্ষেত্রে) (ড) ই-মেইল ঠিকানা (ঢ) মোবাইল নং (৭) জাতীয় পরিচয়পত্রের নম্বর (ত) আবেদনপত্রে স্বাক্ষর অবশ্যই থাকতে হবে।

৩. আবেদনপত্রের সাথে নিম্নেবর্ণিত কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।
(ক) ডিপ্লোমা ইন মিডওয়াইফারী উত্তীর্ণ সনদসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি। (ন) বিএনএমসি কর্তৃক প্রদত্ত রেজিস্টেশন এর সত্যায়িত কপি।

(গ) আবেদনপত্রের সাথে প্রার্থীর ষ্টুডিওতে সদ্য তোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ পিনে X গ্রন্থ ২০০ পিক্সেল)। (ঘ) আবেদনপত্রের সাথে প্রার্থীর নাগরিকত্ব সনদপত্র (যে ইউনিয়ন/পৌরসভা/ সিটি কর্পোরেশন এর স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ সিটি কর্পোরেশন এর কাউন্সিলর কর্তৃক প্রদত্ত) এর সত্যায়িত কপি (ঙ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।

৪. প্রবেশপত্র প্রার্থী কর্তৃক প্রদত্ত ই-মেইলে প্রেরণ করা হবে। প্রবেশপত্রের প্রিন্টকপি ছাড়া কোন পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।

৫. পরীক্ষায় অংশহনের জন্য প্রার্থীকে কোন প্রকার যাতায়াত/আপ্যায়ন ভাতা প্রদান করা হবে না।

৬. যে কোন প্রকার তদবির/সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। DGHS Job Circular 2024

৭. কর্তৃপক্ষ কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ন বাতিল করার ক্ষমতা সংরক্ষন করেন।

৮. নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
বিস্তারিত জানার জন্য পরিবার পরিকল্পনা ওয়েব সাইট www.dgfp.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তর ওয়েব সাইট www.dghs.gov.bd, নার্সিং এন্ড মিডওয়াইফারী অধিদপ্তর ওয়েবসাইট www.denm.gov.bd

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞাপনটি দেখুন:

DGHS Job Circular 2024

Deadline: 18 Aug 2024

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন:  https://cutt.ly/VeaTC5nM

বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন:  https://cutt.ly/HeaYoqBO

চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/job-circular/

চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/viva-preparation-2/

পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন:

https://web.facebook.com/groups/abcsspecial

অথবা ফেসবুক পেজে লাইক দিন –

https://www.facebook.com/abcsspecial

Post Related Things: নিয়োগ বিজ্ঞপ্তি 2024, daily education, bd job today, New job circular, bd recent job circular, Job Circular সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, নিয়োগ বিজ্ঞপ্তি 2024, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২৪, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, daily চাকরির খবর, চাকরির খবর, চাকরির খবর govt, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2024, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, চাকরির খবর paper, চাকরির খবর পত্রিকা,চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা, সাপ্তাহিক চাকরির পত্রিকা ।