আমি বলার পরে ম্যাম বললেন মুক্তিযুদ্ধের কোন চলচ্চিত্র টভিতে দেখছেন
আমি কিছু বলার আগে স্যার বললেন শ্যামল ছায়া দেখছেন আমি বললাম না স্যার
আমি ” ওরা ১১ জন ” এটা দেখেছি। Primary Viva Experience 2024
ম্যাম : একটা গান বা কবিতা বলতে পারবেন
আমি জসিমউদ্দিন এর আসমানি কবিতার কিছু অংশ বলার পরে স্যার বললেন নজরুলের আর একটু উচ্চ মাপের কবিতা পারেন না? বিদ্রোহী কবিতা।
আমি বললাম স্যার বেশি পারবোনা কয়েক লাইন পারি৷
পরে ৩-৪ লাইন বললাম।
স্যার : জসিম উদ্দিন এর বাড়ি কোথায়?
বললাম
স্যার বললেন ঠিক আছে এবার আসুন আপনি ভালোই উত্তর করছেন।
আমি সালাম দিয়ে বের হলাম৷
ভাইভা অভিজ্ঞতা
প্রার্থীর নাম : কাজী অন্তর
ব্রাহ্মণবাড়িয়া সদর
বোর্ডে তিন জন সদস্য ছিলেন
সালাম দিয়ে প্রবেশ করলাম
১.বর্তমানে জিডিপি রেইট কত??
২.জিডিপি ও জিএনপির মধ্যে পার্থক্য কি??
৩.বর্তমান বাজেট কত তম??রিজার্ভের পরিমাণ কত??
৪.পাশে বসা একজন দুইটা অনুবাদ দিলেন
আমি পায়ে হেটে স্কুলে যায়
বাহিরে প্রচন্ড ৃষ্টি হচ্ছে
৫.টেবিলে একটা মানচিত্র ছিল স্যার মানচিত্রে একটু চোখ বুলিয়ে আমাকে বললেন আপনাকে ৪ টা জেলা বলব অই চারটা জেলা মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টর আর অই সেক্টর এর কমান্ডার কারা ছিলেন???
মেহেরপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া
ব্যাংকিং এ পড়াশোনা করে প্রাইমারিতে আসতে চান কেনো??
সালাম দিয়ে বিদায় নিলাম
ভাইভা অভিজ্ঞতা
সালাম দিয়ে রুমে প্রবেশ করলাম।
ডিসি ম্যামঃনাম কি তোমার?
আমিঃখায়রুন নেছা।
ম্যামঃতোমার নামে তো ছবি আছে।
আমিঃহ্যা, খায়রুন সুন্দরী।
ম্যামঃনায়িকার নাম কি?
আমিঃমৌসুমি।
ম্যামঃগানটা গেয়ে শুনাও।
আমিঃখায়রুন লো তোর লম্বা মাথার কেশ
ম্যামঃআরেকটু জোরে গাও
আমিঃখায়রুন লো তোর লম্বা মাথার কেশ। চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ।অবশ্য আমার গানের সুর অত ভালো না। তবে চেষ্টা করছি। Primary Viva Experience 2024
এরপর আমাকে রিডিং,কবিতা,কিছুর ফুল মিনিং ধরছে।তো একটার ফুল মিনিং আমি পারতাম না তাই বলছি সরি পারি না।তুমি কেনো প্রাইমারী শিক্ষক হতে চাও ইংরেজিতে ৩ লাইন বলো। সবাই আমার জন্য দোয়া কইরেন
ভাইভা অভিজ্ঞতা
সিরিয়াল নাম্বার-০১
*আমি:দরজা খুলে সালাম দিলাম ও ভিতরে প্রবেশের অনুমতি চাইলাম?
বোর্ড:সালামের উত্তর দিলেন ও প্রবেশের অনুমতি দিলেনএবং বসতে বললেন।
আমি:ধন্যবাদ দিতে চাইলাম।
বোর্ড:আপনার নাম শরিফ উজ্জামান?
আমি:জি, স্যার।
বোর্ড :কী করেন আপনি/পেশা কী?
আমি:আপাতত বেকার স্যার,তবে টিউশন করাই।
বোর্ড:আপনার অনার্স -মাস্টার্স কোথা থেকে?
আমি:অনার্স -খুলনা বিশ্ববিদ্যালয় ও মাস্টার্স-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
বোর্ড:গ্রাফটিং,কাটিং ও রুটিং কী?(৩টি প্রশ্ন একসাথে ছুঁড়লেন)
আমি:সিরিয়ালি উত্তর করলাম।
বোর্ড:ফসলের কয়েকটা ক্ষতিকর পোকার নাম বলুন?
আমি:ইংরেজি টার্ম পেটে আসতেছিলো তাও মুখে নয়, স্যার হেল্প করলেন।
বোর্ড::কয়েকটা কীটনাশকের নাম বলুন?
আমি:ডিডিটি ও আরেকটা বললাম। স্যার সাথে বাসুডিন ও…যোগ করলেন।
বোর্ড:বঙ্গবন্ধুকে জাতির জনক বলা হয় ট্রান্সলেশন করুন? Primary Viva Experience 2024
আমি:ট্রান্সলেশন করলাম।
বোর্ড:মুক্তিবাহিনী কত তারিখে গঠিত হয়?
আমি:সঠিক উত্তর মনে হচ্ছিলনা তাই সরি বললাম।স্যার টেকনিক্যালি সঠিক উত্তর দিয়ে বললেন… এটা কি? আমিও টেকনিক্যালি জি স্যার বললাম।মানে উনি আমার না জানা উত্তর টেকনিক্যালি আমাকে দিয়েই কারেক্ট করিয়ে নিলেন।
বোর্ড;১০ কে এমন দুইভাবে ভাগ করুন যেন ১ব্যবধান হয়?
আমি:উত্তর করলাম।
বোর্ড:১৬ সংখ্যাটি ৪০ এর শতকরা কত?
আমি:উত্তর করলাম।
বোর্ড:একটি কবিতা বলুনতো?
আমি:২লাইন বললাম( কবির নাম সহ কবিতার নাম ও কবিতা-সকালে উঠিয়া আমি মনে মনে বলি….)তারপর থামতে বললেন ও গানের দিকে গেলেন।
বোর্ড:একটা গান বলতে পারবেন?যেহেতু হুজুর মানুষ ইসলামিক ও গাইতে পারেন। Primary Viva Experience 2024
আমি:যদিও ইসলামিক সহ ৩টা গান মুখস্থ করেছিলাম। কিন্তু টেকনিক্যালি প্রাক প্রাথমিকের ১৩ টি গানের একটি(আমাদের দেশটা স্বপ্নপুরী….) গাইলাম।স্যার তাল মিলালেন ও খুশি হয়ে আসতে পারেন বললেন।
বোর্ড:আপনার সম্পত্তিগুলো নিয়ে যান।
আমি:মুচকি হাসলাম, ধন্যবাদ এবং সালাম দিয়ে সম্পত্তিনিয়ে চলে আসলাম।
বি:দ্র: বোর্ড খুব আন্তরিক ছিলেন।বোর্ডে ৩ জিন ছিলেন।ডিসি স্যার প্রশ্ন না করে শুধু পরখ করছিলেন।
এই হল আমার বাস্তব ভাইভা অভিজ্ঞতা।
***ভাইভা প্রার্থীদের উদ্দেশ্যে কিছু কথা:
দেখুন ভাইভা বোর্ডে কেমন প্রশ্ন হবে তাপ্রায় অনিশ্চিত।
স্যারদের মন-মানসিকতা ও পারিপার্শ্বিক অবস্থার উপর অনেকটা ডিপেন্ড করে।
তাই খুব ভাল প্রিপারেশন নিয়েও ভাইভা খারাপ হতে পারে আবার বাজে প্রিপারেশন নিয়েও ভাল ভাইভা হতে পারে।এটা সম্পূর্ণ ভাগ্যের উপর।
তবে কিছু বিষয় খেয়াল রাখবেন ভাইভা ভাল হবে ইন শা আল্লাহ।
১।নিজের উপর আত্মবিশ্বাস রাখুন,আল্লাহর উপর ভরসা রাখুন।
২।পারেন বা না পারেন প্রফুল্ল থাকুন।ভাইভা বোর্ডে কখনো বিচলিত হওয়া /ঘাবড়ানো যাবেনা।বেশিরভাগ ক্ষেত্রে অপ্রত্যাশিত সিচুয়েশনে পড়লে কিভাবে আপনি তা ট্যাকেল দিবেন তাই ভাইভা বোর্ডে যাচাই করা হয়।
৩।যথাযথ উত্তর দিবেন।না পারলে বিনয়ের সাথে “সরি স্যার বলুন’।কিন্তু না জেনে জানার ভান করবেন না। Primary Viva Experience 2024
৪।আপনার পূর্বের উত্তর অনুযায়ি পরবর্তী প্রশ্ন আসতে পারে। তাই বুঝে শোনে যথাযথ উত্তর করুন।
৫।নিজেকে স্যারদের চেয়ে বড় জাহির করতে যাবেন না।উনারা আপনি /আমার চেয়ে যথেষ্ট জ্ঞানী ও বিজ্ঞ।
৬।আপনার দেয়া উত্তর সঠিক হলেও ভাইভা বোর্ড ভুল ভাবে নিলে তর্কে না জড়িয়ে বিনয়ের সাথে বুঝানোর চেষ্টা করুন।তবে এক্ষেত্রে বুঝাতে না যাওয়াই বেটার, কারণ হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি।
৭।মার্জিত পোষাক পরিচ্ছদ,আচরণ ও ভাষা(আঞ্চলিকতা পরিহারের চেষ্টা ) ব্যবহার করুন।
৮।সাম্প্রতিক ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো ও বিষয় ভিত্তিক কমন প্রশ্নগুলো ভালভাবে জেনে যাবেন।
৯।কোন প্রশ্ন বুঝতে/শোনতে অসুবিধা হলে বিনয়ের সাথে জিজ্ঞাসা করুন(শুধু সরি স্যার ও বলতে পারেন)
১০। শেষ ভাল যার সব ভালো তার। সো ভাইভা বোর্ড থেকে বিনয়ের সাথে সালাম দিয়ে আদব বজায় রেখে বিদায় নিন।
বি:দ্র:বিসিএস লিখিত রেজাল্ট প্রত্যাশী ছিলাম কিন্তু তা সহজে প্রকাশ করিনি।কারণ এটা শোনলে বলতো যে, আপনি এই জব করবেন না।ভাল কিছুর চেষ্টা করুন।যেহেতু বয়স এখনো প্রায় দুই বছর আছে।
জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2024 - BCS Special
July 8, 2024 @ 3:03 pm
[…] Primary Viva Experience 2024 […]
40th BCS Viva Preparation - BCS Special
August 28, 2024 @ 11:06 pm
[…] Primary Viva Experience 2024 […]