Police Job Circular 2024

Police Job Circular 2024

পুলিশ ট্রেনিং সেন্টার এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি – ১৫/০৯

স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্মারক নং-৪,০০,০০০০,০৫,০২,০০২,২২-১৬৬ তারিখ-১২/০৬/২০১৪ খ্রিঃ এবং পুলিশ হেডকোয়ার্টার্স স্মারক নং-88.01.0000028,018.035. ২০২১/১৩৫৪ তারিখ-২৩/০৬/২০১৪ খ্রিঃ মোতাবেক শূন্য পদ পূরণের নিমিত্তে কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল কার্যালয়ের নিম্নবর্ণিত পদসমূহ

প্রচলিত নিয়োগ বিধিমোতাবেক অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী (পুরুষ/ মহিলা) বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত চাকরির আবেদনের নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

Paikarighor Job Circular 2024

পদের নাম: কম্পিউটার অপারেটর
শূন্য পদের সংখ্যা: ০২টি

গ্রেড/বেতনডেল (জাতীয় বেতনস্কেল/২০১৫খ্রিঃ): গ্রেড-১৩ ১১০০০-২৬৫৯০/-

বয়সসীমা: ১৮ বছর হতে অনূর্ধ্ব ৩০ বছর (মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৩২ বছর)

Bkash Job Circular 2024

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে ‘Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
শূন্য পদের সংখ্যা: ০১টি

গ্রেড/বেতনডেল (জাতীয় বেতনস্কেল/২০১৫খ্রিঃ): গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/-

বয়সসীমা: ১৮ বছর হতে অনূর্ধ্ব ৩০ বছর (মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৩২ বছর)

পরিবার পরিকল্পনা অধিদপ্তর (dgfp) এ নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজীতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।

বিসিএস লিখিত: বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের দশ পরামর্শ

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

 বিসিএস ক্যাডার হওয়ার ধাপ সমূহ

শর্তাবলী:

১) আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট চাকরির আবেদন ফরম স্বহস্তে পূরণ এবং স্বাক্ষর করে আবেদন করতে হবে। নির্দিষ্ট ফরমে আবেদন ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

২) নির্দিষ্ট চাকরির আবেদন ফরমটি বাংলাদেশ পুলিশ এর ওয়েবসাইটে (www.police.gov.bd), পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল’র ওয়েবসাইটে (www.ptctangail.police.gov.bd) এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

৩) নির্দিষ্ট আবেদন ফরমের নির্দেশনানুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

46th BCS Written Preparation

৪) আবেদনপত্র কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল বরাবরে ১৫/০৯/২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে। হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। ঘামের উপরে মোটা অক্ষরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

৫) নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে।

৬) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে।

৭) আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে :-

(ক) পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রের মূল/সত্যায়িত কপি।

(খ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

Paikarighor Job Circular 2024

(গ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতোলা রঙ্গিন ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের ছবি। কম্পিউটার শিক্ষা সনদের সত্যায়িত কপি অবশ্যই দরখাস্তের সহিত সংযুক্ত করতে হবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর (dgfp) এ নিয়োগ বিজ্ঞপ্তি । DGHS Job Circular 2024

(ঘ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।

(ঙ) প্রার্থীকে কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল’র অনুকূলে (ক্রমিক নং-০১ হতে ০২ পর্যন্ত) পরীক্ষার ফি বাবদ অর্থনৈতিক কোড নং-১৪২২৩২৬-তে ২০০/- (দুইশত) টাকা অনলাইনে জমা প্রদান করে সোনালী ব্যাংক ট্রেজারী চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। Matrubhumi Dairy Foods limited Job Circular 2024

৮) প্রার্থীর বয়সসীমা ১৫/০৯/২০২৪ খ্রিঃ তারিখে ১৮ হতে অনূর্ধ্ব ৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা শহিদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ হতে অনূর্ধ্ব ৩২ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৯) মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা / বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রার্থীর পিতা-মাতার অনুকূলে প্রার্থীকে আবেদনপত্রের সহিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী/উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা মাননীয় প্রধান মন্ত্রী/ প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতিস্বাক্ষরিত মূল সনদপত্রের সত্যায়িত অনুলিপি অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কর্তৃক স্বাক্ষরিত এবং মাননীয় প্রধান মন্ত্রী/ প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতিস্বাক্ষরিত সনদপত্রের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এরূপ সনদপত্র ব্যতীত অন্য কোন সনদপত্র মুক্তিযোদ্ধা সনদপত্র হিসেবে গ্রহণযোগ্য হবে না।

১০) আবেদনকারীকে লিখিত, বাস্তব ও মৌখিক পরীক্ষায় অবশ্যই অংশ গ্রহণ করতে হবে। Paikarighor Job Circular 2024

১১) অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গন্য হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সু-স্পষ্ট নাম, পদবী ও সীলমোহরযুক্ত হতে হবে।

১২) ক্রমিক নং-০১ হতে ০২ এর প্রার্থীদেরকে ঢাকা বিভাগীয় কমিশনার সিলেকশন বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত করা হবে। কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে এবং সরকার কোটা বিষয়ে যেরূপ সিদ্ধান্ত গ্রহণ করবেন নিয়োগ প্রক্রিয়া সেভাবে সম্পন্ন হবে।

১৩) নির্ভুল ঠিকানায় প্রবেশ পত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সহিত প্রার্থীর নাম ও ঠিকানা উল্লেখপূর্বক ১০/- (দশ) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকেটযুক্ত ১০.৫-৪.৫” বিশিষ্ট ০১টি ফেরত খাম সংযুক্ত করতে হবে।

১৪) নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না। Bkash Job Circular 2024

১৫) চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে। এক্ষেত্রে আবেদপত্রের কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।

১৬) কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৭) নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে যেকোন দাপ্তরিক প্রয়োজনে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করণ/সময়সীমা বর্ধিত করণ/বাতিল করণ এবং অন্য যেকোন সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা সংরক্ষণ করেন।

Deadline: 15 Sep 2024

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞাপনটি দেখুন:

পুলিশ ট্রেনিং সেন্টার এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন:  https://cutt.ly/VeaTC5nM

বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন:  https://cutt.ly/HeaYoqBO

চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/job-circular/

চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/viva-preparation-2/

পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন:

https://web.facebook.com/groups/abcsspecial

অথবা ফেসবুক পেজে লাইক দিন –

https://www.facebook.com/abcsspecial

Post Related Things: নিয়োগ বিজ্ঞপ্তি 2024, daily education, bd job today, New job circular, bd recent job circular, Job Circular সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, নিয়োগ বিজ্ঞপ্তি 2024, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২৪, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, daily চাকরির খবর, চাকরির খবর, চাকরির খবর govt, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2024, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, চাকরির খবর paper, চাকরির খবর পত্রিকা,চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা, সাপ্তাহিক চাকরির পত্রিকা ।