প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা | Primary Viva 2024

প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা | Primary Viva 2024

প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা
সুপারিশপ্রাপ্ত সহ.শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২য় ধাপ,নেত্রকোণা জেলা।
শরিফুজ্জামান
সিরিয়াল নাম্বার-০১
*আমি:দরজা খুলে সালাম দিলাম ও ভিতরে প্রবেশের অনুমতি চাইলাম?
#বোর্ড:সালামের উত্তর দিলেন ও প্রবেশের অনুমতি দিলেনএবং বসতে বললেন।
*আমি:ধন্যবাদ দিতে চাইলাম।
BCS Viva
#বোর্ড:আপনার নাম শরিফ উজ্জামান?
*আমি:জি, স্যার।
#বোর্ড :কী করেন আপনি/পেশা কী?
*আমি:আপাতত বেকার স্যার,তবে টিউশন করাই।
#বোর্ড:আপনার অনার্স -মাস্টার্স কোথা থেকে?
*আমি:অনার্স -খুলনা বিশ্ববিদ্যালয় ও মাস্টার্স-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। Primary Viva
#বোর্ড:আপনার অনার্সের সাবজেক্ট কী?
*আমি:এগ্রিকালচার, স্যার।
#বোর্ড:পিউর এগ্রিকালচার?
*আমি:জি, স্যার।
#বোর্ড:গ্রাফটিং,কাটিং ও রুটিং কী?(৩টি প্রশ্ন একসাথে ছুঁড়লেন)
*আমি:সিরিয়ালি উত্তর করলাম।
Bank Preliminary Preparation
#বোর্ড:ফসলের কয়েকটা ক্ষতিকর পোকার নাম বলুন?
*আমি:ইংরেজি টার্ম পেটে আসতেছিলো তাও মুখে নয়, স্যার হেল্প করলেন।
#বোর্ড::কয়েকটা কীটনাশকের নাম বলুন?
*আমি:ডিডিটি ও আরেকটা বললাম। স্যার সাথে বাসুডিন ও…যোগ করলেন।
#বোর্ড:বঙ্গবন্ধুকে জাতির জনক বলা হয় ট্রান্সলেশন করুন?
*আমি:ট্রান্সলেশন করলাম।
#বোর্ড:মুক্তিবাহিনী কত তারিখে গঠিত হয়?
*আমি:সঠিক উত্তর মনে হচ্ছিলনা তাই সরি বললাম।স্যার টেকনিক্যালি সঠিক উত্তর দিয়ে বললেন… এটা কি? আমিও টেকনিক্যালি জি স্যার বললাম।মানে উনি আমার না জানা উত্তর টেকনিক্যালি আমাকে দিয়েই কারেক্ট করিয়ে নিলেন।
#বোর্ড;১০ কে এমন দুইভাবে ভাগ করুন যেন ১ব্যবধান হয়?
*আমি:উত্তর করলাম।
BCS Written Preparation
#বোর্ড:১৬ সংখ্যাটি ৪০ এর শতকরা কত?
*আমি:উত্তর করলাম। Primary Viva
#বোর্ড:একটি কবিতা বলুনতো?
*আমি:২লাইন বললাম( কবির নাম সহ কবিতার নাম ও কবিতা-সকালে উঠিয়া আমি মনে মনে বলি….)তারপর থামতে বললেন ও গানের দিকে গেলেন।
#বোর্ড:একটা গান বলতে পারবেন?যেহেতু হুজুর মানুষ ইসলামিক ও গাইতে পারেন।
*আমি:যদিও ইসলামিক সহ ৩টা গান মুখস্থ করেছিলাম। কিন্তু টেকনিক্যালি প্রাক প্রাথমিকের ১৩ টি গানের একটি(আমাদের দেশটা স্বপ্নপুরী….) গাইলাম।স্যার তাল মিলালেন ও খুশি হয়ে আসতে পারেন বললেন।
#বোর্ড:আপনার সম্পত্তিগুলো নিয়ে যান।
*আমি:মুচকি হাসলাম, ধন্যবাদ এবং সালাম দিয়ে সম্পত্তিনিয়ে চলে আসলাম।
বি:দ্র: বোর্ড খুব আন্তরিক ছিলেন।বোর্ডে ৩ জিন ছিলেন।ডিসি স্যার প্রশ্ন না করে শুধু পরখ করছিলেন।
এই হল আমার বাস্তব ভাইভা অভিজ্ঞতা।
খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সাজেশন
***ভাইভা প্রার্থীদের উদ্দেশ্যে কিছু কথা:
দেখুন ভাইভা বোর্ডে কেমন প্রশ্ন হবে তাপ্রায় অনিশ্চিত।
স্যারদের মন-মানসিকতা ও পারিপার্শ্বিক অবস্থার উপর অনেকটা ডিপেন্ড করে।
তাই খুব ভাল প্রিপারেশন নিয়েও ভাইভা খারাপ হতে পারে আবার বাজে প্রিপারেশন নিয়েও ভাল ভাইভা হতে পারে।এটা সম্পূর্ণ ভাগ্যের উপর।
তবে কিছু বিষয় খেয়াল রাখবেন ভাইভা ভাল হবে ইন শা আল্লাহ। ভাইভা অভিজ্ঞতা | Viva Experience 2024
১।নিজের উপর আত্মবিশ্বাস রাখুন,আল্লাহর উপর ভরসা রাখুন।
২।পারেন বা না পারেন প্রফুল্ল থাকুন।ভাইভা বোর্ডে কখনো বিচলিত হওয়া /ঘাবড়ানো যাবেনা।বেশিরভাগ ক্ষেত্রে অপ্রত্যাশিত সিচুয়েশনে পড়লে কিভাবে আপনি তা ট্যাকেল দিবেন তাই ভাইভা বোর্ডে যাচাই করা হয়।
৩।যথাযথ উত্তর দিবেন।না পারলে বিনয়ের সাথে “সরি স্যার বলুন’।কিন্তু না জেনে জানার ভান করবেন না।
৪।আপনার পূর্বের উত্তর অনুযায়ি পরবর্তী প্রশ্ন আসতে পারে। তাই বুঝে শোনে যথাযথ উত্তর করুন।
৫।নিজেকে স্যারদের চেয়ে বড় জাহির করতে যাবেন না।উনারা আপনি /আমার চেয়ে যথেষ্ট জ্ঞানী ও বিজ্ঞ। সফল ভাইভা অভিজ্ঞতা | BCS Viva Experience 2024
৬।আপনার দেয়া উত্তর সঠিক হলেও ভাইভা বোর্ড ভুল ভাবে নিলে তর্কে না জড়িয়ে বিনয়ের সাথে বুঝানোর চেষ্টা করুন।তবে এক্ষেত্রে বুঝাতে না যাওয়াই বেটার, কারণ হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি।
৭।মার্জিত পোষাক পরিচ্ছদ,আচরণ ও ভাষা(আঞ্চলিকতা পরিহারের চেষ্টা ) ব্যবহার করুন। Primary Viva
৮।সাম্প্রতিক ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো ও বিষয় ভিত্তিক কমন প্রশ্নগুলো ভালভাবে জেনে যাবেন।
৯।কোন প্রশ্ন বুঝতে/শোনতে অসুবিধা হলে বিনয়ের সাথে জিজ্ঞাসা করুন(শুধু সরি স্যার ও বলতে পারেন)
১০। শেষ ভাল যার সব ভালো তার। সো ভাইভা বোর্ড থেকে বিনয়ের সাথে সালাম দিয়ে আদব বজায় রেখে বিদায় নিন। জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2024
বর্তমান পরিচয়:
সহ.শিক্ষক প্রাইমারি স্কুল
সহ.শিক্ষক
হাইস্কুল(সুপারিশপ্রাপ্ত)
বিসিএস লিখিত রেজাল্ট প্রত্যাশী ও ৪৬তম বিসিএস লিখিত পরিক্ষার্থী। Primary Viva
বি:দ্র:বিসিএস লিখিত রেজাল্ট প্রত্যাশী ছিলাম কিন্তু তা সহজে প্রকাশ করিনি।কারণ এটা শোনলে বলতো যে,
আপনি এই জব করবেন না।ভাল কিছুর চেষ্টা করুন।যেহেতু বয়স এখনো প্রায় দুই বছর আছে।
আপনাদের সামান্য উপকার হলেই আল্লাহর এই অধম বান্দা নিজেকে সার্থক ভাববে।
শুভ কামনা আপনাদের জন্য।
অধম বান্দাকে আপনাদের দোয়ায় রাখবেন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন:  https://cutt.ly/VeaTC5nM

বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন:  https://cutt.ly/HeaYoqBO

চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/job-circular/

চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/viva-preparation-2/

পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন:

https://web.facebook.com/groups/abcsspecial

অথবা ফেসবুক পেজে লাইক দিন –

https://www.facebook.com/abcsspecial