প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা / Primary Viva Exam 2022

প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা / Primary Viva Exam 2022

প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা

নামঃ মোঃ ইমাম হোসাইন জ্যোতি

উপজেলাঃ ফুলতলা

জেলাঃ খুলনা

ভাইভা প্রার্থীঃ ৭৬ জন

সিরিয়াল নংঃ ৩১ (লাঞ্চ টাইম)

সময়ঃ ১২ মিনিটের বেশি

আমার গ্রাজুয়েশন সাবজেক্টঃ কৃষি বিজ্ঞান

আমার সময়ে রুমে ডিসি স্যার উপস্থিত ছিলেন না( স্যার না থাকায় কিছুটা হতাশ ছিলাম, কারণ স্যার খুবই ডিটেইলস প্রশ্ন করছিলো যার এন্সার আপনি কিছুটা হলেও দিতে পারবেন। তাই বাকিদের নিয়ে যেই ভয়ে ছিলাম সেটাই হয়েছিলো আমার সাথে)

ADC sir সহ ৩জন স্যার উপস্থিত ছিলেন।

বিসিএস লিখিত বাংলা প্রস্তুতি

ভিতরে ঢুকবার অনুমতি নিয়ে ঢুকে সালাম দিলাম। বসতে বলায় বসলাম।পেপার জমা দিলাম।

১ম জনঃ আপনার নাম বলুন।

আমি ঃ উত্তর দিলাম

১মঃ কোথায় পড়ালেখা করলেন। কোন সাব্জেক্ট। কোথায় থাকেন এখন।

আমিঃ উত্তর দিলাম।

ADC Sir ঃ

তো এই সাবজেক্ট আর এই রেজাল্ট নিয়ে কে আপনাকে প্রাইমারি চাকুরী করার পরামর্শ দিলো?

আমিঃ (থতমত খেয়ে গেলাম। চাকুরির পরামর্শ কে দিবে এমন চিন্তাই আসেনি)। কিন্তু ঠান্ডা মাথায় আর্থিক অবস্থা টাচ করে বর্তমান চাকরির বাজার নিয়ে কিছু বললাম, শুনে মনে হলো না খুশি হয়েছে।

১ম জনঃ

আপনার সাবজেক্ট থেকেই ধরি।

What is soil pollution?

আকিজ ফুড এন্ড বেভারেজ

আমি ঃ উত্তর দিলাম (ইংরেজিতেই)

What is Soil Erosion?

আমি ঃ উত্তর দিলাম (ইংরেজিতেই)

What is soil contamination?

আমি ঃ উত্তর দিলাম (ইংরেজিতেই)

What is soil element and how many..

আমি ঃ উত্তর দিলাম (ইংরেজিতেই)

Difference between sand, silt and clay soil

আমি ঃ উত্তর দিলাম (ইংরেজিতেই)

ADC Sir ঃ

ট্রান্সলেট করুন.. আমি গোপালগঞ্জ থেকে অনার্স শেষ করেছি

আমি ঃ I have completed B.sc graduation from Gopalgonj ❌❌

ADC Sirঃ

হয়নি আপনার ট্রান্সলেশন। আবার বলুন।

আমিঃ (ভ্যাবাচেকা খেয়ে) ঠিক করে উত্তর দিলাম।

১ম জনঃ

বলেন আপনার পঠিত বিষয় কিভাবে প্রাইমারি প্রতিষ্ঠানে কাজে আসবে।

৪৩তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

আমিঃ খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম চাইলে ফুলের বাগান বাগান,সবজি চাষ করে হাতে কলমে শিক্ষক সহ শিক্ষার্থী এবং অভিভাবকদের কৃষিবিদ বানিয়ে দিতে পারবো। প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা

ADC Sir ঃ

ট্রান্সলেট করুন খুলনায় একটা ইউনিভার্সিটি আছে।

আমিঃ there is a one university❌❌

১ম জনঃ এইখানে a,one একসাথেই বসবে?

আমিঃ আবার ঠিক করে ট্রান্সলেশন করলাম।

Bank Job Preparation 2024

১ম জনঃ গান শোনান

আমিঃ এই পদ্মা, এই মেঘনা….

১ম জনঃ আপনি তো ভুল লিরিক গাইলেন

আমিঃ দুঃখিত স্যার।

১ম জনঃ

বলেন পোকা এবং মাকড়ের মধ্যে পার্থক্য কি?

আমিঃ খুব ঘুরিয়ে পেচিয়ে উত্তর দিলাম। এতো প্যাচানো উনার পছন্দ হলো না। উনি নিজেই এক শব্দে উত্তর জানিয়ে দিলেন। উত্তর না পারায় বিরক্ত মনে হলো।

ADC Sir ঃ

ট্রান্সলেশন করুন। আমি সোমবারে যাবো। প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা

আমিঃ I will go in Monday ❌❌

Bank Job Preparation 2024

ADC Sir ঃ

On নাকি In

আমিঃ সরি স্যার বলে আবার ঠিক করে উত্তর দিলাম।

১ম জনঃ সংবিধান জানেন?

আমিঃ জ্বি স্যার জানি।

ADC Sir ঃ

নির্বাচনি অনুচ্ছেদ বলেন। কতজন সদস্য বোর্ডের।

Primary Viva Experience 2022

আমিঃ উত্তর দিলাম।

১ম জনঃ ৩ জন নির্বাচন কমিশনার থাকলে কি অসুবিধা হবে?

আমিঃ প্রশ্ন বুঝিনি (অসুবিধা হবে নাকি কি কি অসুবিধা হবে)

সরি স্যার বলে নিরীহ চোখে তাকালাম।

৩য় জনঃ

পেপার চেক করলো পুরো সময়। এবার বলে-

গান শোনান একটা।

আমিঃ কান্নাকাটির ভাব নিয়ে প্রথম জনের দিকে তাকালাম।

১ম জনঃ হ্যাঁ, গান শোনান আরেকটা। ধন্য ধান্য পুষ্প গেয়ে শোনান। প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা

আমিঃ দুই লাইন গাইলাম

৪৩তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

১ম জনঃ

এই গান কে গেয়েছে। এই গান মূলত কি ধরনের গান। এই কবির দুইটা নাটকের নাম বলেন।

আমিঃ হাসিখুশি হয়ে উত্তর দিলাম।

৩য় জনঃ

আপনি দেখি এগুলো ভালোই পারছেন। আর কোথাও জবের জন্য টিকেছেন?

আমিঃ ৪১ লিখিত দিয়েছিলাম।

ADC Sir ঃ

কিহ! ৩য় জনের দিকে ইংগিত করে বলে, দেখেন তো এর বয়স কত আছে। ৩য় জন বললো মাত্র ২৫ চলে। এটা শুনে ADC sir আবার ১ম জনের দিকে ইংগিত করে বললো এর ভাইভা শেষ করেন। গান পারলে গান গাওয়ান একটা।

১ম জনঃ স্যার ও দুইটা গান গেয়েছে।

বিসিএস লিখিত বাংলা প্রস্তুতি 2024

ADC Sir ঃ

গান গাইতে পারেন?

আমিঃ স্যার আমি গান, কবিতা সবই পারি ( আসলে কিচ্ছু পারি না ) কিন্তু গানের গলা ভালো না তাই গাই না।

ADC Sir ঃ ঠিক আছে একটা গান গেয়ে চলে যান।

আমিঃ আবার কান্নার দৃষ্টিতে ১ম জনের দিকে তাকালাম।

এবার ১ম জন বললো স্যার ও তো ২টা গান গাইলো। ছেড়ে দেই।

এরপর ১ম জন বললো ঠিক আছে তুমি যাও। কাগজপত্র, ভোটার আইডি কার্ড দেখে সব গুছিয়ে নিয়ে যাও।

আমি সালাম দিয়ে পেপারস নিয়ে বের হয়ে মাইটি প্রাইমারি ভাইভা শেষ করলাম।

(ভাইভা দিয়ে আমি নিজেও খুশি না, তারাও খুশি ছিলো না।) প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা

বিসিএস লিখিত: বাংলা প্রথম দ্বিতীয় পত্রের দশ পরামর্শ

প্রার্থীর নাম: সামিরা খন্দকার
জেলা :পাবনা

আমি :আসতে পারি?
ম্যাজিস্ট্রেট: আসুন

আমি: সালাম দিলাম
ম্যাজিস্ট্রেট : আপনার নাম কি
আমি:বললাম

ম্যাজিস্ট্রেট :আপনার ক্যাম্পাস কোথায়?
আমি:বললাম

আপনার সাবজেক্ট কি?
আমি :হিসাববিজ্ঞান

ম্যাজিস্ট্রেট : আপনার চাকরির আর কত বছর বাকি আছে? প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা
আমি:৪ বছর প্লাস

ম্যাজিস্ট্রেট:আপনি বিসিএস ট্রাই করেননি?
আমি: জি করেছি?

ম্যাজিস্ট্রেট: আপনার প্রথম বিসিএস কোনটা ছিল?
আমি: ৪১ তম

ম্যাজিস্ট্রেট: রিটেন দিতে পারছেন?

আমি: হ্যাঁ

দ্বিতীয় ম্যাজিস্ট্রেট: আপনি ৪৩ দিয়েছেন ?
সেটার কি অবস্থা, লিখিত দিতে পারবেন?

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

আমি: হ্যাঁ
পরিদর্শক: আপনার ৪৪ আসছে?
আমি: না!

ম্যাজিস্ট্রেট: আপনার প্রথম চয়েজ কি?
আমি:admin

ডিসি মহোদয়: তাহলে ৪৩ লিখিত তো আপনার খুব সামনে! প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা
আমি: hum
ম্যাজিস্ট্রেট: তাইলে আপনি প্রাইমারি চাকরি করবেন কি?

আমি: je
ম্যাজিস্ট্রেট: চাকরি করার যথাযথ কারণ বলুন?

আমি: বললাম (তারা শুনে বুঝতে পারলেন)

ম্যাজিস্ট্রেট: একটি কবিতা বলুন?

আমি: পাঞ্জেরী কবিতা বললাম?

ম্যাজিস্ট্রেট: কবিতার লাইন থেকে বানান ধরল? প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা

ট্রাস্ট ব্যাংক লিঃ ম্যানেজমেন্ট ট্রেইনী অফিসার (MTO) পদে নিয়োগ বিজ্ঞপ্তি৩০/০৬

আমি : বললাম

এরপর বলল আপনি এখন আসতে পারেন,,

বিশেষ দ্রষ্টব্য :অনেকে শিখায় দিয়েছিল বিসিএস বিষয়ে জিজ্ঞাসা করলে বলবেন সবগুলোতে ফেল, কিন্তু মিথ্যা দিয়ে কোন কিছু পাওয়ার দরকার নাই,, ইনশাল্লাহ হবে মহান আল্লাহ রিযিক এ রাখলে,,,akta Kotha Mona rakha uchit bcs prili pass manai job na…..tai primary k Ami serious niya Diyachilam…

সাইট থেকে অনেক সাহায্য পেয়েছি তাই নিজের ভাইভা শেয়ার করা।কারন ভাইভা আমার খুব মনের মত হয় নি।

**ভাইভা প্রার্থীদের উদ্দেশ্যে কিছু কথা:
দেখুন ভাইভা বোর্ডে কেমন প্রশ্ন হবে তাপ্রায় অনিশ্চিত।
স্যারদের মন-মানসিকতা ও পারিপার্শ্বিক অবস্থার উপর অনেকটা ডিপেন্ড করে।
তাই খুব ভাল প্রিপারেশন নিয়েও ভাইভা খারাপ হতে পারে আবার বাজে প্রিপারেশন নিয়েও ভাল ভাইভা হতে পারে।এটা সম্পূর্ণ ভাগ্যের উপর।
তবে কিছু বিষয় খেয়াল রাখবেন ভাইভা ভাল হবে ইন শা আল্লাহ। ভাইভা অভিজ্ঞতা | Viva Experience 2024
১।নিজের উপর আত্মবিশ্বাস রাখুন,আল্লাহর উপর ভরসা রাখুন।
২।পারেন বা না পারেন প্রফুল্ল থাকুন।ভাইভা বোর্ডে কখনো বিচলিত হওয়া /ঘাবড়ানো যাবেনা।বেশিরভাগ ক্ষেত্রে অপ্রত্যাশিত সিচুয়েশনে পড়লে কিভাবে আপনি তা ট্যাকেল দিবেন তাই ভাইভা বোর্ডে যাচাই করা হয়।
৩।যথাযথ উত্তর দিবেন।না পারলে বিনয়ের সাথে “সরি স্যার বলুন’।কিন্তু না জেনে জানার ভান করবেন না।
৪।আপনার পূর্বের উত্তর অনুযায়ি পরবর্তী প্রশ্ন আসতে পারে। তাই বুঝে শোনে যথাযথ উত্তর করুন।
৫।নিজেকে স্যারদের চেয়ে বড় জাহির করতে যাবেন না।উনারা আপনি /আমার চেয়ে যথেষ্ট জ্ঞানী ও বিজ্ঞ। সফল ভাইভা অভিজ্ঞতা | BCS Viva Experience 2024
৬।আপনার দেয়া উত্তর সঠিক হলেও ভাইভা বোর্ড ভুল ভাবে নিলে তর্কে না জড়িয়ে বিনয়ের সাথে বুঝানোর চেষ্টা করুন।তবে এক্ষেত্রে বুঝাতে না যাওয়াই বেটার, কারণ হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি।
৭।মার্জিত পোষাক পরিচ্ছদ,আচরণ ও ভাষা(আঞ্চলিকতা পরিহারের চেষ্টা ) ব্যবহার করুন। Primary Viva
৮।সাম্প্রতিক ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো ও বিষয় ভিত্তিক কমন প্রশ্নগুলো ভালভাবে জেনে যাবেন।
৯।কোন প্রশ্ন বুঝতে/শোনতে অসুবিধা হলে বিনয়ের সাথে জিজ্ঞাসা করুন(শুধু সরি স্যার ও বলতে পারেন)
১০। শেষ ভাল যার সব ভালো তার। সো ভাইভা বোর্ড থেকে বিনয়ের সাথে সালাম দিয়ে আদব বজায় রেখে বিদায় নিন। জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2024
বর্তমান পরিচয়:
সহ.শিক্ষক প্রাইমারি স্কুল
সহ.শিক্ষক
হাইস্কুল(সুপারিশপ্রাপ্ত)
বিসিএস লিখিত রেজাল্ট প্রত্যাশী ও ৪৬তম বিসিএস লিখিত পরিক্ষার্থী। Primary Viva
বি:দ্র:বিসিএস লিখিত রেজাল্ট প্রত্যাশী ছিলাম কিন্তু তা সহজে প্রকাশ করিনি।কারণ এটা শোনলে বলতো যে,
আপনি এই জব করবেন না।ভাল কিছুর চেষ্টা করুন।যেহেতু বয়স এখনো প্রায় দুই বছর আছে।
আপনাদের সামান্য উপকার হলেই আল্লাহর এই অধম বান্দা নিজেকে সার্থক ভাববে।
শুভ কামনা আপনাদের জন্য।
অধম বান্দাকে আপনাদের দোয়ায় রাখবেন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন:  ক্লিক করুন

পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন: ক্লিক করুন

অথবা ফেসবুক পেজে লাইক দিন – ক্লিক করুন