খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সাজেশন
খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন-২০২৪
যেহেতু আমি আগে বিভিন্ন পরীক্ষার জন্য যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে অনেক কমন পড়েছিল এবং ২০২১ সালে অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় আমার দেয়া সাজেশন থেকে অনেক কমন ছিল।
ফলে এর দ্বারা অনেকে মানুষ উপকৃত হয়েছিল; তাই অনেকই অনুরোধ করেছেন যেন খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার জন্য একটি শর্ট সাজেশন দেই।
মূলত তাদের অনুরোধে সাজেশনটি দিলাম-
এর মধ্যে
উপ-খাদ্য পরিদর্শক পদে ৩৫৬টি, সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে ২২২টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩৪৬টি, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে ৬৮ শূন্য পদ রয়েছে।
***সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে ২২২টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩৪৬টি, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে ৬৮ শূন্য পদে এইচএসসি পাশ করেও আবেদন করা যাবে। তবে ‘উপ-খাদ্য পরিদর্শক’ এর ৩৫৭ পদে ডিগ্রি/সমমান/অনার্স/সমমান (স্নাতক) পাশ লাগবে।
**** বেতন-গ্রেড:
উপ-খাদ্য পরিদর্শক পদটি ১৩তম গ্রেডের। এই পদে বেসিক শুরু ১১,০০০ টাকা থেকে। কিন্তু “সহকারী উপ-খাদ্য পরিদর্শক” পদটি ১৫তম গ্রেডের। এই পদের বেসিক শুরু ৯,৭০০ টাকা থেকে।
=অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর – এই পদগুলো ১৬তম গ্রেডের। এই পদের বেসিক শুরু ৯,৩০০ টাকা থেকে। তবে এই দুটি পদের প্রার্থীদের কম্পিউটার মুদ্রাক্ষরিক স্পিড টেস্ট দিতে হবে প্রিলিতে উত্তীর্ণ হওয়ার পর অর্থাৎ ভাইভার আগে।
পরীক্ষাগুলো মূলত অনুষ্ঠিত হবে ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে ও বড় বড় জেলাশহরে । “উপ-খাদ্য পরিদর্শক” ও “সহকারী উপ-খাদ্য পরিদর্শক” নিয়োগ পরীক্ষা হবে MCQ টাইপের ১০০টি MCQ ১০০ মার্কসের এবং সময় ৯০ মিনিট (দেড় ঘণ্টা) ।
পরীক্ষার প্রশ্নে যদি “ভুল উত্তরের জন্য নাম্বার কাটার” কথা উল্লেখ না থাকে, ধরে নিতে হবে যে নেগেটিভ নাম্বার নেই। [আগের পরীক্ষাগুলোতে নেগেটিভ নাম্বার ছিল না, আমি যতটুকু দেখেছি।] MCQ এর পর যারা MCQ তে উত্তীর্ণ হবে, সরাসরি ভাইভা। অর্থাৎ, “উপ-খাদ্য পরিদর্শক” ও “সহকারী উপ-খাদ্য পরিদর্শক” নিয়োগ পরীক্ষা হy MCQ + ভাইভা পদ্ধতিতে।
খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিসিএস পরীক্ষার মতো এতো একটা কঠিন হয় না, তাই পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার তেমন কিছু নেই। তবে ভালো প্রস্তুতি নিতে হবে সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য।
খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে, সেই টপিকগুলো এখানে দিলাম-
*সবার আগে খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক ও সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সমন্ধে কিছুটা ধারণা নেয়া যাক-
১। বাংলা- ৩০ বা ২৫
২। ইংরেজি – ৩০ বা ২৫
৩। গণিত- ২০ বা ২৫
৪। সাধারণ জ্ঞান- ২০ বা ২৫
= মোট : ১০০ নাম্বার।
তো এবার আসুন কোন বিষয়ের জন্য কী কী পড়বেন-
= সর্বপ্রথম বিসিএস প্রিলির বিগত সালের প্রশ্ন সমাধান করুন, কেবল বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, সাধারণ বিজ্ঞান ও ICT ( বিশেষ করে ৩৫- ৪৫তম পর্যন্ত) বাকি সাবজেক্টগুলো বাদ দিন। এখন ব্যাখ্যাসহ না পড়ে কেমল প্রশ্ন ও উত্তরসহ ভালোভাবে রিডিং পড়ুন। খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সাজেশন
এবার আসি সাবজেক্ট অনুসারে কী পড়বেন-
১। ইংরেজি: এই অংশের জন্য অনেকে ভয় পায়। ভয়ের কিছু নেই।
এখান থেকে সহজেই নাম্বার তুলতে পারবেন নিচের কমন টপিকগুলো পড়লে:
১। প্রথমে ভালোভাবে পড়ে ফেলুন Right Form of Verbs ও Subject-Verb Agreement, কারণ বিগত সালে প্রশ্ন Analysis করে দেখিছি আমরা এখন থেকে ৩-৪ টি প্রশ্ন থাকে গড়ে। এই টপিকগুলোর সাথে পড়বেন Condition Sentence. এটি মূলত Right Form of Verbs ও Subject-Verb Agreement এর অংশ।
এই টপিকগুলো খুব গোছানো আকারে ও সহজে মনে রাখতে পারবেন “প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis” থেকে।
২। Preposition: ১-২ থাকে।
৩। Phrases & Idimoms: ৩-৪টি থাকে।
৪। Sentence Correction: 1-2
৫। Synonym ও Antonym. ২-৩ থাকে। শুধু বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসায় প্রশ্নগুলো পড়লেই কমন পেয়ে যাবেন আশা করি।
৬। Identification of Parts of Speech. এখান থেকে ১-২ থাকে।
*ইংরেজি সাহিত্য থেকেও মাঝে মধ্যে ১-২টি প্রশ্ন থাকে। এর জন্য শুধু ৩৫-৪৫তম বিসিএস প্রিলির প্রশ্নগুলো পড়লেই হবে আশা করি
২। বাংলা: এই অংশে বাংলা ব্যাকরণ ও সাহিত্য দুটি মিলেই প্রশ্ন আসে।
ব্যাকরণ থেকে কোন কোন টপিক গুলো পড়বেন?
যে টপিকগুলোর নাম বলছি তা ধরে ধরে পড়বেন।
১। শুদ্ধ শব্দ। বাক্য শুদ্ধিকরণ এখন আর পড়ার দরকার নেই। এই টপিক থেকে ২-৩ পেতে পারে।
২। সমার্থক/প্রতিশব্দ। এই টপিক থেকে ২-৩ পেতে পারেন।
৩। বিপরীত শব্দ। এখান থেকে ১-২ পেতে পারেন।
৫। সমাস। ১-২ থাকে।
৬। সন্ধি। ১-২ থাকে। এখন শুধু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়ুন।
৮। এক কথা প্রকাশ। ১-২ থাকে। এখন শুধু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়ুন।
৯। কারক-বিভক্তি। ২-৩ থাকে। (BCS Preliminary Analysis” বই থেকে সহজে শেষ করতে পারবেন।)
১০। বাংলা ব্যাকরণের আলোচ্য ৪টি বিষয় পড়ুন ভালো করে। পড়া অল্প কিন্তু ১ থাকে সাধারণত এখন থেকে।
১১। বাগধারা। ১-২ থাকে। বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়লেই হবে।
১২। বাংলা ধ্বনি ও বর্ণ। ২-৩ টি
১৩। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন ধরনের শব্দ।
১৪। উপসর্গ
*বাংলা সাহিত্যের জন্য যা যা পড়বেন-
১। রবীন্দ্রনাথ
২। নজরুল
৩। জসীম উদদীন
৪। বঙ্গিমচন্দ্র
৫। মধ্যযুগ বিস্তারিত
৬। বাংলা সাহিতের প্রথম
৭। বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ের জনক।
৮। কবি সাহিত্যিকের ছদ্মনাম।
৯। বাংলা সাহিত্যের বিখ্যাত সংবাদপত্র
১০। বাংলা লিপির উৎপত্তি।
গণিত:
১। বীজ গণিতের মান নির্ণয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ১-২টি।
২। লাভ-ক্ষতি (শতকরা)। ১-২টি
৩। সুদ-কষা (শতকরা)। ১-২টি
৪। কাজ ও সময়। ১টি
৫। বয়স। ১টি
৭। লসাগু ও গসাগু ১-২ টি
৮। বৃত্ত ১ টি
৯। ত্রিভুজ (সমকোণী, সমবাহু, সম-দ্বিবাহু, বিষম বাহু). ১-২টি
১০। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র।
১১। সংখ্যা ও গড়। ১-২টি
১২। বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়।
১৩। দশমিক ও দশমিকের বির্গমূল নির্ণয়।
সাধারণ জ্ঞান:
এই অংশে বাংলাদেশ + আন্তর্জাতিক + বিজ্ঞান+ ICT মিলিয়ে প্রশ্ন হয়। খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সাজেশন
তাই এখন পড়ুন-
১। বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলি,
বাংলাদেশ ও জাতিসংঘ সম্পর্কিত প্রশ্ন। খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা
২। বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ
৩। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন, মুজিবনগর সরকার।
৪। ৬ দফা, যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ এর গণ অভুত্থান, ১৯৭০ এর নির্বাচন, আগরতলা ষড়যন্ত্র মামলা।
৫। ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য, ৭ ই মার্চের ভাষণ, ২১ ফেব্রুয়ারি ও সুন্দরবনের স্বীকৃতি।
৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৭। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৮। বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি ও উন্নয়ন। যেমন GDP প্রবৃদ্ধি, মাথাপিছু আয়।
৯। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ পুরস্কার ও উপাধি
১০। বাংলাদেশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ও স্থাপনের অবস্থান ও প্রতিষ্ঠা। খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সাজেশন
১১। বাংলা নববর্ষ সম্পর্কিত প্রশ্ন
১২। আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর
১৩। বিভিন্ন দেশের মুদ্রার নাম। শুধু বিগত সালে বিভিন্ন পরীক্ষায় যেসব দেশের মুদ্রার নাম এসেছে তা পড়ুন এখন।
১৪। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস। যে দিবসগুলো ভিন্ন পরীক্ষায় এসেছে তাতে বেশি জোর দিন।
১৫। ক্রিকেট খেলা ও বিশকাপ ফুটবল। খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সাজেশন
সাধারণ বিজ্ঞানঃ
সাধারণ বিজ্ঞান থেকে কিছু কমন প্রশ্ন আসে; যেমন বিজ্ঞান নির্ণায়ক যন্ত্রের নাম, বিভিন্ন প্রকার কালচার (যেমন- এপি কালচার, পিসি কালচার), রোগ-ব্যাধি থেকে ১-২ টি কমন প্রশ্ন আসে, জলবায়ু ও বায়ুমণ্ডল ইত্যাদি।
*মনে রাখবেন, “কম পড়বেন কিন্তু Important বিষয়গুলো গুছিয়ে *মনে রাখবেন, “কম পড়বেন কিন্তু Important বিষয়গুলো গুছিয়ে পড়বেন”।
.
*আরেকটি বিষয় মনে রাখবেন, ” একটি ভালো বই আর একটি ভালো সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন”।
.
*বি.দ্র: এখানে আমি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে সাজেশনটি দিয়েছি, কারো মনমতো নাও হতে পারে বা অপ্রয়োজনীয় মনে হতে পারে। কারো কাছে ভালো না লাগলে বা অপ্রয়োজনীয় মনে হলে নিজ গুণে এড়িয়ে যাবেন সাজেশনটি।
সকল পরিশ্রমীর জন্য দোয়া ও শুভ কামনা রইল।
এনএসআই সার্কুলার ইতিমধ্যে শেষ হয়েছে।
এই সংস্থার যেকোন পদে উত্তীর্ণ হতে গেলে আপনাকে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। প্রিলি, রিটেন, ভাইবা, কম্পিউটার টেস্ট, মেডিক্যাল, ভেরিফিকেশন।
প্রিলি: ৯ম-১৫তম গ্রেডের জন্য প্রিলি হবে ১০০নাম্বারের। যার মধ্যে বাংলা ৩০, ইংরেজি ২৫, গণিত ২৫, সাধারণ জ্ঞান ২০নাম্বারের থাকতে পারে।
১৬-২০গ্রেডের জন্য প্রিলি নম্বর বণ্টন থাকতে পারে: বাংলা ৩০, ইংরেজি ৩০, গণিত ২০, সাধারণ জ্ঞান ২০।
রিটেন: ৯ম-১৫গ্রেডের জন্য লিখিত ৭০মার্কের হতে পারে। এর মধ্যে বাংলা ১৫, ইংরেজি ২০, গণিত ২০, সাধারণ জ্ঞান ১৫
১৬-২০গ্রেডের জন্য ৩৫নাম্বারের রিটেন হতে পারে। বাংলা ১০, ইংরেজি ১০, গণিত ১০, সাধারণ জ্ঞান ৫।
দুইক্ষেত্রেই বাগধারা, ট্রান্সলেশন, গণিত(সহজ হয়), এককথায় উত্তর, টিকা, শর্ট নোট, সমসাময়িক ইস্যু নিয়ে কিছু একটা লিখতে দিতে পারে।
৯/১০ম গ্রেডের রিটেন স্বাভাবিকভাবেই তুলনামূলক কঠিন প্রশ্ন হবে। ২০১৯সালের রিটেনের দুইটা প্রশ্ন এমন ছিল, ১১টি সেক্টরের সেক্টর কমান্ডারদের নাম ও সেক্টরের লোকেশন, পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্ব।
কম্পিউটার টেস্ট হবে তাদের নিজস্ব তত্বাবধানে। সেখানে কোন নাম্বার যোগ হয়না, যাস্ট উত্তীর্ণ-অনুত্তীর্ণ। এমএস অফিস থেকে প্রশ্ন করবে যেমন একটি করে বাংলা ও ইংরেজি প্যাসেজ টাইপ করতে দিবে, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট থেকে প্রশ্ন হবে। কম্পিউটার অফিস প্রোগ্রাম জানা থাকলে এধাপ সহজে উত্তীর্ণ হতে পারবেন, এক্ষেত্রে এক্সপার্ট হওয়ার প্রয়োজন নাই। ১৬-২০গ্রেডের জন্য কম্পিউটার টেস্ট নাও হতে পারে।
এনএসআই যদি নিজেরা পরীক্ষা নেয় তাহলে উপরের প্রিলি ও রিটেন পরীক্ষার মানবন্টন প্রযোজ্য হবে। এবছর যেহেতু শুন্য পদের সংখ্যা নিতান্তই কম, এপ্লিকেন্টও তুলনামূলক কম হবে, এক্সাম নিজেরা নেওয়ার সমূহ সম্ভাবনা আছে। প্রশ্ন ভেরি করে প্রশ্নকর্তার উপর। প্রশ্নকর্তা যদি আইবিএ হয় তাহলে একরকম হবে, যদি সিটিআই নেয় তাহলে অন্যরকম, আর নিজেরা নিলে আরেকরকম। সেক্ষেত্রে এই বিষয়গুলা থেকেই প্রশ্ন হবে, তবে রিটেন নাম্বারের পরিমাণ বাড়তে পারে।
২০১৯সালের সব প্রিলি আইবিএ ও রিটেন এমআইএসটি নিয়েছিল।
_______________________________
©__ Gazi Mizanur Rahman
***৩৫তম বিসিএস ক্যাডার
***সাবেক সিনিয়র অফিসার (পূবালী বাংক)
***বেস্টসেলার লেখক ও ক্যারিয়ার স্পেশালিস্ট
চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: ক্লিক করুন
চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন: ক্লিক করুন
অথবা ফেসবুক পেজে লাইক দিন – ক্লিক করুন
Like this:
Like Loading...
Related
ইস্টার্ন ব্যাংক (EBL) এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024 - BCS Special
July 5, 2024 @ 9:03 am
[…] খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সাজেশন… […]
অফিসার ক্যাশ-২১ লিখিত প্রস্তুতি | Officer Cash-21 written Preparation - BCS Special
July 5, 2024 @ 11:03 am
[…] খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সাজেশন… […]
BCS Written Preparation 2024 - BCS Special
July 6, 2024 @ 8:02 pm
[…] খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সাজেশন… […]
46th BCS Written Preparation - BCS Special
August 7, 2024 @ 3:03 pm
[…] […]