Primary Viva Experience 2024

Primary Viva Experience 2024

চলমান প্রাইমারি শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের কয়েক জনের ভাইভা অভিজ্ঞতা প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য দেওয়া হলো:
প্রাইমারি শিক্ষক ভাইভা অভিজ্ঞতা-১ তৃতীয় ধাপ –
তারিখঃ 09-05-2024
জেলা–ফরিদপুর)
সময়ঃ দুপুর 3টা
সিরিয়াল নং— 02
দরজা ঠেলে ভিতরে প্রবেশের অনুমতি নিয়ে একটু সামনে গিয়ে নমস্কার জানাতে ডিসি স্যার বসতে বললেন ! পাশ থেকে
একজন কাগজপত্র দিতে বল্লেন !
ডিসি স্যারঃ আপনি হীরক ঘোষ ?
—-হ্যা স্যার !
DC: হীরকের ইংরেজি কি ?
—উত্তর দিলাম !
DC: কোথা থেকে উৎপত্তি ? কিভাবে তৈরি হয় ? কোথায় পাওয়া যায় ? পৃথিবীর সবচেয়ে বৃহৎ হীরক খনির নাম কি ?এটা কোন মহাদেশে ?
— উত্তর দিলাম !
ম্যাডাম: আপনার এলাকা কি জন্য বিখ্যাত ? Primary Viva Experience 2024
–বল্লাম !
খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সাজেশন
DC: অংক পারবেন ?
–হ্যা স্যর পারবো ! মুখে বল্লেন খাতায় লিখতে লাগলাম ( ডান পাশ থেকে আরেকজন স্যারঃ আপনি পড়াশোনা শেষ করে বর্তমানে কি করছেন ?
— বল্লাম (উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করি)
ম্যাডামঃ একটা কঠিন বিষয় কিভাবে শিক্ষার্থীদের বোঝাবেন ? ধরুন… ক্লাসে কারো তেমন মনোযোগ নেই পড়ার প্রতি এক্ষেত্রে আপনি কিভাবে ক্লাস কন্ট্রোল করেন ?
— বল্লাম !
ডান পাশ থেকে স্যারঃ চতুর্থ শিল্প বিপ্লব কি ? বুঝিয়ে বলুন !
— গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করলাম ! পজেটিভলি নিলো !
DC: ট্রান্সলেশন করুন ! আমি প্রতিদিন স্কুলে যাই , সে স্কুলে যায়না, তারা স্কুলে যায়নি, আমরা স্কুলে যাবো !
— বল্লাম !
এক্সট্রা আর কিছু ?
— স্যার, আর্ট পারি ভালো ! গান..কবিতা..আবৃতি শিখেছি ! তবে মাঝে মাঝে কবিতা লিখি !
গল্প বলতে পারি !
ম্যাডামঃ এই মুহূর্তে গরম নিয়ে 2 লাইন কবিতা লিখতে পারবেন ?
— লিখে দিলাম !
DC স্যারঃ আপনাকে ধন্যবাদ ! আপনি এখন আসতে পারেন !
সবাইকে ধন্যবাদ দিয়ে কাগজপত্র নিয়ে নমস্কার জানিয়ে বেরিয়ে এলাম !

Primary Viva Experience 2024

১৪/০৫/২৪
সময়ঃ ১০ মিনিট
এডিসিঃ আপনার নাম?
-বললাম
এডিসিঃ আপনার রেজাল্ট তো অনেক ভাল, আপনি এখানে আসছেন কেন? আপনি বিসিএস দিবেন ভাল জবে ট্রাই করবেন। বিসিএস দেন নাই?
– দিয়েছিলাম স্যার, প্রিলি পাশ করতে পারিনি।
এডিসিঃ কয়টা দিয়েছেন?
– ৩টা
BCS Viva Experience
এডিসিঃ তাহলে কি বুঝলেন বলেন তো? আরো ভাল করে পড়াশোনা করতে হবে।
এটিআই সুপারঃ পড়াশোনা?
– বললাম, সাবজেক্টও বললাম (কৃষি) দুইজনই জিজ্ঞেস করছলো।
সুপারঃ বলেন এগ্রিকালচার আর এগ্রোনোমির পার্থক্য কি?
– বললাম
-হর্টিকালচার আর এগ্রোনোমির পার্থক্য?
– বললাম। এডিসি সুপারকে জিজ্ঞেস করলেন উত্তর হইছে কিনা।
এডিসিঃ সয়েল সাইন্স পড়ছেন? সয়েলের সংজ্ঞা বলেন?
– বললাম। উত্তর মনঃপুত হয়নি।
কম্পোনেন্ট জিজ্ঞেস করলেন।
-ঠিকঠাক পারিনি তবে বলে দেয়ার পর বলতে পেরেছি কিছুটা, উত্তর নিয়েছেন।
এডিসিঃ সয়েলের অর্গানিক ম্যাটার কতো পার্সেন্টেজ? অপটিমাম টা আমাদের সয়েলে আছে কিনা?
– উত্তর করলাম।
এডিসিঃ কেন অর্গানিক ম্যাটার বাড়ানো উচিৎ, কীভাবে বাড়ানো উচিৎ?
– বললাম। ধইঞ্চা বলার পর এটার নডিউল নাইট্রোজেন ফিক্সেশন ইত্যাদী নিয়ে প্রশ্ন করেছিলো।
সুপার বললেন ধইঞ্চা দিলে কোন সার দেয়া বাদ দিতে হবে?
ইউরিয়া বলায় বললেন গুড। উনি বেশ কিছু ক্রিয়েটিভ প্রশ্ন করেছিলেন, স্যার সম্ভবত কৃষির এবং আমাকে বললেন আপনি
একজন সাইন্টিস আপনার এগুলো পারা উচিৎ।
এডিসিঃ আপনি যে চেয়ারে বসে আছে এটা নিয়ে ৫টি বাক্য বলুন।
– ৩টি ভাল, একটি এভারেজ আরেকটা ভুলভাল বলছি।
মনে হলো উত্তর নিয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসারঃ সমকোনী ত্রিভুজের বৈশিষ্ট্য বলেন?
– বললাম।
এখান থেকে আরো ২-৩ টি প্রশ্ন করলেন।
এডিসিঃ আর কিছু জিজ্ঞেস করবেন?
সুপারঃ না, পারছে মোটামুটি।
এডিসিঃ আপনার সনদগুলো নিয়ে যান।
– সালাম দিয়ে চলে আসলাম।
বোর্ড যথেষ্ট আন্তরিক ছিলো, সবার জন্য শুভকামনা রইলো।
ভাইভা অভিজ্ঞতা
প্রার্থীর নাম : হোমায়রা কেয়া
২১.০৬.২২
৩.১০-৩.৩০( আনুমানিক)
সদর লক্ষ্মীপুর
বিষয়ঃঅর্থনীতি
আমিঃ আসতে পারি
ডিসি স্যারঃ আসুন
সালাম দিয়ে প্রবেশ করতেই বসতে বললেন
ডিসি স্যারঃনাম কি?
আমিঃহোমায়রা ইসলাম
ডিসি স্যার ঃআপনি ছাড়াও এইখানে একজন হোমায়রা আছে বলেন তো কে?
আমিঃ প্রথমে বুঝতে পারিনি
তারপরে একটু সময় পরে বুঝতে পারলাম এডিসি স্যার হাসতেছে উনি মনে হয় হোমায়রা বেগম
ভারতকে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট দেয়ায় বাংলাদেশের লাভ না ক্ষতি?
ডিসি স্যারঃ এতক্ষন ওয়েটিং রুমে বসে কি দেখছেন?
আমিঃ স্যার লক্ষ্মীপুরের বিখ্যাত স্থানের ছবি আর বিখ্যাত সব পণ্যের ছবি ছিল।
এডিসি স্যারঃ বাংলায় দুটো বাক্য, ইংরেজিতে দুটো বাক্য লিখতে দিলেন
আমিঃ লিখতে লিখতে প্রশ্ন করা শুরু,,,,,
ডিসি স্যারঃ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়?
আমিঃএন্সারড।
ডিসি স্যারঃ স্বাধীনতার ঘোষণা কবে হয়?
আমিঃ এন্সারড।
এতক্ষন পর্যন্ত সব ঠিকই ছিলো
ডিসি স্যারঃ বলেন ডেভলপমেন্ট থিউরি,,ইংরেজিতে Question করছে। ভাইভা অভিজ্ঞতা
৫ টা থিউরি বলেন ইংরেজিতে।
আমিঃ মনে মনে বাংলায় তো পারি
ডিসি স্যারঃ গ্রেসামের থিউরি, ফিশারের থিউরি বলেন?
আমিঃ এন্সারড,,, তবে আরো ভালো বলা উচিত ছিলো
ডিসি স্যারঃ ম্যালথাসের থিউরি বলেন
আমিঃবললাম
ডিসি স্যারঃ What is GNP & GDP
আমিঃ বললাম,,
ডিসি স্যারঃ অর্মত্য সেন কোন বইয়ের জন্য কত সালে নোবেল পান?
আমি ঃ সুন্দর করে বলছি।
ডিসি স্যারঃ অমর্ত্য সেনের ডেভেলপমেন্ট বইয়ে কি বিষয় নিয়ে কথা বলছে ব্যাখা করেন।
আমিঃ হালকা পাতলা পারি,,,কোনরকম বলছি
ডিসি স্যারঃ ব্যাংক নোট কয়টি ও কি কি?
আমিঃএন্সারড।
প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা / Primary Viva Exam 2022
ডিসি স্যারঃ ব্যাংক নোটে কার সাইন থাকে?
আমি ঃ এন্সারড,,
এডিসি ম্যামঃ মনিটরিং পলিসি কি বলেন আরো কি একটা বলছে ইংরেজিতে বুঝিনি
আমিঃবলতে পারিনি
এডিসি ম্যামঃ বর্তমান অর্থসচিব কে?
আমিঃ খুব সুন্দর করে এন্সারড দিছি।
ম্যাম খুশি হলো মনে হয়।
পিটিআই স্যারঃ রোড এক্সিডেন্ট কারণ কি ৫ টি বাক্য ইংরেজি তে বলেন,, স্যার ইংরেজি তে প্রশ্ন করেছে।
আমিঃ ৩ টা বলার পর এডিসি ম্যাম বললো ছেড়ে দেন
বেশিরভাগ প্রশ্ন ইংলিশে করতেছে আমাদের জেলায়।
Subjective question ডিটেইলস ধরতেছে।

ভাইভা অভিজ্ঞতা

ইংরেজি বিভাগ।

রামগতি, লক্ষিপুর জেলা।

১২/০৫/২০২৪

সালাম দিয়ে প্রবেশ করলাম।
হাতের লেখা চ্যাক করে দেখল…
১. আপনার নাম কি?
– মেহেদী হাসান
২. আপনার নামে বিখ্যাত একজন শিল্পী আছে, বলতে পারবাবেন?
-সরি স্যার
৩. আপনার নামে একজন খেলোয়াড় আছে, বলতে পারবেন?
– জ্বি, স্যার, মেহেদী হাসান মিরাজ
৪. ওনার বাড়ি কোথায়?
– সরি স্যার
৫. আপনি কিসে পড়ছেন?
– ইংরেজি সাহিত্য, নোয়াখালী সরকারি কলেজ।
৬. আপনার থেকে ইংরেজি শিখব। আপনি কোনো প্রত্রিকা পড়েন?
– জ্বি স্যার,
৭ কোন পত্রিকা?
– যুগান্তর
৮. সম্পাদক কে?
– স্যরি স্যার
৯. মাইকেল মধুসূদন দত্তের দুইটা ইংরেজি লেখার নাম বলেন।
– স্যরি স্যার।
১০. The Daffodil কবিতা কে লিখছেন?
– William Wordsworth
১১. আবৃত্তি করতে পারবেন?
– সরি স্যার
১২. আপনাদের সাহিত্যের কি কি পড়ানো হয়েছিল?
– drama, prose, novel, poetry, history of English literature.
১৩. অনেক কিছুই তো পড়ানো হয়েছে. রেনেসাঁস বানান করেন ইংরেজিতে
– Renaissance
১৪. Hamlet এর লেখক কে?
– মাইকেল মধুসূদন দত্ত
১৫. কি বলেন! সিউর?
– সরি স্যার, William Shakespeare.
১৪. আপনি অনেক নার্ভাস হয়ে যাচ্ছেন মনে হয়? আচ্ছা, ৩০ সেকেন্ড সময় নেন।
বিসিএস প্রশাসন ক্যাডার দায়িত্ব ও সুযোগ-সুবিধা
১৫. ত্রিভুজ কাকে বলে?
– তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে।
১৬. চতুর্ভুজ কাকে বলে?
– চার বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ভাইভা অভিজ্ঞতা
১৭. পাচ বাহু যার তাকে কি বলে?
– পঞ্চমভুজ
১৮. যার অনেক বাহু আছে তাকে কি বলে?
– বহুভুজ
১৯. GMT মানে কি?
– সময় নির্ধারণের মানদণ্ড ( হয়ছে কিনা জানিনা) Primary Viva Experience 2024
২০. GMT meaning?
– স্যারি স্যার
২১. GMT কোথায় থেকে হিসাব করা হয়?
– ব্রিটেন থেকে
২২. ব্রিটেনের কোথায়?
– মনে পড়ছে না, স্যরি স্যার
২৩. GMT সমন্ধে আপনার ধারনা আরও স্পষ্ট থাকা দরকার। “আমি করি”, এটার ইংরেজি করেন..
– I do
24. আমি কি করি?
– Do I do?
25. আমি খাই।
– I eat
26. আমি কি খাই?
– do I eat
27. আমি কি করি না?
– Don’t i Do
28. আমি কি খাই না?
– Don’t i eat?
29.
আরও কিছু প্রশ্ন ছিলো, মনে পড়ছে না।
(ভাইভাটা আমার বন্ধুর ছিলো, আমাকে শেয়ার করেছে। আমি আপনাদের সাথে শেয়ার করলাম)
ভাইভা অভিজ্ঞতা
সালাম দিয়ে প্রবেশ করলাম
প্রশ্নকর্তা : আপনার নাম কি?
বললাম। সার্টিফিকেট গুলো নিলো এবং বসতে বললেন
আমি: ধন্যবাদ দিয়ে বসলাম।
স্যার: বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট আপনি বিজ্ঞান বানান লিখুন ।
আমি: লিখলাম
এডিসি ম্যাম : এই শব্দটায় যুক্ত বর্নটা কি। কি কি অক্ষর নিয়ে গঠিত
আমি : বললাম
স্যার: আপনি একান্তর কোন একে দেখাতে পারবেন।
আমি: জি স্যার বলে একে দেখালাম।
স্যার ২: খুশি হয়ে বললেন আপনি আসায় আমাদের মন টা একটু ভালো হলো এতক্ষন মন ভালো ছিলোনা।
এডিসি ম্যাম : বলেন তো” আমি দ্রুত চলি ” ইংরেজি কি?
বললাম
স্যার ২ : আমি বাগেরহাট থেকে ভাইভা দিতে এসেছি কোন টেন্স?
বললাম
ভারতকে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট দেয়ায় বাংলাদেশের লাভ না ক্ষতি?
এডিসি ম্যাম : এইবার একটু মুক্তি যুদ্ধে আসি
একটা মুক্তি যুদ্ধ বিষয়ক উপন্যাসের নাম বলুন
আমি বলার পরে ম্যাম বললেন মুক্তিযুদ্ধের কোন চলচ্চিত্র টভিতে দেখছেন
আমি কিছু বলার আগে স্যার বললেন শ্যামল ছায়া দেখছেন আমি বললাম না স্যার
আমি ” ওরা ১১ জন ” এটা দেখেছি। Primary Viva Experience 2024
ম্যাম : একটা গান বা কবিতা বলতে পারবেন
আমি জসিমউদ্দিন এর আসমানি কবিতার কিছু অংশ বলার পরে স্যার বললেন নজরুলের আর একটু উচ্চ মাপের কবিতা পারেন না? বিদ্রোহী কবিতা।
আমি বললাম স্যার বেশি পারবোনা কয়েক লাইন পারি৷
পরে ৩-৪ লাইন বললাম।
স্যার : জসিম উদ্দিন এর বাড়ি কোথায়?
বললাম
স্যার বললেন ঠিক আছে এবার আসুন আপনি ভালোই উত্তর করছেন।
আমি সালাম দিয়ে বের হলাম৷
ভাইভা অভিজ্ঞতা
প্রার্থীর নাম : কাজী অন্তর
ব্রাহ্মণবাড়িয়া সদর
বোর্ডে তিন জন সদস্য ছিলেন
সালাম দিয়ে প্রবেশ করলাম
১.বর্তমানে জিডিপি রেইট কত??
২.জিডিপি ও জিএনপির মধ্যে পার্থক্য কি??
৩.বর্তমান বাজেট কত তম??রিজার্ভের পরিমাণ কত??
৪.পাশে বসা একজন দুইটা অনুবাদ দিলেন
আমি পায়ে হেটে স্কুলে যায়
বাহিরে প্রচন্ড ৃষ্টি হচ্ছে
৫.টেবিলে একটা মানচিত্র ছিল স্যার মানচিত্রে একটু চোখ বুলিয়ে আমাকে বললেন আপনাকে ৪ টা জেলা বলব অই চারটা জেলা মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টর আর অই সেক্টর এর কমান্ডার কারা ছিলেন???
মেহেরপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া
ব্যাংকিং এ পড়াশোনা করে প্রাইমারিতে আসতে চান কেনো??
সালাম দিয়ে বিদায় নিলাম
ভাইভা অভিজ্ঞতা
সালাম দিয়ে রুমে প্রবেশ করলাম।
ডিসি ম্যামঃনাম কি তোমার?
আমিঃখায়রুন নেছা।
ম্যামঃতোমার নামে তো ছবি আছে।
আমিঃহ্যা, খায়রুন সুন্দরী।
ম্যামঃনায়িকার নাম কি?
আমিঃমৌসুমি।
ম্যামঃগানটা গেয়ে শুনাও।
আমিঃখায়রুন লো তোর লম্বা মাথার কেশ
ম্যামঃআরেকটু জোরে গাও
আমিঃখায়রুন লো তোর লম্বা মাথার কেশ। চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ।অবশ্য আমার গানের সুর অত ভালো না। তবে চেষ্টা করছি। Primary Viva Experience 2024
এরপর আমাকে রিডিং,কবিতা,কিছুর ফুল মিনিং ধরছে।তো একটার ফুল মিনিং আমি পারতাম না তাই বলছি সরি পারি না।তুমি কেনো প্রাইমারী শিক্ষক হতে চাও ইংরেজিতে ৩ লাইন বলো। সবাই আমার জন্য দোয়া কইরেন

 

 ভাইভা অভিজ্ঞতা

সিরিয়াল নাম্বার-০১

*আমি:দরজা খুলে সালাম দিলাম ও ভিতরে প্রবেশের অনুমতি চাইলাম?

বোর্ড:সালামের উত্তর দিলেন ও প্রবেশের অনুমতি দিলেনএবং বসতে বললেন।

আমি:ধন্যবাদ দিতে চাইলাম।

বোর্ড:আপনার নাম শরিফ উজ্জামান?

আমি:জি, স্যার।

বোর্ড :কী করেন আপনি/পেশা কী?

আমি:আপাতত বেকার স্যার,তবে টিউশন করাই।

বোর্ড:আপনার অনার্স -মাস্টার্স কোথা থেকে?

আমি:অনার্স -খুলনা বিশ্ববিদ্যালয় ও মাস্টার্স-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

বোর্ড:আপনার অনার্সের সাবজেক্ট কী?

আমি:এগ্রিকালচার, স্যার।

বিসিএস পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন বুকলিস্ট !!

বোর্ড:পিউর এগ্রিকালচার?

আমি:জি, স্যার।

বোর্ড:গ্রাফটিং,কাটিং ও রুটিং কী?(৩টি প্রশ্ন একসাথে ছুঁড়লেন)

আমি:সিরিয়ালি উত্তর করলাম।

বোর্ড:ফসলের কয়েকটা ক্ষতিকর পোকার নাম বলুন?

আমি:ইংরেজি টার্ম পেটে আসতেছিলো তাও মুখে নয়, স্যার হেল্প করলেন।

বোর্ড::কয়েকটা কীটনাশকের নাম বলুন?

আমি:ডিডিটি ও আরেকটা বললাম। স্যার সাথে বাসুডিন ও…যোগ করলেন।

বোর্ড:বঙ্গবন্ধুকে জাতির জনক বলা হয় ট্রান্সলেশন করুন? Primary Viva Experience 2024

আমি:ট্রান্সলেশন করলাম।

বোর্ড:মুক্তিবাহিনী কত তারিখে গঠিত হয়?

আমি:সঠিক উত্তর মনে হচ্ছিলনা তাই সরি বললাম।স্যার টেকনিক্যালি সঠিক উত্তর দিয়ে বললেন… এটা কি? আমিও টেকনিক্যালি জি স্যার বললাম।মানে উনি আমার না জানা উত্তর টেকনিক্যালি আমাকে দিয়েই কারেক্ট করিয়ে নিলেন।

বোর্ড;১০ কে এমন দুইভাবে ভাগ করুন যেন ১ব্যবধান হয়?

আমি:উত্তর করলাম।

বোর্ড:১৬ সংখ্যাটি ৪০ এর শতকরা কত?

আমি:উত্তর করলাম।

বোর্ড:একটি কবিতা বলুনতো?

আমি:২লাইন বললাম( কবির নাম সহ কবিতার নাম ও কবিতা-সকালে উঠিয়া আমি মনে মনে বলি….)তারপর থামতে বললেন ও গানের দিকে গেলেন।

বোর্ড:একটা গান বলতে পারবেন?যেহেতু হুজুর মানুষ ইসলামিক ও গাইতে পারেন। Primary Viva Experience 2024

আমি:যদিও ইসলামিক সহ ৩টা গান মুখস্থ করেছিলাম। কিন্তু টেকনিক্যালি প্রাক প্রাথমিকের ১৩ টি গানের একটি(আমাদের দেশটা স্বপ্নপুরী….) গাইলাম।স্যার তাল মিলালেন ও খুশি হয়ে আসতে পারেন বললেন।

বোর্ড:আপনার সম্পত্তিগুলো নিয়ে যান।

আমি:মুচকি হাসলাম, ধন্যবাদ এবং সালাম দিয়ে সম্পত্তিনিয়ে চলে আসলাম।

বি:দ্র: বোর্ড খুব আন্তরিক ছিলেন।বোর্ডে ৩ জিন ছিলেন।ডিসি স্যার প্রশ্ন না করে শুধু পরখ করছিলেন।

এই হল আমার বাস্তব ভাইভা অভিজ্ঞতা।

***ভাইভা প্রার্থীদের উদ্দেশ্যে কিছু কথা:

দেখুন ভাইভা বোর্ডে কেমন প্রশ্ন হবে তাপ্রায় অনিশ্চিত।

স্যারদের মন-মানসিকতা ও পারিপার্শ্বিক অবস্থার উপর অনেকটা ডিপেন্ড করে।

তাই খুব ভাল প্রিপারেশন নিয়েও ভাইভা খারাপ হতে পারে আবার বাজে প্রিপারেশন নিয়েও ভাল ভাইভা হতে পারে।এটা সম্পূর্ণ ভাগ্যের উপর।

তবে কিছু বিষয় খেয়াল রাখবেন ভাইভা ভাল হবে ইন শা আল্লাহ।

১।নিজের উপর আত্মবিশ্বাস রাখুন,আল্লাহর উপর ভরসা রাখুন।

২।পারেন বা না পারেন প্রফুল্ল থাকুন।ভাইভা বোর্ডে কখনো বিচলিত হওয়া /ঘাবড়ানো যাবেনা।বেশিরভাগ ক্ষেত্রে অপ্রত্যাশিত সিচুয়েশনে পড়লে কিভাবে আপনি তা ট্যাকেল দিবেন তাই ভাইভা বোর্ডে যাচাই করা হয়।

৩।যথাযথ উত্তর দিবেন।না পারলে বিনয়ের সাথে “সরি স্যার বলুন’।কিন্তু না জেনে জানার ভান করবেন না। Primary Viva Experience 2024

৪।আপনার পূর্বের উত্তর অনুযায়ি পরবর্তী প্রশ্ন আসতে পারে। তাই বুঝে শোনে যথাযথ উত্তর করুন।

৫।নিজেকে স্যারদের চেয়ে বড় জাহির করতে যাবেন না।উনারা আপনি /আমার চেয়ে যথেষ্ট জ্ঞানী ও বিজ্ঞ।

৬।আপনার দেয়া উত্তর সঠিক হলেও ভাইভা বোর্ড ভুল ভাবে নিলে তর্কে না জড়িয়ে বিনয়ের সাথে বুঝানোর চেষ্টা করুন।তবে এক্ষেত্রে বুঝাতে না যাওয়াই বেটার, কারণ হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি।

৭।মার্জিত পোষাক পরিচ্ছদ,আচরণ ও ভাষা(আঞ্চলিকতা পরিহারের চেষ্টা ) ব্যবহার করুন।

৮।সাম্প্রতিক ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো ও বিষয় ভিত্তিক কমন প্রশ্নগুলো ভালভাবে জেনে যাবেন।

৯।কোন প্রশ্ন বুঝতে/শোনতে অসুবিধা হলে বিনয়ের সাথে জিজ্ঞাসা করুন(শুধু সরি স্যার ও বলতে পারেন)

১০। শেষ ভাল যার সব ভালো তার। সো ভাইভা বোর্ড থেকে বিনয়ের সাথে সালাম দিয়ে আদব বজায় রেখে বিদায় নিন।

বি:দ্র:বিসিএস লিখিত রেজাল্ট প্রত্যাশী ছিলাম কিন্তু তা সহজে প্রকাশ করিনি।কারণ এটা শোনলে বলতো যে, আপনি এই জব করবেন না।ভাল কিছুর চেষ্টা করুন।যেহেতু বয়স এখনো প্রায় দুই বছর আছে।

আপনাদের সামান্য উপকার হলেই আল্লাহর এই অধম বান্দা নিজেকে সার্থক ভাববে। Primary Viva Experience 2024

শুভ কামনা আপনাদের জন্য।

অধম বান্দাকে আপনাদের দোয়ায় রাখবেন।

আসসালামু আলাইকুম।

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন:  https://cutt.ly/VeaTC5nM

বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন:  https://cutt.ly/HeaYoqBO

চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/job-circular/

চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/viva-preparation-2/

পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন:

https://web.facebook.com/groups/abcsspecial

অথবা ফেসবুক পেজে লাইক দিন –

https://www.facebook.com/abcsspecial