ভাইভা অভিজ্ঞতা | Viva Experience 2024

 ভাইভা অভিজ্ঞতা

তারিখ : ১৬/০৪/২০২৪

আমি সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম,

পিটিআই সুপার: কোথায় পড়ালেখা করেছেন? —–: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

ডিসি স্যার: কোন সাবজেক্ট?

—–: সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং

ডিসি স্যার: সিভিল ইঞ্জিনিয়ার। প্রাইমারিতে কি ইঞ্জিনিয়ারিং এর কিছু আছে?

—–: না স্যার

ডিসি স্যার: তাহলে প্রাইমারিতে কেন আসবেন?

—–: স্যার আমি অনেক দিন ধরেই চাকুরির প্রস্তুতি নিচ্ছি। স্যার, ১ বছর ৪ মাস আগে আমার বাবা মারা যান। আমি যদি নিজ জেলায় চাকুরি করতে পারি, তবে মায়ের সাথে থাকতে পারবো।

ডিসি স্যার: কিন্তু আপনি তো আপনার জীবনটা নষ্ট করতে পারেন না, এটা অনুচিত।

বিসিএস লিখিত বাংলা প্রস্তুতি

পিটিআই সুপার: আপনি কি জানেন এই চাকুরি কত গ্রেডের?

—–: জি স্যার, আমি জানি

পিটিআই সুপার: কত গ্রেডের চাকুরি?

—–: ১৩ তম গ্রেড

পিটিআই সুপার: এই চাকুরির পোস্টিং হয় প্রত্যন্ত অঞ্চলে, সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত স্কুলে থাকতে হয়। আপনি কি চাকুরি টা করতে পারবেন?

—–: স্যার, আমি ডিটারমাইন্ড। ইনশাল্লাহ আমি চাকুরিটা করতে পারবো।

ডিসি স্যার: না, না। এটা সম্ভব না (আমার উত্তর শুনে)।

পিটিআই সুপার: আচ্ছা বলেন, নদীতে সাঁতার কাটা সহজ নয় (ট্রান্সলেশন)।

—–: উত্তর করলাম

পিটিআই সুপার: বারো ইঞ্চিতে এক ফুট (ট্রান্সলেশন)।

—–: উত্তর করলাম

ডিসি স্যার: পাস করেছেন কবে?

—–: উত্তর করলাম

ডিসি স্যার: বিসিএস দিচ্ছেন?

—–: উত্তর দিলাম

ডিসি স্যার: প্রিলি, রিটেন কোনোটা?

—–: উত্তর দিলাম

তখন ডিসি স্যার ভাইভা কক্ষের অন্য একজন স্যারকে (বোর্ড মেম্বারদের মধ্যে তিনি নেই) ইশারা করে বললেন, সে রিটেনে টিকেছে।

ডিসি স্যার: আপনার বয়স কত?

—–: উত্তর করলাম

ডিসি স্যার: তাহলে তো আপনার সময় আছে। (যদিও আমার সময় ২ বছরের কম আছে)

ডিপিইও স্যার: মুখে মুখে একটি অংক জিজ্ঞেস করলেন।

BCS Preparation Guideline

—–: উত্তর দিলাম। ডিপিইও স্যার বললেন, ঠিক আছে।

ডিসি স্যার: ডিপিইও স্যার কে উদ্দেশ্য করে বললেন, সে তো সিভিল ইঞ্জিনিয়ার, তার কাছে তো এগুলো ব্যাপার না । আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন ফিলিস্তিন- ইসরাইল সংকট নিয়ে, সেখানে কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে সেগুলো নিয়ে।

অতঃপর আরো কিছু কথা বার্তার পর স্যারদেরকে সালাম দিয়ে কাগজপত্র নিয়ে বের হয়ে চলে আসলাম।

** ডিসি স্যারের কিছু কথায় ভেবেছিলাম হয়তো নেগেটিভ কিছু হতে পারে। যাই হোক আলহামদুলিল্লাহ, ২য় ধাপে সুপারিশ প্রাপ্ত হয়েছি।

ভাইভা অভিজ্ঞতা

জেলা: নরসিংদী

উপজেলা: মনোহরদী

বিষয় : উদ্ভিদবিজ্ঞান

সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভাইভা বোর্ডে তিনজন ছিলেন। প্রথমজন শুরুতেই হাতের কাগজগুলো চেয়ে নিলেন। তারপর বসতে বলায় ধন্যবাদ দিয়ে বসলাম।

এরপর তিনি একটি কাগজে একটা বাংলা বাক্য বললেন, সেটি লিখলাম৷ একটি ইংরেজি শব্দ বললেন, সেটি লিখলাম। তারপর একটা কাগজে নামের পাশে সিগনেচার করতে দিলেন, করলাম।

১ম জন : সিজিপিএ কত? (বললাম)

২য় জন : কোথায় পড়াশুনা করেছেন, কোন বিষয়ে?

আমি : উদ্ভিদবিজ্ঞান ডিপার্টমেন্ট, সরকারী তিতুমীর কলেজ৷ থেকে।

বিসিএস ভাইভা

২য় জন : কোষের পাওয়ার হাউস কোনটা?

আমি : মাইটোকন্ড্রিয়া

৩য় জন (উনিই ভাইভা বোর্ডের হেড ছিলেন) : কোষে ক্রোমোজোম কয়টা থাকে?

আমি : স্যার এটা তো উদ্ভিদ আর প্রাণী ভেদে ডিফ্রেন্ট হয়।

৩য় জন : মানুষেরটাই বলেন।

আমি : ৪৬ টি

২য় জন : কয় জোড়া হয় তাহলে?  ভাইভা অভিজ্ঞতা

আমি : ২৩ জোড়া

২য় জন : সবগুলা কি একইরকমের?

আমি: জ্বি না স্যার, ২২ জোড়া অটোজম আর ১ জোড়া সেক্স ক্রোমোজোম।

৩য় জন : ক্লোরোফিল কেন থাকে উদ্ভিদে?

আমি: সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির জন্য ক্লোরোফিল প্রয়োজন।

৩য় জন: না থাকলে হবে না?

আমি : জ্বি না স্যার, খাদ্য তৈরিতে ক্লোরোফিলের উপস্থিতি লাগবেই।  ভাইভা অভিজ্ঞতা

৩য় জন : আচ্ছা কোষ বিভাজন কয় প্রকার?

আমি : ছোটরা পড়লে দুই প্রকার, তবে একটু বড় হয়ে আমরা তিন প্রকার পড়েছি। এমাইটোসিস, মাইটোসিস আর মিয়োসিস।

ভারতকে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট দেয়ায় বাংলাদেশের লাভ না ক্ষতি?

(এই পর্যায়ে স্যার মিটমিট করে হাসতেছিলো। আমি অতিরিক্ত ব্যখ্যা দিয়ে কথা বলি, এজন্য সম্ভবত মজা পাচ্ছিলো।)

৩য় জন: ঠিক আছে এইগুলা ওই স্যার কে বুঝান, স্কুলে বাচ্চাদেরকে যেভাবে বুঝাবেন।

আমি : স্যার আমি কি দাঁড়িয়ে বুঝাবো?

২য় স্যার : না না, বসেই বলেন।

আমি: মাইটোসিস কোষ বিভাজন হয় দেহকোষে, এই যে আমরা লম্বা হই, বড় হই বা হাত পা কেটে গেলে যে আবার সেটা ঠিক হয়ে যায় কয়দিন পর, এটাই মাইটোসিস কোষ বিভাজনের জন্য হয়। এখানে কোষ বিভাজনের পর সংখ্যা দ্বিগুণ হয়ে যায়।

আমার কথার মাঝেই ৩য় স্যার ইন্টারাপ্ট করলেন।

৩য় স্যার : কী? মিয়োসিসে কয়গুণ হয়?

আমি: স্যার মিয়োসিসে হাফ হাফ মিলে এক জোড়াই হয়। বাড়েও না কমেও না, মাইটোসিসে দ্বিগুণ হয়।

এটা আবার ২য় স্যার কেও বুঝায়া বললাম। XX আর XY এর কাহিনীটা। স্যার বেশ মজা পাচ্ছিলেন। মনে হচ্ছিলো উনি সত্যিই আমার স্টুডেন্ট। এক পর্যায়ে আমি হাত তুলে নেড়ে বুঝাতে নিসিলাম, তারপর নিজেই আবার হাত টান দিয়ে নামাইছি।

৩য় স্যার : প্রস্বেদন কী বলেন?

আমি: উদ্ভিদের ভিতরকার এক্সট্রা বাতাস বের হয়ে যাওয়ার প্রসেস। (এটা ভুল বলছি)

৩য় স্যার : বাতাস না পানি?

আমি : ওহ হ্যা স্যার পানি সম্ভবত। সরি

৩য় স্যার : আচ্ছা অক্সিজেনের প্রয়োজনীয়তা ক্লাসের বাচ্চাদের কেমনে বুঝাবেন?  ভাইভা অভিজ্ঞতা

আমি: স্যার অক্সিজেনের প্রয়োজনীয়তার তো শেষ নাই। আমরা যে শ্বাস নেই, অক্সিজেনই নেই। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারব না।

৩য় স্যার : আচ্ছা ঠিকাছে, অক্সিজেন যে আগুন জ্বালাতে সাহায্য করে এটা কেমনে বুঝাবেন? ওই স্যার কে বুঝান তো দেখি।

আমি: স্যার আমরা স্কুলে যেটা পড়ছিলাম সেটাই বলি। একটা মোমবাতি যদি আবদ্ধ কোনো বক্স বা কিছু দিয়ে ঢেকে দেই তাহলে সেটা নিভে যাবে। কারণ ভিতরে তো অক্সিজেন নাই। ভাইভা অভিজ্ঞতা

বিসিএস লিখিত: বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের দশ পরামর্শ

এর আগ পর্যন্ত কিন্তু জ্বলতেছিলো। অক্সিজেন নাই দেখেই নিভে গেছে কারণ অক্সিজেন ছাড়া আগুণ জ্বলবে না।

৩য় স্যার : অক্সিজেনের পরিমাণ বাতাসে কতটুকু বলেন তো?

আমি : অক্সিজেনের পরিমাণই বাতাসে সবচেয়ে বেশি কিন্তু এক্সাক্ট পরিমাণটা এই মুহূর্তে মনে আসতেছে না স্যার, সরি।

৩য় স্যার : মনে আসতেছে না? আচ্ছা ঠিক আছে অভিস্রবণ কী বলেন তো?

আমি : (সংজ্ঞায় যাই নাই, প্যাচ লাগার ভয়ে) স্যার কোনো আলু যদি শরবতে বা ধরেন চিনির পানি ডুবায় রাখি তাহলে এটার মধ্য পানি ঢুকবে একটু ফুলে উঠবে। এটাই অভিস্রবনের কারণে হয়।

৩য় স্যার : আচ্ছা আপনি বরং এটা ওই স্যার কে বুঝায় বলেন, বাচ্চাদের যেমনে বুঝাবেন।

আমি : ধরেন আমরা প্রথমে একটা চিনির দ্রবণ নিবো৷ তারপর আলু স্লাইস করে ডুবায় রাখবো। একটু পর দেখা যাবে এগুলায় পানি ঢুকে ফুলে গেছে। কিশমিশ নিলেও তাই হবে। এমনিতে তো কিশমিশ চুপসায় থাকে মানে একটু কেমন কুচকায় থাকে না? ভিজায় রাখলে একটু পর ফুলে উঠবে।

৩য় স্যার : চিনির পানিই কেন? এমনি পানি না কেন?  ভাইভা অভিজ্ঞতা

আমি : (ন্যানো সেকেন্ডের জন্য থতমত খেয়ে গেছিলাম) কারণ স্যার দ্রবণ হওয়া লাগবে, নাইলে হবে না।

৩য় স্যার : আচ্ছা পাতা কান্ড এসব কিছু নাই কিন্তু ক্লোরোফিল আছে এমন একটা উদ্ভিদের নাম বলেন তো।

আমি : (একটু আপন মনেই বলতেছিলাম ছত্রাক? তখন উনি বললেন ছত্রাক!!) না না স্যার, শৈবাল শৈবাল।

২য় স্যার : আচ্ছা ক্লোরোফিল ছাড়াও তো হয় অনেক উদ্ভিদ। ওগুলি কেন?  ভাইভা অভিজ্ঞতা

আমি : স্যার যাদের থাকে লিউকোপ্লাস্ট থাকে তারা হয় সাদা আবার ক্রোমোপ্লাস্টের কারণে হয় লাল নীল, যেমন নীল অপরাজিতা।

৩য় স্যার : (একটু ব্যস্ত ভঙ্গিতে) আচ্ছা বলেন যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার শেষে প্রধাণ উপাদানটা কী?

আমি : শর্করা।

৩য় স্যার : ঠিক আছে, যান তাহলে।

১ম স্যার : এই নেন আপনার সব কাগজপত্র। এগুলো সব নিয়ে যান।

আমি মাথা নিচু করে সব কাগজ গুছিয়ে চলে আসার সময় তিনজনকে আলাদা আলাদা করে সালাম দিচ্ছিলাম। তখন ৩য় স্যার আবার প্রশ্ন করলেন “আপনি কি কোথাও চাকরি করেন এখন?”

৪৪তম বিসিএস ভাইভা প্রশ্ন সমাধান

আমি: জ্বি না স্যার।

৩য় স্যার : আচ্ছা, ওই দরজা দিয়ে যাবেন।  ভাইভা অভিজ্ঞতা

(তারপর মনে মনে টাটা দিয়ে বের হয়ে আসলাম।)

এটা আমার জীবনের প্রথম চাকরির ইন্টারভিউ৷ এমনিতে অনেক টেনশনে ছিলাম তবে ভিতরে যাওয়ার পর থেকে আমাকে এত দ্রুত প্রশ্নগুলো করা হচ্ছিলো আর আমি এত দ্রুত উত্তর দিচ্ছিলাম যে ভয় বা নার্ভাস হওয়ার মত সুযোগ পাইনি। তবে তারা খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দিয়েছেন যার কারণে আমি উত্তরগুলো গুছিয়ে বলতে পারতেছিলাম।

 ভাইভা অভিজ্ঞতা

বোর্ড বি; বোর্ড মেম্বার ৩ জন

চট্টগ্রাম জেলা।

১ম স্যার : আপনি সরকার চাকরি করতে চান কেন?  ভাইভা অভিজ্ঞতা

আমি: সরকারি চাকরি আমাকে অর্থনৈতিক নিরাপত্তা দিবে।আমাদের গ্রামীণ সামাজিক বাস্তবতায় সরকারি চাকরির একটি মর্যাদা আছে।

১ম স্যার: বেসরকারি চাকরি করতে চান না কেন??

আমি : প্রাইভেট সেক্টরের চাকরিতে পেশাগত যোগ্যতা টা কে বেশি গুরুত্ব দেয়,।কোন কোন চাকরিতে স্মার্টনেস টা কে বেশি প্রাধান্য দেয়।

(আর মনে আসতেছিলো না,প্যাচায় যাচ্ছে) তাই নিজেকে গুছিয়ে বললাম, স্যার বেসরকারি চাকরিতে চাকরির নিরাপত্তা নেই।(মনে মনে, সুন্দরী গার্লফ্রেন্ডের মতো আজকেতো আছে, কালকে ব্লক)

১ম স্যার: আপনি প্রাইমারি চাকরি কেন করতে চান??

আমি : আমি শিশুদের সাথে সময় কাটাতে ভালোবাসি।

আর অর্থনৈতিক নিরাপত্তা বিশেষ করে কর্মজীবন শেষে পেনশনের সুবিধা পাবো।(মনে মনে জিন্দেগী কা স্যাথ বি,জিন্দেগী কা বাথ বি)

১ম স্যার: ব্যবসা কেন করতে চান না??  ভাইভা অভিজ্ঞতা

আমি: ব্যবসার যে নলেজ থাকা দরকার তা নাই।

২য় স্যার : দেওয়ালের একটি লিখা দেখিয়ে (We are what we do) ট্রান্সলেট করেন।

আমি : আমরা তাই,যা আমরা করি।

২য় স্যার: দেওয়ালের আরেকটি লিখা (Excellence is what we act as ahabit) বুঝিয়ে বলুন।

আমি : (এটা মূলত লিংগুস্টিক এর হ্যাবিট ফরমেশন এস আ্যা লার্নিং এর সাথে রিলেটেড)।

মেধা বলতে আমরা সাধারণভাবে যা বুঝি তা নই; মেধা টা আসলে বার বার অনুশীলনের ফল। আমরা যদি নেগেটিভ বা পজিটিভ কোন চিন্তা বারবার করতে থাকি সেটাও আমাদের কোন না কোন কাজের মাধ্যমে প্রকাশ পাবে।আমরা কোন কিছু শিখতে চাইলে বিশেষ করে দক্ষতা অর্জন করতে চাইলে, মেধা বা এরকম কিছুর উপর ভরসা না করে বরং বারবার করতে হবে।

৩য় স্যার : আপনার ভাইবা একশতে একশ অকে।

খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন-২০২৪

(চলে আসার সময়) গান পারেন??

আমি : জ্বি,

৩য় স্যার : কী গান পারেন??

আমি : পল্লী গান ( ভেবেছিলাম গাইতে বলবে)

৩য় স্যার: ভাইবার জন্য শিখেছেন??

আমি : না স্যার, আমার গলা যথেষ্ট খারাপ কিন্তু ছোটকাল থেকেই গান গাওয়ার একটা বদ অভ্যাস আমার ছিলো।

৩য় স্যার : আপনি আসুন

আমি: সবাইকে ধন্যবাদ দিয়ে চলে আসলাম।

ভাইভা অভিজ্ঞতা

তিনজন ছিল বোর্ডে

সময় : ৪-৫ মিনিট

(নাগরিকত্ব সনদ আর স্থায়ী ঠিকানা সনদ নিতে ভুলে গিয়েছিলাম)

রুমে সালাম দিয়ে প্রবেশ করলাম

** আপনি নাগরিকত্ব সনদ আর স্থায়ী ঠিকানা সনদ আনেন নি?

আমি:না, স্যার।

** কাগজপত্র ডিপিইও অফিসে জমা দিয়েছিলেন?

আমি: জ্বি।

** এখানে ডিপিইও স্যার কে বলেন?

আমি : চিনি না স্যার।

** অনুমান করেন

আমি : একজনকে দেখালাম উনি ডিপিইও স্যার।

**আপনার অনুমান ভুল।

** Signature করতে করতে বলেন সর্বশেষ কোথায় পড়াশোনা করেছেন।

আমি : বললাম।

**আপনার প্রিয় সাবজেক্ট কি?

আমি:Poetry ( ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট)

**Romanticism সম্পর্কে কিছু বলেন।

আমি: Romanticism আসলে একটা Movement.

আর Romanticism আর Neo- Classicism এর মধ্যে compare করেছিলাম।  ভাইভা অভিজ্ঞতা

যেমন : Neo- Classicism period এর লেখকরা লজিক নিয়ে লেখালেখি করত

তাদের লেখায় আবেগ emotion এর জায়গা ছিলো না। তারা uper class নিয়ে লিখেছেন। এবং প্রকৃতি নিয়ে তারা লেখালেখি করত না।

Romanticism ঠিক তার বিপরীত এখানে লেখকরা সাধারণ মানুষ নিয়ে লেখালেখি করত। প্রকৃতির প্রতি একটা ভালোবাসা ছিল। লেখকরা idealistic ছিল।

(এগুলো বলার সময় মাঝে মাঝে আরও কিছু প্রশ্ন করেছেন কিন্তু সঠিক মনে নেই)

** কেউ একজন বিভিন্ন দেশ ঘুরতে চায়

এটাকে আপনি কি হিসেবে দেখেন।

আমি: স্যার, Renaissance spirit.

তারপর একজন বললো আপনার সাবজেক্টিভ নলেজ তো ভালো।

** একটা গান বলেন

আমি: বললাম।

**আপনি এবার আসতে পারেন

আমি : উঠে দাঁড়ালাম।

** বলেন IPA কি

আমি : স্যার IPA symbol.

** Full meaning বলেন।

আমি: International… আর বলতে পারি নাই।

তারপর আবার বললো আপনি আসতে পারেন।

(আমি কনফিডেন্ট ছিলাম একটুও ভয় কাজ করে নি। আলহামদুলিল্লাহ ফাইনালি সফল হয়েছি)

১৩। ভাইভা অভিজ্ঞতা -১৩

ভাইবা অভিজ্ঞতাঃ

২য় ধাপঃ

বোর্ডে ৩ জন ছিলো।  ভাইভা অভিজ্ঞতা

–আসতে পারি স্যার?

–হ্যা আসুন।

— আসসালামু আলাইকুম

–ওয়া-আলাইকুমুস সালাম। বসুন। আপনার নাম কি?

জিরো থেকে ১০০% ইফেক্টিভ সাকসেসফুল ব্যাংক জব প্রস্তুতি যেভাবে নিবেন

— পৃথ্বী মল্লিক তমা

–“পৃথ্বী” এর থ্ব এই ব টি কোন ব?

— ফলা স্যার। ব্যন্ঞন বর্ণ ব এর সংক্ষিপ্ত রূপ।

— বাংলা বর্ণ মালায় ২ টা ব আছে। একটা বর্গীয় ব আর একটা অন্য ব। এটা কোন ব?

— সরি স্যার। আমার জানা নেই। তবে আমি জেনে নেয়ার চেষ্টা করবো।

— কোথা থেকে পড়াশোনা করেছেন?

— খুলনা বিশ্ববিদ্যালয়

— কোন বিষয়?

— Biotechnology & Genetic Engineering Sir.

— DNA Finger printing কাকে বলে?

–উত্তর দিলাম

— DNA তে কি শুধু ATGC ই থাকে অন্য আরেকটা কি যেন থাকে?

— স্যার, সেটা ইউরাসিল। তবে সেটা ডিএনএ তে নয়। আরএনএ তে থাকে।

— বাংলাদেশর কৃষিতে Biotechnology এর ব্যবহার সম্পর্কে বলুন।

— উত্তর দিলাম। উত্তরে বিটি ব্রিন্জল এর কথা বলেছিলাম

— BT এর ফুল মিনিং কি?

— বললাম। একটু ব্যাখ্যা ও দিলাম।

— এবার কিছু সহজ translation জিজ্ঞেস করি।

( ওনারা বিভিন্ন সহজ translation জিজ্ঞেস করলেন। আমি বুঝলাম আমার গ্রামার সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে কিনা সেটাই যাচাই করতে চাইছেন।)

— সব গুলোর উত্তর করলাম।

ওনারা বুঝলেন যে ইংরেজি গ্রামারে আমার দখল আছে।

— এবার একটু আপনার সাধারণ জ্ঞান যাচাই করি ।

— জি স্যার।

— পাকিস্তান গণপরিষদে রাষ্ট্র ভাষা বাংলা করার জন্য প্রথম দাবি কে তুলেছিলেন?

— স্যার ধীরেন্দ্রনাথ দত্ত

— উনি কিভাবে মারা যান?

— বিস্তারিত জানা ছিলো। বললাম।  ভাইভা অভিজ্ঞতা

— জেল হত্যা দিবস কবে?

— বললাম।

— জেলহত্যা দিবস সম্পর্কে কি জানেন?

–বললাম ।

— আপনার সাধারণ জ্ঞান তো বেশ ভাল। আপনার extracurricular activities আছে কিছু?

— হ্যা স্যার। নাচ, গান, আবৃত্তি শিখেছি । আর স্কাউট করেছি। স্যার আমার এগুলোর উপর সার্টিফিকেট ও আছে। ( দেখাতে চাইলাম)

–দেখাতে হবে না। আপনি একটা রবীন্দ্র সঙ্গীত গেয়ে শোনান।

— স্যার, জ্বর এবং কাশিতে গলা ভেঙে গেছে। তবুও চেষ্টা করছি।

— সেটা আপনার গলা শুনেই বোঝা যাচ্ছে । আপনি শোনান। আপনার ধরা শুনেই আমরা বুঝে নেব।

— ও আমার দেশের মাটি গাইলাম।

— সন্তুষ্ট হলেন। বললেন আপনার ” ও আমার ” ধরা শুনেই বুঝেছি।

— ধন্যবাদ স্যার।

— সবই তো পারলেন. আপনার educational qualification ও ভাল। আপনার আর কোথায় application করা আছে? আপনি কি এই চাকরিতে থাকবেন?

— খুব বেশি নেই স্যার। আমি একটু অন্য প্রফেশনে ছিলাম। তাই সরকারি চাকরির প্রস্তুতি খুব বেশি নিতে পারি নি। এবং একটা বিসিএস বাদে তেমন কিছু নেই স্যার।

–কিসে ছিলেন?

— দেশের বাইরে ছিলাম। স্কলারশিপ নিয়ে পড়তে গেছিলাম। কোভিড মহামারী এবং ব্যক্তিগত কিছু দূর্ভাগ্যের কারণে diverted হয়ে পড়েছি।

— আপনার একটা বিসিএস আছে বলছেন আপনি বিসিএস হয়ে গেলে তো চলে যাবেন।

— স্যার, আমার বয়স শেষ। চাকরি টা আমার খুব দরকার।

— ভাইবাতে অবিচার হবে না। আপনার রিটেনের মার্কের উপর নির্ভর করবে।

— দোয়া করবেন স্যার।

— দোয়া রইলো।

সালাম দিয়ে চলে আসলাম।

ভাইভা অভিজ্ঞতা

টাঙ্গাইল জেলা; ভাইবা বোর্ড নং-০১,,,

প্রার্থী : শামীম মিয়া

বাসাইল, টাঙ্গাইল।

আমি: আসতে পারি স্যার?,,

স্যার: জ্বি আসুন,,,,,

আমি: কাছাকাছি গিয়ে সালাম দিয়েছি।  ভাইভা অভিজ্ঞতা

স্যার: সালামের উত্তর নিয়ে বসতে বললেন এবং ছার্টিফিকেটগুলো নিলেন। আপনার নাম?

আমি: শামীম মিয়া।

স্যার: এখন কি করছেন?

আমি: পদার্থবিজ্ঞান বিষয়ে অনার্স করেছি।মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে, এখনও রেজাল্ট হয়নি।

স্যার: কোথায় থেকে পড়েছেন?

আমি: সরকারী সা’দত কলেজ, করটিয়া।

স্যার: সা’দত কলেজ কে প্রতিষ্ঠা করেন? কত সালে?

আমি: ওয়াজেদ আলি খান পন্নি, ১৯২৬ সালে।

স্যার: এই কলেজের প্রথম প্রিন্সিপাল কে ছিলেন? তার লেখা বইয়ের নাম বলুন,,

আমি: প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ। তার উল্লেখযোগ্য বই কাফেলা, আনোয়ার পাশা, কামাল পাশা, সোহরাব রোস্তম।

স্যার: চাঁদে কোন শব্দ করলে তা কি পৃথিবীতে আসবে?  ভাইভা অভিজ্ঞতা

আমি: জ্বি না, আসবে না।

স্যার: কেন?

আমি: পৃথিবী ও চাঁদের মধ্যে কোন মাধ্যম(বায়ুমন্ডল) নেই।

স্যার: চাঁদে বস্তুর ওজন পৃথিবীতে ওজনের কয়ভাগ?

আমি: ছয় ভাগের একভাগ।

স্যার: পৃথিবীর কোথায় অভিকর্ষজ ত্বরনের মান বেশি?

আমি: মেরু অঞ্চলে।

স্যার: সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?

প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা

আমি: ৮ মিনিট ১৯ সেকেন্ড।

স্যার: প্রবল জোয়ারের কারন কি?

আমি: পৃথিবী, চঁন্দ্র, সূর্য একই সরলরেখায় অবস্থান করলে।

স্যার: কোনটি পানিতে দ্রবীভূত হয়না?

আমি: ক্যালসিয়াম কার্বনেট(CaCo3) , তেল।

স্যার: টুথপেস্টে কি কি থাকে?

আমি: সরি বলেছি।( পড়া ছিল, কিন্তু ঐ মুহূর্তে মনে পড়ছিল না )

স্যার: ছোট ছেলে মেয়েদের কিভাবে গড় বুঝাবেন, ব্যাখ্যা করুন।

আমি: নিজের ভাষায় বলেছি।

স্যার: কবিতা বা ছড়ার দুই লাইন শুনান।

আমি: সংকল্প( কাজী নজরুল ইসলাম) কবিতার চার লাইন আবৃতি করেছি।

স্যার: আপনি এখন আসতে পারেন।

আমি: ধন্যবাদ ও সালাম দিয়ে বের হয়েছি।

**স্যার রা শিট দেখে দেখে প্রশ্ন করছিল।

ভাইভা অভিজ্ঞতা

তৃতীয় ধাপ (জেলা–ফরিদপুর) !

সময়ঃ দুপুর 3টা

দরজা ঠেলে ভিতরে প্রবেশের অনুমতি নিয়ে একটু সামনে গিয়ে নমস্কার জানাতে ডিসি স্যার বসতে বললেন ! পাশ থেকে একজন কাগজপত্র দিতে বল্লেন !

ডিসি স্যারঃ আপনি হীরক ঘোষ ?  ভাইভা অভিজ্ঞতা

—-হ্যা স্যার !

DC: হীরকের ইংরেজি কি ?

—উত্তর দিলাম !

DC: কোথা থেকে উৎপত্তি ? কিভাবে তৈরি হয় ? কোথায় পাওয়া যায় ? পৃথিবীর সবচেয়ে বৃহৎ হীরক খনির নাম কি ?এটা কোন মহাদেশে ?

— উত্তর দিলাম !

ম্যাডাম: আপনার এলাকা কি জন্য বিখ্যাত ?

–বল্লাম !

DC: অংক পারবেন ?

–হ্যা স্যর পারবো ! মুখে বল্লেন খাতায় লিখতে লাগলাম ( ডান পাশ থেকে আরেকজন স্যারঃ আপনি পড়াশোনা শেষ করে বর্তমানে কি করছেন ?

— বল্লাম (উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করি)

ম্যাডামঃ একটা কঠিন বিষয় কিভাবে শিক্ষার্থীদের বোঝাবেন ? ধরুন… ক্লাসে কারো তেমন মনোযোগ নেই পড়ার প্রতি এক্ষেত্রে আপনি কিভাবে ক্লাস কন্ট্রোল করেন ?

— বল্লাম !

ডান পাশ থেকে স্যারঃ চতুর্থ শিল্প বিপ্লব কি ? বুঝিয়ে বলুন !

— গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করলাম ! পজেটিভলি নিলো !  ভাইভা অভিজ্ঞতা

DC: ট্রান্সলেশন করুন ! আমি প্রতিদিন স্কুলে যাই , সে স্কুলে যায়না, তারা স্কুলে যায়নি, আমরা স্কুলে যাবো !

— বল্লাম !

এক্সট্রা আর কিছু ?

— স্যার, আর্ট পারি ভালো ! গান..কবিতা..আবৃতি শিখেছি ! তবে মাঝে মাঝে কবিতা লিখি !

গল্প বলতে পারি !

ম্যাডামঃ এই মুহূর্তে গরম নিয়ে 2 লাইন কবিতা লিখতে পারবেন ?

— লিখে দিলাম !

DC স্যারঃ আপনাকে ধন্যবাদ ! আপনি এখন আসতে পারেন !

সবাইকে ধন্যবাদ দিয়ে কাগজপত্র নিয়ে নমস্কার জানিয়ে বেরিয়ে এলাম !

রিয়েল ভাইবা

কুলিয়ারচর,কিশোরগঞ্জ

আসতে পারি স্যার,

স্যার :হ্যা, আসুন

আসসালামু আলাইকুম স্যার

স্যার:বসুন, মূল সনদপত্র গুলো রাখুন,আর বলুন কোথায় থেকে অর্নাস মাস্টার্স করেছেন

স্যার আমি ডিগ্রি পাস কোর্স করেছি

স্যার :ও আচ্ছা, কোন কলেজ থেকে করেছেন

বারৈচা ডিগ্রি কলেজ

স্যার:আপনার নাম কি

সাকিলা আক্তার শিমু

স্যার: সাকিলা জাফর কে ছিলেন

একজন সংগীত শিল্পী

স্যার :আচ্ছা অতিভুজ কাকে বলে বলেনতো?

বললাম এবং একটি সমকোণী ত্রিভুজ আকলাম অতিভুজ দেখালাম

স্যার:সমকোণী এিভুজের কত ডিগ্রি কোন?

স্যার ৯০ডিগ্রি

স্যার:একটা সুক্ষকোনী এিভুজ আকুন?

আকলাম

স্যার:এিভুজের তিন কোনের সমষ্টি কত?

৪০তম ভাইভা এক্সপেরিয়েন্স -০৪-০৩-২০২১

১৮০°স্যার

স্যার : বলুন তো সে বিএ পাস করেছে তার টান্সলেট করেন

he passed বলে confused হয়ে সরি স্যার এই মুর্হতে মনে পড়ছে না

স্যার:ওকে,বলেন M.Aএর আগে Artical কি বসবে

anবসবে স্যার

স্যার: আপনি এখন আসতে পারেন

ধন্যবাদ স্যার,আসসালামু আলাইকুম

এটা ছিল আমার লাইফের ১ম ভাইবা আপনাদের মতে কেমন হয়ছে ইকটু বলবেন।

চাকরির প্রস্তুতি নিতে ভিজিট করুন:  https://cutt.ly/VeaTC5nM

বিসিএস প্রস্তুতি নিতে ভিজিট করুন:  https://cutt.ly/HeaYoqBO

চাকরি বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/job-circular/

চাকরির ভাইভা প্রস্তুতি নিতে ভিজিট করুন: https://bcsspecial.xyz/category/viva-preparation-2/

পরিক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন:

https://web.facebook.com/groups/abcsspecial

অথবা ফেসবুক পেজে লাইক দিন –

https://www.facebook.com/abcsspecial