Job Preparation Bangla 2024
Job Preparation Bangla 2024
যারা প্রস্তুতি শুরু করতে চায়।
সামগ্রিক প্রস্তুতির জন্য বাংলা সাজেশন
জনৈক পাঠক “সৈয়দ মুজতবা আলীকে” একবার বলল স্যার,আপনি কীভাবে এত ভালো লিখেন?যদি একটু বলতেন।মুজতবা আলী বেশ রসিক মানুষ ছিলেন।তিনি বললেন,তোমাকে আমি সন্তান হওয়ার পদ্ধতি বলে দিতে পারি;কিন্তু দেখিয়ে দিতে বললে তো বিপদ!
বন্ধুরা মাঝেমধ্যে সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে পরামর্শ চান;আমি তো সৈয়দ সাহেবের মতো দেখিয়ে দেবার পক্ষে,কিন্তু কাজ করার দায়িত্ব নিতে চাইয়া বিপদ বাড়াতে চাই না।(মিওওও)
অসুস্থ থাকায় দীর্ঘ চল্লিশদিন বেডে শুয়ে আছি; কীসের অফিস, কীসের কী! তারপরও হৃদয়ের খুশিটা উপভোগ করে চলছি।
যেভাবে শুরু করবেন–
ইকারাস চৌধুরী ইকরাম
সিনিয়র অফিসার
রূপালী ব্যাংক পিএলসি.
বাংলা–এ পৃথিবীর বুকে যতদিন নবম-দশম শ্রেণির বোর্ড ব্যাকরণ বইটা থাকবে ততদিন এ বই থেকে প্রশ্ন হুবহু কমন আসবে।আপনি পৃথিবীর সব বই পড়বেন না কি কমন পাবার জন্য এ বইটা পড়বেন–সেটা জোর করার আমি কে? হুহ, আমি কে?
যদি মনে করেন এই বইটা মোটামুটি পারেন,তাহলে বাংলার রিস্ক অ্যাডয়েড করার জন্য হায়াত মাবুদের বাংলা বইটা নিয়ে বসবেন;যারা বাংলা প্রশ্ন করবেন, তাদের ঘরে এ বইটা থাকে;আমি জোর দিয়ে কিছু কমু না;বইটা প্রশ্নকর্তার ঘরে থাকে।সো…বইটা কষ্ট করে পড়েন,বহুত ফায়দা হবে।
ভাইয়া, বাংলা তো অনেক পড়ি কিন্তু ভুলে যাই।একটা ফুঁ দেওন যায় না।
কেন ফুঁ দিমু,কেন? চাকরি পাইয়া বউরে নিয়া কক্সবাজারে ঘুরতে গেলে কি আমার কথা মনে থাকবো! একজনেরও থাকবে না।তয় যাদের মনে থাকবে তাদের উছিলায় বাকিরা ফুঁ পাইয়া যাইতাছেন কিন্তু…
বিগত সালের সব বাংলা প্রশ্ন পড়ে ফেলবেন সাথে বিসিএস প্রিলির প্রশ্নসহ।
তারপর নবম-দশম শ্রেণির বোর্ড বাংলা ব্যাকরণ থেকে–অর্ধ-তৎসম শব্দ,ফারসি,পর্তুগিজ ও মিশ্র শব্দ গুলো পইড়া ফেলবেন।মনে কইরা সাধু ও চলিত রীতির পার্থক্য পইড়া রাখলে মন্দ হয় না।
প্রত্যেক ভাষার চারটি মৌলিক অংশ থাকে না–ঐখান থেইক্কা ধ্বনিতত্ত্ব আর রূপতত্ত্ব জাইনা রাখবেন।
ঘোষ,অঘোষ, অল্পপ্রাণ,মহাপ্রাণ একটা চার্ট দেখবেন সম্ভবত ২০ পৃষ্ঠায়, এক্কেরে এ চার্টে হাফেজ হইয়া যাবেন।
তারপর আগাইবেন, সংযুক্ত বর্ণে ক্ষ,হ্ম, জ্ঞ,ঞ্ছ,ঞ্জ,হ্ন,হ্ণ কেমনে গঠিত হইলো একটু মুখস্থ করবেন, না হয় গার্লফ্রেন্ড অথবা বয় ফ্রেন্ডের সাথে রাতে চ্যাটিং করবেন এগুলো বানান কইরা কইরা।
ধ্বনি পরিবর্তনের যে অধ্যায়টা আছে,ভালো করে পড়বেন–এটার একটা প্রশ্ন পারা মানে অনেক চাকরি প্রার্থী থেকে আগাইয়া যাওন।
সন্ধি পারার জন্য কোনো ফুঁ নাই। এটা বিগত সালের সব প্রশ্ন পড়লে এমনে পারোন যাইব।তারপরও নিপাতনে সিদ্ধগুলো খাতায় লিখে লিখে পড়বেন।
নিত্য পুরুষবাচক আর নিত্য স্ত্রীবাচক শব্দগুলো একবার পড়তে তেমন কষ্ট হয় না। সো..একবার পড়ুন।
পদের দ্বিরুক্তি ব্যাংকে কম আসে তারপরও রিস্কে থাকতে না চাইলে ধ্বন্যাত্মক দ্বিরুক্তি, অব্যয়ের দ্বিরুক্তি আর ক্রিয়াবাচক শব্দ দেখে যাবেন।
৪৯ পৃষ্ঠার অঙ্কবাচক, গণনাবাচক,পূরণ ও তারিখবাচক চার্টটা একবার জাস্ট একবার পড়ে যাবেন।
সমাসের সংজ্ঞাগুলো ভালো করে পড়ে যাবেন।মাঝে মাঝে মাথা আউলা-ঝাউলা লাগলে আমার একটা নোট আছে ঐটা গুগলে সার্চ কইরা পইড়া নেবেন। লিখবেন,সমাস, by, Ekarash দেখবেন গুগল আপনাকে চকাচকা একটা নোট উপহার দেবে।
উপসর্গ এ অধ্যায়টা আমার কাছে ভেজাল লাগত।
এক হুজুর আমারে ফুঁ দিয়া কইছে, নিন্দিত, অভাব,নিকৃষ্ট, না,অস্পষ্টতা কম,কুৎসিত,উৎকৃষ্ট, আধিক্য আর বিপরীত অর্থে যে উদাহরণগুলো আছে ঐগুলান পইড়া ফেললে কেল্লাফতে।সাথে ফারসি আর আরবি উপসর্গ পইড়া গেলে মাখন রে ভাই মাখন।
শব্দের শ্রেণিবিভাগ মাত্র একপাতা এ একপাতা কেন জানি প্রশ্নকর্তার এত পছন্দ আমি বুঝবার পারি না।আপনি বুঝতে চাইলে এ পাতাটা পইড়া ফেলেন।সবশেষে যতি চিহ্নের ব্যবহার,ব্যস!
মিয়া আপনার তো সাহস কম না।এত পড়া দিলাম তাও ডরান না।আরও সাজেশন চান।এ সাহস ধইরা রাখেন, পরীক্ষার হলে কামে দিবো।জানেন,সফলতা এত সহজ কাম না।
ভাইভা অভিজ্ঞতা | Viva Experience 2024
নেইমার একবার পেনাল্টি মিস করছিল,সাংবাদিক তারে জিজ্ঞাসা করল,ব্রো,তুমি পেনাল্টি মিস করলা কেন? তোমারে পেলের ছায়া মনে করা হয়।তখন নেইমার ব্রো কয়–আমি যখন শট নেওয়ার জন্য দৌড় দিলাম তখন মনে হইলো গোল পোস্ট থেকে আমি ৫০ কি.মি. দূরে আছি।অথচ,এসব শট নেওয়া আমার জন্য মামুলি।
সফলতার খুব কাছাকাছি থাকলেও কওন যাইতো না যে আপনি খুব কাছে আছেন,এখানে সবাই বুবুক্ষের মতো হা করে বইসা আছে। একটু ঢিলামি দেবেন–গফ কইরা অন্য জনে চাকরিটা বাগাইয়া নেবো।
কথাটা শোনে গায়ে একটা ভাব চইল্লা আসছে না–তাহলে হায়াত মামুদের মোটা বই থেইক্কা
পারিভাষিক শব্দ,প্রতিশব্দ
প্রবাদবাক্য
এককথায় প্রকাশ
বাগধারা
বানানরীতি ও শুদ্ধ-অশুদ্ধ পইড়া যাবেন বাংলা ৭০-৮০% কমন পাবেন।বাকি ২০-৩০% কমন না পাইলেও সরকারি ব্যাংকের সিরিয়াস অফিসার থুক্কু সিনিয়র অফিসার হইবার পারবেন। সাথে বিসিএস, ATEO, সাধারণ বীমা, গ্যাস ফিল্ড, মন্ত্রণালয়ের বিভিন্ন পরীক্ষায় মেলা কামে দিবো!
যেহেতু আমি সাহিত্যের মানুষ; সাহিত্য নিয়াও পূর্ণাঙ্গ আলাপ করবানে; দোয়া রাখবেন, যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি!
চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: ক্লিক করুন
চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন
পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন: ক্লিক করুন
অথবা ফেসবুক পেজে লাইক দিন – ক্লিক করুন
শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Job Circular 2024 - BCS Special
September 28, 2024 @ 9:30 pm
[…] Job Preparation Bangla 2024 […]