Matrubhumi Dairy Foods limited Job Circular 2024
Matrubhumi Dairy Foods limited Job Circular 2024
৪ জন ‘টেরিটরি সেলস্ ম্যানেজার’ নিচ্ছে মাতৃভূমি ডেইরী ফুডস্ লিমিটেড।
মাতৃভূমি ডেইরী ফুডস্ লিমিটেড (এমডিএফএল), ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট (দিশা) পরিচালিত একটি সামাজিক শিল্পোদ্যোগ। দেশের প্রান্তিক খামারী থেকে সংগৃহীত দুধ প্রক্রিয়াকরণের মাধ্যমে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য (দই, রসমালাই, মিষ্টি, মাঠা, ঘি) উৎপাদন এবং বাজারজাত করে আসছে।
দুগ্ধজাত পণ্যের পাশাপাশি কোম্পানী বর্তমানে বেকারী পন্য উৎপাদন ও বাজারজাতকরণ করছে। বেকারী পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কুকিজ বিস্কুট, টোস্ট বিস্কুট, চানাচুর, লাচ্ছা সেমাই, ম্যাকারনি, পাস্তা, কাঁচা চিপস্, সলটেস বিস্কুট, মনেক্কা, ড্রাই কেক ইত্যাদি।
মাতৃভূমি ডেইরী ফুডস্ লিমিটেড (এমডিএফএল) এর বেকারী পণ্যের বিক্রয় কার্যক্রম আরও গতিশীল করার জন্য নিম্নলিখিত পদে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন কর্মী নিয়োগ করার নিমিত্তে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদের নাম :টেরিটরি সেলস্ ম্যানেজার (টিএসএম), ৪ জন (নিয়োগ বিজ্ঞপ্তি 2024)
শিক্ষাগত যোগ্যতা: যেকোন বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর
বয়স : ২৫-৩০ বৎসর। BRAC Kumon Limited Job Circular 2024
অভিজ্ঞতা:
বেকারি বিস্কুট, কনফেকশনারী, খাদ্যপণ্য বিক্রয় ও বিপণন কাজে টেরিটরি সেলস্ ম্যানেজার হিসেবে কমপক্ষে ২ বৎসরের কাজের অভিজ্ঞতাসহ মোট ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আধুনিক বাজারজাতকরণ এবং বিপণন সম্পর্কে ধারনা থাকতে হবে। New job circular
দায়িত্বসমূহ:
প্রার্থীকে কোম্পানীর বিদ্যমান পরিবেশকগুলো পরিচালনা করতে হবে এবং নতুন নতুন পরিবেশক বৃদ্ধি করতে হবে। কার্যকরভাবে কোম্পানীর বিক্রয় টিমকে নেতৃত্ব দিতে হবে এবং সর্বোপরি বিক্রয়ের বাৎসরিক এবং মাসিক টার্গেট অর্জন করতে হবে।
দক্ষতা:
১০০% বিক্রয় টার্গেট অর্জনের মানসিকতা থাকতে হবে, মোটরসাইকেল চালানো জানতে হবে এবং বৈধ ড্রইভিং লাইসেন্স থাকতে হবে, প্রতিযোগীতাপূর্ণ পরিবেশে খাপ খাইয়ে নেয়ার ও কাজের চাপ নেয়ার মানসিকতা থাকতে হবে এবং ইতিবাচক নেতৃত্ব দেয়ার গুণাবলী থাকতে হবে। Milestone College Job Circular 2024
কর্মস্থল :
প্রাথমিকভাবে কক্সবাজার, সিলেট, ফরিদপুর, গাজীপুর জেলায় তবে কোম্পানীর প্রয়োজনে দেশের যেকোন জেলায় বদলী করা হতে পারে। Daraz job Circular 2024
বেতন :
শিক্ষানবীশ চলাকালীন অভিজ্ঞতা অনুযায়ী মাসে ২৫,০০০-৩০,০০০ টাকা। সফলতার সাথে ৬মাস শিক্ষানবীশ কাল শেষ করার পর কোম্পানীর কর্মচারী বিধিমালা অনুযায়ী চাকুরী স্থায়ীকরন করা হবে।
অন্যান্য সুবিধাঃ
কোম্পানীতে স্টাফদের জন্য বিক্রয় কমিশন, পারফরমেন্স বোনাস, মূল বেতনের ১০% পিএফ, পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, আনুতোষিক ভাতা, অর্জিত ছুটি ভাতা, চিকিৎসা ও বীমা সুবিধা, বছরে ২ টি উৎসব ভাতা,
বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহভাতা, মোবাইল বিল, মোটর সাইকেল মেরামত ভাতা, মোটর সাইকেল যাতায়াত এর জন্য প্রতি কি:মি: ৪ টাকা জ্বালানী বিল, স্ববেতনে পিতৃত্বকালীন ৭ (সাত) দিন ছুটি, বছরে ১২ দিন স্ববেতনে নৈমিত্তিক ছুটি,
বছরে ১৫ দিন স্ববেতনে মেডিকেল ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান (যেমন, কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি)। ৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ জুলাই ২০২৪ তারিখের মধ্যে মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত, সকল প্রাতিষ্ঠানিক শিক্ষা, অভিজ্ঞতার সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পরিচালক (মানবসম্পদ এবং প্রশাসন) দিশা, প্রধান কার্যালয়, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগার, ঢাকা-১২১৬ ঠিকানায় অথবা ই-মেইল- info@mdflbd.com আবেদন করতে হবে। খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। (শুধু বাছাইকৃত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে)।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞাপনটি দেখুন:
চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://cutt.ly/VeaTC5nM
বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://cutt.ly/HeaYoqBO
চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/job-circular/
চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/viva-preparation-2/
পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন:
https://web.facebook.com/groups/abcsspecial
অথবা ফেসবুক পেজে লাইক দিন –
https://www.facebook.com/abcsspecial
Post Related Things: নিয়োগ বিজ্ঞপ্তি 2024, daily education, bd job today, New job circular, bd recent job circular, Job Circular সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, নিয়োগ বিজ্ঞপ্তি 2024, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২৪, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, daily চাকরির খবর, চাকরির খবর, চাকরির খবর govt, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2024, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, চাকরির খবর paper, চাকরির খবর পত্রিকা,চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা, সাপ্তাহিক চাকরির পত্রিকা ।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর (dgfp) এ নিয়োগ বিজ্ঞপ্তি । DGHS Job Circular 2024 - BCS Special
August 3, 2024 @ 9:02 pm
[…] […]