প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা 2022

প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা

প্রার্থীর নাম : প্রিয়াংকা হালদার

মনিরামপুর ,যশোর ।

নমস্কার দিয়ে ভিতরে প্রবেশ করলাম।

ডিসি স্যার: হাসতে হাসতে বসতে বললেন

আমি: thank u sir বলে বসলাম। certificate gulo dpeo sir এর হাতে দিয়েছিলাম।

ডিসি স্যার: প্রথমেই বললেন বায়োটেকনোলজি পড়ে কেন প্রাইমারি শিক্ষক হতে চান?

আমি : কী Answer দিয়েছি সঠিক মনে নাই তবে উত্তর দিতে দিতেই স্যার আবার Question করলেন বায়োটেকনোলজি মূলত কী ? Primary Viva Experience

BCS Preliminary Preparation General Science

আমি: জীবকে প্রযুক্তিগত করার মাধ্যমে মানব কল্যাণে প্রয়োগ করাই বায়োটেকনোলজি।

ডিসি স্যার: আপনি প্রাইমারি শিক্ষক হলে কোন subject টি বেশি ভালো করে পড়াতে পারবেন

আমি : ইংরেজি, Math , বাংলা।

ডিসি স্যার: আমার কথাটাই আবার রিপিট করলেন। তারপর বললেন Tell me about your academic background?

আমি: Sir first of all thank u very much . It’s a great pleasure to me to say something about myself. I have completed my graduation from khulna University in Biotecnology and Genetic Engineering Discipline.  Now I am studying MS at khulna University in the same discipline.

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

Before that I have completed (আমি স্যারের চোখের দিকে তাকিয়ে কথা বলতেছিলাম এবং তিনি মাথা নাড়িয়ে কথা শুনছিলেন) বলতেই স্যার থামিয়ে দিলেন বললেন academic এর পাশাপাশি extra কী করেন ?

আমি : আমি গান, কবিতা পারি, স্কুলে debate করতাম এছাড়া ভার্সিটি লাইফে ছায়াবৃত্ত নামক একটি non political social organization এর সাথে যুক্ত ছিলাম যেটা মেইনলি children education system এর সাথে যুক্ত ।

ডিসি স্যার: DPEO স্যার কে বললেন extra curriculum এর certificate গুলো check করতে যে গুলো আমার হাতে ছিল। আমি ছায়াবৃত্তের টা বের করে দিতেই DPEO স্যার বললেন আর দেখাতে হবে না।

ডিসি স্যার: একটা কবিতা শুনান। কোনটা করবেন?

আমি : সোনার তরী  । এটা কী আবৃত্তি করবো?

ডিসি স্যার সম্মতি দিলেন । চার লাইন আবৃত্তি করতেই ডিসি  স্যার বললেন ঠিক আছে ।

ডিসি স্যার: এবার একটা গান  করেন

আমি: ও আমার দেশের মাটির মুখরাটা ২ বার করতেই ডিসি স্যার DPEO স্যারকে বললেন আর কি শোনার দরকার আছে? DPEO স্যার না না বলতেই ডিসি স্যার বললেন আপনি আসতে পারেন। আপনার কাগজ গুলো নিয়ে যান বলে Thank U Priyanka বললেন।

৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

আমিও Thank u sir বলে বের হয়ে আসছিলাম তখন স্যারদের একটা কথা কানে এল ওর এখনও মাস্টার্স  Complete হয়নি।

(হাতের লেখা check করার জন্য আমাদের সবাইকে আগেই OMR এর কপি+ white paper দিয়েছিল OMR এর লেখাটা কপি করার জন্য)

আর আমার ভাইভার আগে একটা যান্ত্রিক গোলযোগ হয়েছিল যার জন্য ভাইভা কিছু সময়ের জন্য off ছিল।

সকলের জন্য শুভ কামনা রইল।

প্রিয়াংকা হালদার

বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন

খুলনা ইউনিভার্সিটি

ভাইভা অভিজ্ঞতা

সহকারী শিক্ষক নিয়োগ

প্রার্থীর নাম:  মো: নুরুন্নবী ইসলাম

লালমনিরহাট

ডিপিইও স্যার: নুরুন্নবী ইসলাম

আমি: জি স্যার

ডিসি স্যার: পড়াশোনা কোথা থেকে

আমি: রাজশাহী বিশ্ববিদ্যালয়

ডিসি: কোন সাবজেক্ট

আমি: রাষ্ট্রবিজ্ঞান

ডিসি: কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম বলুন

আমি: সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, স্যার টমাস একুইনাস, ইমানুয়েল কান্ট, দান্তে, জ্যা জ্যাক রুশো ইত্যাদি

ডিসি: রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য কি

BCS Written Preparation Bangla

আমি: স্যার রাষ্ট্রের প্রতি নাগরিকের প্রধান এবং প্রথম কর্তব্য হল রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা এবং রাষ্ট্রীয় নিয়ম কানুন মেনে চলা।

স্যার: আরো কিছু বলুন

আমি: নিয়মিত কর দেওয়া, শাসন কার্যে সহযোগিতা, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ   etc. Primary Viva Experience

স্যার: রাষ্ট্রের উপাদান কতটি

আমি: ৪টি

ডিসি: নাগরিক অধিকার কি

আমি: এই প্রশ্নের উত্তর জানি, কিন্তু তখন কি বলবো ভেবে পাচ্ছি না, সেজন্য আমি সংবিধানে চলে গেছি। বললাম তৃতীয় ভাগে ১৮ টি মৌলিক অধিকারের কথা বলা আছে।

পিটিআই সুপার: কি কি বল

আমি: ২৭ থেকে ৪১ অনুচ্ছেদ পর্যন্ত বলেছি

BCS Preliminary Preparation General Science

ডিসি স্যার: মহাসাগর কয়টি

আমি: ৫টি

পিটিআই: সবচেয়ে বড়

আমি: প্রশান্ত মহাসাগর

পিটিআই: সবচেয়ে গভীর

Nagad Job Circular 2024

আমি: প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্স

ডিসি স্যার এবার ৫ম শ্রেণির ইংরেজি বইয়ের প্রিফেস টা পড়তে দিলেন। Primary Viva Experience

আমি সুন্দর ভাবে প্রথম প্যারা পড়ার পর থামতে বললেন

ডিসি স্যার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ বলুন

40th BCS Viva Preparation

আমি: ১৭ মার্চ ১৯২০

ডিসি: কত বছর বয়সে স্কুলে যায়

আমি: ৭

ডিসি: প্রাথমিক স্কুলের নাম কি? Primary Viva Experience

আমি: গিমাডাঙ্গা প্রাথমিক স্কুল

ডিসি: হাই স্কুলের নাম কি

আমি: গোপালগঞ্জ মথুরানাথ মিশন হাই স্কুল

BCS Written Preparation Bangla 2024

পিটিআই: ওনি কত বছর বয়সে বিয়ে করেন?

আমি: ১৮ বছর বয়সে

ডিসি স্যার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন

BCS Preliminary Preparation 2024

আমি: ঢাকা বিশ্ববিদ্যালয়

তারপর ডিসি স্যার মুখের দিকে তাকিয়ে বললো আপনি আসুন, কাগজপত্র নিয়ে যান। আমি সালাম দিয়ে চলে আসি। সময় ৭/৮ মিনিটের মত।

ডিপিইও কোন প্রশ্ন করেন নাই, ওনি মার্কিং করছেন।

 

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: ক্লিক করুন

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন:  ক্লিক করুন

পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন: ক্লিক করুন

অথবা ফেসবুক পেজে লাইক দিন – ক্লিক করুন